চীনে চোখ রেখে রোববার মধ্যপ্রাচ্যে যাচ্ছে কিশোরী ফুটবলাররা

২০২৫ সালটা এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভরপুর। ছেলে ও মেয়েদের জাতীয় দল থেকে বয়সভিত্তিক পর্যায়ে একটির পর একটি বাছাই প্রতিযোগিতা হচ্ছে। এরই মধ্যে সফলভাবে বাছাই পর্ব শেষ করেছে জাতীয় ও অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। দুটি দলই ইতিহাস গড়েছে এএফসি এশিয়ান কাপে প্রথমবারের মতো চূড়ান্ত পর্বে উঠে। নারী জাতীয় দল আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় ও অনূর্ধ্ব-২০ দল এপ্রিলে থাইল্যান্ডে এশিয়ান কাপ খেলবে।
ছেলেদের জাতীয় দলের এশিয়ান কাপ বাছাই চলমান। দুটি ম্যাচ শেষ হয়েছে। সামনে আরো চারটি ম্যাচ। প্রথম দুই ম্যাচের প্রথমটিতে ভারতের বিপক্ষে ড্র ও সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে হারের পর হামজা-শামিতদের এশিয়ান কাপে কোয়ালিফাই করা কঠিন। পরের ম্যাচটি হংকং চায়নার বিপক্ষে ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে।
ছেলে ও মেয়েদের কয়েকটি বয়সভিত্তিক দলের এশিয়ান কাপ বাছাইয়ের ধারাবাহিকতায় এবার কিশোরী ফুটবলারদের লড়াই শুরু হবে মধ্যপ্রাচ্যে। আগামী বছর ৩০ এপ্রিল থেকে ১৭ মে চীনে বসবে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ। এই টুর্নামেন্টের বাছাই পর্বে বাংলাদেশ খেলবে 'এইচ' গ্রুপে। প্রতিপক্ষ জর্ডান ও চাইনিজ তাইপে। এই গ্রুপের খেলা হবে জর্ডানে।
৮ গ্রুপের চ্যাম্পিয়ন দল পাবে চীনের টিকিট। সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে আয়োজক চীন, গত বছরের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ জাপান ও তৃতীয় হওয়া দক্ষিণ কোরিয়া।
জাতীয় ও অনূর্ধ্ব-২০ দলের পর অনূর্ধ্ব-১৭ দলের সামনে একটা সুযোগ আছে বলেই অনেকে মনে করছেন। যে কারণে বাফুফে বাছাই পর্বের প্রস্তুতির অংশ হিসেবে দুটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে। সাধারণত বয়সভিত্তিক দলের জন্য বিদেশে প্রীতি ম্যাচ খেলার নজির কম।
জর্ডান যাওয়ার পথে বাংলাদেশ সফর করবে সংযুক্ত আরব আমিরাত। সেখানে স্বাগতিক দেশটি ছাড়াও সিরিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। রোববার বাংলাদেশ কিশোরী দলকে নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন সাইফুল বারী টিটু। বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর টিটু এই দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।
টিটুর সহকারীর দায়িত্বে থাকবেন সাবেক ফুটবলার ও কিছুদিন আগে কোচিংয়ের 'এ' লাইসেন্স করা জয়া চাকমা। এই সফর দিয়ে জয়া নতুন মিশন শুরু করছেন। গত ডিসেম্বরে তিনি ছেড়েছেন বিকেএসপির চাকরি। এই সফর দিয়ে জয়ার লাল-সবুজি জার্সিধারী কোনো দলের ডাগআউটে অভিষেক হবে। তবে বিকেএসপিতে চাকরি করা অবস্থায় ওই প্রতিষ্ঠানকে কয়েবার চ্যাম্পিয়ন করিয়েছেন আন্তর্জাতিক প্রতিযোগিতায়।
দু্বাইয়ে ৭ অক্টোবর বাংলাদেশ প্রথম প্রীতি ম্যাচ খেলবে সিরিয়ার বিপক্ষে। স্বাগতিক আমিরাতের বিপক্ষে ম্যাচ ৯ অক্টোবর। এই ম্যাচ দুটি খেলে বাংলাদেশের মেয়েরা চলে যাবে জর্ডান। সেখানে ১৩ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে খেলবে এবং ১৭ অক্টোবর ম্যাচ চাইনিজ তাইপের বিপক্ষে।
Aminur / Aminur

বাংলাদেশের দ্বিতীয় নারী ফিফা রেফারি তহুরা

লামিনে ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ

চীনে চোখ রেখে রোববার মধ্যপ্রাচ্যে যাচ্ছে কিশোরী ফুটবলাররা

মেসিকে রেখে আসন্ন ২ ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার, প্রতিপক্ষ কারা?

T20 World Cup 2026 : বাংলাদেশসহ বিশ্বকাপ নিশ্চিত হয়েছে যাদের

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

পাকিস্তানকে ১২৯ রানে অলআউট করল বাংলাদেশ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ দেখবেন যেভাবে

ঘরের মাঠে এগিয়ে গিয়েও হারল বার্সা

পাকিস্তান ম্যাচ দিয়ে বিশ্বকাপে নামছে বাংলাদেশ, যা বললেন অধিনায়ক

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল
