পাকিস্তান ম্যাচ দিয়ে বিশ্বকাপে নামছে বাংলাদেশ, যা বললেন অধিনায়ক

৪ বছর পর আবারও মাঠে গড়াল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের আসর। ৩০ সেপ্টেম্বর আইসিসির এই মেগা টুর্নামেন্টের পর্দা উঠলেও আজ (বৃহস্পতিবার) থেকে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে লড়বে বাংলাদেশের মেয়েরা। বিকেল সাড়ে ৩টায় কলোম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
বিশ্বকাপ শুরুর আগে দলের প্রস্তুতি, শক্তি-দুর্বলতা ও লক্ষ্য জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। কোয়ালিফায়ার এবং দ্বিপাক্ষিক সিরিজেও খেলেছি। ওদের সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে, তেমনি আমাদের সম্পর্কেও ওরা জানে। তাই ভালো একটা প্রতিযোগিতা হবে বলে মনে করি।’
প্রতিপক্ষ যেমনই হোক জয়ের লক্ষ্য নিয়েই বাংলাদেশ নামবে বলে প্রত্যয় জ্যোতির, ‘আমরা মানসিকভাবে অনেক কাজ করেছি। আমাদের দলে ম্যাচ জেতানোর মতো সামর্থ্য আছে। তবে সেই বিশ্বাসটাই তৈরি করতে হতো। গত ১২ মাসে আমরা সেই বিশ্বাস তৈরিতে কাজ করেছি। আমরা ভালো খেলেছি, কিন্তু ম্যাচ জিততে পারিনি। কয়েকটা ম্যাচ খুব কাছাকাছি ছিল। এরপর আমরা ভেবেছি কীভাবে খেললে জয় আসবে। কোয়ালিফায়ারের পর থেকেই আমরা মানসিক ও শারীরিকভাবে অনেক পরিশ্রম করেছি।’
পুরুষ-নারী উভয় ক্রিকেটেই বাংলাদেশের দুর্বলতা ব্যাটিংয়ে অধারাবাহিকতা। সেটি কাটিয়ে উঠতে কাজ করার কথা জানালেন টাইগ্রেস অধিনায়ক, ‘অনেকদিন ধরেই ব্যাটিং ছিল আমাদের দুর্বলতা। বোলিং সব সময় ভালো ছিল, ফিল্ডিং-ও উন্নত হয়েছে। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা পারফর্ম করতে পারিনি। সবাই বুঝেছে বিষয়টা। এরপর আমরা আলোচনা করেছি– আমরা তো পারি, তাহলে কেন পারছি না? কেন বড় স্কোর গড়তে পারছি না? সেজন্য আমরা কঠোর পরিশ্রম শুরু করি। নিজেদের সঙ্গে প্রতিজ্ঞা করি– এটাই সুযোগ। কোয়ালিফায়ারে যেভাবে কষ্ট করে উঠেছি, আবার সেটা চাই না। জয় চাইলে রান তুলতেই হবে।’
সর্বশেষ ২০২২ আসর দিয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। ওই আসরে ৭ ম্যাচে কেবল এক জয় নিয়ে তারা আট দলের মধ্যে সাত নম্বরে থেকে বিদায় নিয়েছিল। তাদের নিচে ছিল কেবল পাকিস্তানের মেয়েরা। এবার অবশ্য দুই দলেরই সামর্থ্য এবং স্বপ্নটা বড় হয়েছে। বিশেষ করে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বেশ লড়াইয়ের পর ১ রানে জিতে আত্মবিশ্বাস সঞ্চার করেছে জ্যোতির দল।
বাংলাদেশ তিন বিভাগেই ভালো করতে চায় বলে জানিয়েছেন অলরাউন্ডার রাবেয়া খান, ‘আমরা যেভাবে লাস্ট ম্যাচ উইন করতে পেরেছি। সবকিছু ভালোভাবে শেষ করতে পেরেছি। সবাই সবার রোলটা ভালোভাবে পালন করছে। বোলিং-ব্যাটিং-ফিল্ডিং, সবদিক থেকেই। এখানে আসার পর ওয়েদারসহ সবকিছুই ভালোভাবে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে এখানকার ওয়েদারের তেমন পার্থক্য নেই। আমরা ভালোভাবে প্র্যাকটিস এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছি। আশা করি সবকিছু দিয়ে আগামীকাল (আজ) ম্যাচটা ইনজয় করতে পারব ইনশাআল্লাহ।’
Aminur / Aminur

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ দেখবেন যেভাবে

ঘরের মাঠে এগিয়ে গিয়েও হারল বার্সা

পাকিস্তান ম্যাচ দিয়ে বিশ্বকাপে নামছে বাংলাদেশ, যা বললেন অধিনায়ক

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

এমবাপের হ্যাটট্রিক, চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিশাল জয়

নেপালকে ১০ উইকেটে হারিয়ে সিরিজ হারের ঝাল মেটালো ওয়েস্ট ইন্ডিজ

বৃষ্টির বাগড়ায় জামালদের অনুশীলন পণ্ড

ভারতকে ক্রিকেট থেকে বহিষ্কারের দাবি

বুলবুলের কাছ থেকে চেক নিয়ে কেন ছুড়ে ফেললেন সালমান, যা জানা গেল

৩ জনের মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল-ফাহিম
