গাছ কাটাকে কেন্দ্র করে স্কুলের উন্নয়ন কাজে রাজনৈতিক বিতর্ক

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া এম.কে.বি.এইচ উচ্চ বিদ্যালয়ের উন্নয়নমূলক রাস্তা নির্মাণ কাজকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা মো. হেদায়েত হোসেন মুন্সীর বিরুদ্ধে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, কাশালিয়া-মোচনা সড়কের সঙ্গে বিদ্যালয়ের রাস্তাটি সংযুক্ত করার কাজ চলছিল। রাস্তা নির্মাণের সুবিধার্থে দ্রুত কিছু গাছ অপসারণের প্রয়োজন হয়। উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠান এ বিষয়ে ব্যবস্থা নিতে বললে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসনকে অবহিত করে রেজুলেশনের মাধ্যমে ছোট-বড় ১১টি গাছ কাটার সিদ্ধান্ত নেয়। গাছগুলো দিয়ে বিদ্যালয়ের আসবাবপত্র তৈরির পরিকল্পনাও করা হয়।
এসময় মুকসুদপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাশালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হেদায়েত মুন্সীর বিরুদ্ধে কাজ বন্ধের নির্দেশ দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, তিনি স্কুল কর্তৃপক্ষ ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্যদের চাপ প্রয়োগ করেন এবং বলেন—“আমার অনুমতি ছাড়া স্কুলে কোনো উন্নয়ন কাজ করা যাবে না।”
স্থানীয় জমিদাতা ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্য রওশন আলী সিকদার এবং শেখ শাহাবুদ্দিন রিপন বলেন, “স্কুলের স্বার্থে গাছ কাটা হয়েছে। আমরা কোনো বাঁধা দেইনি, কিন্তু বিএনপি নেতা এসে বাঁধা দিয়েছেন। এটা ঠিক হয়নি।”
কাশালিয়া এম.কে.বি.এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচীন্দ্র নাথ বিশ্বাস বলেন, “স্থানীয় ওই নেতা আমার ছাত্র। তিনি আমার কাছে টাকা চাননি। শুধু জানতে চেয়েছেন সরকারি নিয়ম মেনে গাছ কাটা হয়েছে কি না এবং এ বিষয়ে কাগজপত্র দেখাতে।”
অভিযোগ প্রসঙ্গে মো. হেদায়েত মুন্সী বলেন, “আমি গাছ কাটতে বাঁধা দেইনি। তবে সরকারি অনুমতি ছাড়া গাছ কাটা হয়েছে কি না, অভিভাবক হিসেবে আমি প্রশ্ন তুলেছি। কোনো চাপ প্রয়োগ করিনি।”
তিনি আরও দাবি করেন, বন বিভাগ ও উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়াই গাছ কাটা হয়েছে।
এমএসএম / এমএসএম

শিবচরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাছ কাটাকে কেন্দ্র করে স্কুলের উন্নয়ন কাজে রাজনৈতিক বিতর্ক

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ২২ দিন ইলিশসহ সবধরণের মাছ ধরায় নিষেধাজ্ঞা

চট্টগ্রামে লাইসেন্সবিহীন ট্রলার সাগরে

পটুয়াখালীতে বিজয় দশমীর শেষ মুহূর্তে চলছে প্রতিমা বিসর্জনের আয়োজন

নবীনগরে জালিয়াতির মাধ্যমে সম্পত্তি দখলের চেষ্টা অভিযোগ

ঘোড়াঘাটে দিন দিন বেড়েই চলছে চুরি-ছিনতাই, জনমনে আতংক

আত্রাইয়ে বিএনপি'র বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

বাল্যবিয়ে করতে এসে কারাগারে গেলেন বর

কোনাবাড়ীতে ২ মাদককারবারী গ্রেফতার

তালায় ক্যান্সারযোদ্ধা মেধাবী কলেজ ছাত্র মেহেদী হাসান বাঁচতে চাই

চার দিন পর পুনরায় চালু হলো সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ি
