ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামে জাল সনদে প্রধান শিক্ষক, ব্যবস্থা নেওয়ার সুপারিশ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১-১০-২০২৫ বিকাল ৬:১৬

জাল সনদে চাকরি নেয়া চট্টগ্রামের আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তদন্ত কমিটি। সম্প্রতি এক প্রতিবেদনে এমন সুপারিশ করা হয়েছে।  সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

অভিযোগ রয়েছে, তিনি ভুয়া এম.এ (ইংরেজি) সনদ এবং জাল অভিজ্ঞতা সনদ ব্যবহার করে শিক্ষকতায় নিয়োগপ্রাপ্ত হন ও এমপিওভুক্ত হন। তদন্তে উঠে আসে, ২০০৬ সালে বন্ধ হয়ে যাওয়া আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির ২০১৪-১৫ শিক্ষাবর্ষের একটি এম.এ সনদ ব্যবহার করে ২০১৯ সালের ১ জানুয়ারি তিনি আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ১৯৯৫ সালের এমপিও জনবল কাঠামো অনুসারে প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য ১২ বছরের এমপিওভুক্ত শিক্ষকতার অভিজ্ঞতা থাকা আবশ্যক। কিন্তু জাহাঙ্গীর আলমের এমপিওভুক্ত অভিজ্ঞতা ছিল না। মাত্র ৯ বছর ১ মাস নন-এমপিও শিক্ষকতার জাল অভিজ্ঞতা দেখিয়ে তিনি সহকারী প্রধান শিক্ষক পদে চাকরি নিয়েছিলেন, যা জনবল কাঠামো অনুযায়ী বৈধ হয়নি। এছাড়া একই সময়ে দুটি প্রতিষ্ঠানে চাকরি করা এবং অতিরিক্ত ভাতা গ্রহণ করার কথাও তিনি স্বীকার করেছেন।

তদন্তে আরও জানা যায়, তিনি ভুয়া সনদ শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরে জমা দিয়েছেন, যা গুরুতর ফৌজদারি অপরাধের শামিল। তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রতিষ্ঠানের সুনামও নষ্ট হয়েছে।

তদন্ত কমিটি প্রতিবেদনে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগও উল্লেখ করে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করার সুপারিশ করেছে।

শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিভাগীয় কমিশনার কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পত্র পাঠিয়েছে, যাতে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়।

অতীতের নিয়োগে অনিয়ম

তদন্তে আরও বেরিয়ে আসে, ২০০২ সালে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ে ১০ম গ্রেডে প্রথম এমপিওভুক্ত হন। মাত্র ৮ মাস এমপিওভুক্ত শিক্ষক হিসেবে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি ২০০৩ সালে পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পান। কিন্তু ১৯৯৫ সালের এমপিও জনবল কাঠামো অনুযায়ী এ পদে নিয়োগের জন্য ১২ বছরের এমপিওভুক্ত অভিজ্ঞতা থাকা প্রয়োজন ছিল। ফলে এ নিয়োগ বৈধ হয়নি।

এ ছাড়া তিনি ১০ম গ্রেডের অভিজ্ঞতা নিয়ে পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯ম গ্রেডে বেতন ও ভাতা গ্রহণ করেন, যা বিধিসম্মত ছিল না। একই সময়ে তিনি চাঁন্দগাঁও থানার উত্তর মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে কর্মরত ছিলেন—যা নিয়মবিরুদ্ধ। লিখিত ও মৌখিক জবানবন্দিতে তিনি বিষয়টি স্বীকারও করেছেন।

এমএসএম / এমএসএম

বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন

হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক

হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা

মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন

রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

​সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র

রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক

বেড়ায় ধর্মীয়-সামাজিক সম্প্রীতির অনন্য উদাহরণ সৃষ্টি করল জামায়াতে ইসলামী

কেশবপুরে দলিল লেখক সমিতির সভাপতি শফি, সম্পাদক আমিনুল পূণরায় নির্বাচিত