ঘরের মাঠে এগিয়ে গিয়েও হারল বার্সা

জয় দিয়েই চ্যাম্পিয়নস লিগ যাত্রা শুরু করেছিল বার্সেলোনা। তবে ঘরের মাঠে ফিরে ধাক্কা খেল দলটি। এগিয়ে গিয়েও জিততে পারেনি হান্সি ফ্লিকের দল। প্রথমার্ধেই সমতা ফেরানোর পর শেষ সময়ের গোলে বার্সাকে তাদেরই মাঠে হারিয়েছে পযারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বুধবার (১ অক্টোবর) রাতে ২-১ ব্যবধানে হেরেছে বার্সেলোনা।
চোটের জন্য দুই দলই এই ম্যাচে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে পায়নি। একদিকে বার্সা পায়নি নিয়মিত গোলরক্ষক জোয়ান গার্সিয়া, রাফিনহা ও ফারমিন লোপেজকে। অন্যদিকে পিএসজি খেলতে নামে ওসমান দেম্বেলে, কাভারাটসখেলিয়াকে ছাড়াই। তবে ম্যাচে হয়েছে দারুণ লড়াই।
গতকাল রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে বার্সেলোনাকে এগিয়ে নেন ফেরান তরেস। প্রথমার্ধের শেষদিকে পিএসজিকে সমতায় ফেরান সেনি মায়ুলু। ম্যাচের শেষ সময়ে ব্যবধান গড়ে দেন গন্সালো রামোস। এই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এলো পিএসজি। আর এই হারে ১৬ নম্বরে নেমে গেছে বার্সেলোনা। তাদের সমান ৩ পয়েন্ট মোট ১৩টি দলের।
ম্যাচের দ্বাদশ মিনিটে প্রথম সুযোগ পায় পিএসজি। কর্নার থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি ইল্লা জাবারনি। দুই মিনিট পর এই সেন্টার ব্যাকই দলকে বাঁচান। লামিনে ইয়ামালের দুর্দান্ত পাসে প্রথম ছোঁয়ায় গোলরক্ষককে কাটান তরেস। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় জোরে শট নিতে পারেননি এই স্প্যানিশ ফরোয়ার্ড। গোললাইন থেকে ফেরান জাবারনি।
১৯তম মিনিটে আর ব্যর্থ হননি তরেস। ইয়ামালের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সে ক্রস করেন মার্কাস রাশফোর্ড। চমৎকার স্লাইডে জাল খুঁজে নেন তরেস। ৩০তম মিনিটে আশরাফ হাকিমির চমৎকার ফ্রি কিক ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ভয়চেখ শেজনি। আট মিনিট পর বাঁ পায়ের শটে তাকে পরাস্ত করেন মায়ুলু।
বিরতির পর আক্রমণের ধার বাড়ায় পিএসজি। ৫৩তম মিনিটে মেন্দেসের শট ফেরান শেজনি। পরের মিনিটে ব্রাডলি বারকোলার ফেরান তিনি। ৬৫তম মিনিটে কয়েক সেকেন্ডের ব্যবধানে বার্সেলোনার দুটি শট গোলমুখ থেকে ফিরিয়ে দেন পিএসজির দুই ডিফেন্ডার। ৮৩তম মিনিটে একটুর জন্য জালের দেখা পাননি পিএসজির লি ক্যাং-ইন।
একের পর এক আক্রমণে বার্সেলোনাকে চেপে ধরা পিএসজি এগিয়ে যায় ৯০তম মিনিটে। হাকিমির ক্রস ঠাণ্ডা মাথার শটে জাল খুঁজে নেন রামোস। বাকি সময়ে বার্সা আর সেই গোল শোধ করতে পারেনি। দিনের অন্য ম্যাচে অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। গ্যাব্রিয়েল মার্তিনেল্লি দলকে প্রথমার্ধে এগিয়ে নেওয়ার পর ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা।
Aminur / Aminur

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ দেখবেন যেভাবে

ঘরের মাঠে এগিয়ে গিয়েও হারল বার্সা

পাকিস্তান ম্যাচ দিয়ে বিশ্বকাপে নামছে বাংলাদেশ, যা বললেন অধিনায়ক

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

এমবাপের হ্যাটট্রিক, চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিশাল জয়

নেপালকে ১০ উইকেটে হারিয়ে সিরিজ হারের ঝাল মেটালো ওয়েস্ট ইন্ডিজ

বৃষ্টির বাগড়ায় জামালদের অনুশীলন পণ্ড

ভারতকে ক্রিকেট থেকে বহিষ্কারের দাবি

বুলবুলের কাছ থেকে চেক নিয়ে কেন ছুড়ে ফেললেন সালমান, যা জানা গেল

৩ জনের মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল-ফাহিম
