৩০তম ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু ৪ অক্টোবর

রাজশাহীতে আগামী ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫। টানা সাত দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রাজশাহী টেনিস কমপ্লেক্সে, যা শেষ হবে ১০ অক্টোবর ফাইনাল ম্যাচের মাধ্যমে।
আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) অনুমোদনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় এ টুর্নামেন্ট আয়োজন করছে রাজশাহী টেনিস কমপ্লেক্স।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টুর্নামেন্ট ডিরেক্টর ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান।
হাবিবুর রহমান বলেন, এবারের প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ১১টি দেশের ৫২ জন খেলোয়াড় এবং ১০ জন কোচ/ম্যানেজার অংশ নিচ্ছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে ১৪ জন বালক ও ৭ জন বালিকা খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভারত, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জাপান, চীন, মালদ্বীপ, চাইনিজ তাইপে, সিঙ্গাপুর ও হংকং থেকেও খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।অংশগ্রহণকারীদের আবাসনের জন্য রাজশাহী পর্যটন মোটেল, হোটেল এক্স ও গ্র্যান্ড রিভার ভিউ নির্ধারণ করা হয়েছে। হোটেল থেকে ভেন্যুতে যাতায়াতের জন্য সার্বক্ষণিক দুটি মাইক্রোবাসের ব্যবস্থা করা হয়েছে। অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে বালক এককে শীর্ষ র্যাংকিংধারী থাইল্যান্ডের পাতানালারফান নাপাত, যার আইটিএফ জুনিয়র র্যাংকিং ১৯৪০। বালিকা এককে সর্বোচ্চ র্যাংকিংধারী জাপানের ঈষিধা হারু, যার র্যাংকিং ১৭৮৮। এছাড়া বালক বিভাগে ১১ জন এবং বালিকা বিভাগে ৬ জন বিশ্ব র্যাংকিংধারী খেলোয়াড় অংশ নেবেন এ আসরে।
তিনি বলেন, টুর্নামেন্টে বালক ও বালিকা এককে ৩২ জন করে খেলোয়াড় অংশ নেবেন। এর মধ্যে ৪ জন কোয়ালিফাইং রাউন্ড থেকে এবং ৪ জন ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে মূল ড্রতে সুযোগ পাবেন। বালক ও বালিকা দ্বৈত বিভাগে ১৬ জন করে খেলোয়াড় অংশ নেবেন। কোয়ালিফাইং রাউন্ডের খেলা হবে ৪ ও ৫ অক্টোবর। মেইন ড্রয়ের খেলা শুরু হবে ৬ অক্টোবর সকাল ৯টায়। এবারের টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আইটিএফ অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি মাসফিয়া আফরিন।
৪ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় টেনিস কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার ও পুলিশ সুপার ফারজানা ইসলাম।
আয়োজক কমিটি জানিয়েছে, টুর্নামেন্টকে জনপ্রিয় ও আকর্ষণীয় করে তুলতে ব্যাপক প্রচারণার ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারের খেলায় দর্শকদের কোনো প্রবেশমূল্য দিতে হবে না। শিশু-কিশোরদের আগ্রহী করে তুলতে মহানগরীর বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদের খেলা উপভোগে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
১০ অক্টোবর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপদের হাতে পুরস্কার তুলে দেবেন অতিথিরা।
এমএসএম / এমএসএম

ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার

সন্দ্বীপে ব্যতিক্রমী দূর্গোৎসব: আখড়া মন্দিরের থিম পূজা হয়ে উঠলো দর্শনার্থীদের মুগ্ধতার কেন্দ্র

কর্ণফুলীতে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ২, থানায় জিডি

নাচোলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফেসবুকে ছবি শেয়ার করাকে কেন্দ্র করে জামায়াত-বিএনপিতে সংঘর্ষ, আহত ৩৫

৩০তম ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু ৪ অক্টোবর

ব্লকেড কর্মসূচী দিয়েও ঠেকানো গেলনা রেঞ্জ ডিআইজির আদেশ,এসে গেল নতুন ওসি

নাফ নদীতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার

নাঙ্গলকোটে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

সাউন্ড বক্স না বাজানোয় পূজামণ্ডপে হামলা, আহত ৮

প্রতিশ্রুতি রাখলেন কেন্দ্রীয় বিএনপি নেতা শ্রাবন

কুষ্টিয়ার তালবাড়ীয়াতে গভীররাতে পদ্মায় বালু উত্তোলনের মহোৎসব
