জীবনের একমাত্র আক্ষেপের কথা জানালেন সূর্যকুমার
মাত্র এক সপ্তাহ আগেই সূর্যকুমার যাদবের নেতৃত্বে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবারের আসরে পাকিস্তানকে তিনটি ম্যাচেই হারিয়েছে টিম ইন্ডিয়া। গত বছর জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন সাফল্যের পরও ক্রিকেটজীবনে কিছু আক্ষেপ রয়েছে বলে জানিয়েছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক।
এশিয়া কাপ জিতে দেশে ফেরার পর একটি সাক্ষাৎকার দিয়েছেন সূর্য। সেখানেই নিজের আক্ষেপের কথা জানিয়েছেন তিনি। ধোনির নেতৃত্বে কখনও খেলার সুযোগ না পাওয়াই তার ক্রিকেটজীবনের সবচেয়ে বড় আক্ষেপ। সূর্য বলেন, ‘মাহি ভাই যখন ভারতের অধিনায়ক ছিলেন, তখন জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। চাইতাম যেন এক বার অন্তত সুযোগ পাই। কিন্তু কখনও সেই সুযোগ হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমি সব সময় মাহি ভাইয়ের বিপক্ষেই খেলেছি। ব্যাট করার সময় উইকেটের পিছনে পেয়েছি তাকে। দুর্দান্ত মানুষ। ক্রিকেটার তো বটেই। বিপক্ষে খেলেও মাহি ভাইয়ের কাছ থেকে একটা জিনিস শিখতে পেরেছি। তা হল, অসম্ভব চাপের সময়ও শান্ত থাকতে পারা। মাঠের সব দিকে নজর রাখেন। কী ঘটছে দেখেন। তারপর সিদ্ধান্ত নেন।’
২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে সূর্যের অভিষেক হয়। সে সময় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। তবে প্রথম আন্তর্জাতিক ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। সূর্য সেই অভিজ্ঞতা নিয়ে বলেছেন, ‘কোহলি ভাইয়ের নেতৃত্বে আমার অভিষেক হয়েছিল। আমার কাছে কোহলি ভাই এমন এক জন মানুষ, যিনি কঠিন কাজও সহজে করতে পারেন।’
এরপর সূর্য বলেন, ‘কোহলি ভাই আপনাকে আপনার ক্ষমতার শেষ সীমা পর্যন্ত ঠেলে নিয়ে গিয়ে সেরাটা বের করে নেবে। সব অধিনায়কই চায়, দলের খেলোয়াড়েরা তাদের সেরাটা দিক। কোহলি ভাই সেরাটা বের করে নিতে পারে। মাঠে এবং বাইরে সব সময় কোহলি ভাই তরতাজা থাকে। প্রাণশক্তিতে ভরপুর মানুষ। অধিনায়ক হিসাবে একটু আলাদা ধরনের।’
নিজের ক্রিকেটজীবনে অধিনায়ক রোহিতের প্রভাবের কথাও জানিয়ে সূর্য বলেন, ‘রোহিত ভাইয়ের নেতৃত্বে প্রচুর ম্যাচ খেলেছি। আইপিএলে খেলেছি। দেশের হয়ে খেলেছি। রোহিত ভাই চায় দলের সকলে যেন স্বাচ্ছন্দ্য বোধ করে। তরুণদের সব সময় উৎসাহ দেয়। রোহিত ভাইয়ের ঘরের দরজা সকলের জন্য ২৪ ঘণ্টা খোলা। নেতৃত্বের কিছু বিষয় ছাড়াও রোহিত ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি।’
উল্লেখ্য, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন কোহলি, রোহিত। এরপর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন সূর্য।
Aminur / Aminur
'জেতার জন্য যত দরকার সেই রান করবে বাংলাদেশ'
মেসিকে আর্জেন্টিনার জার্সি পরানোর নেপথ্য নায়ক আর নেই
সতীর্থকে চড় মেরে লাল কার্ড: ওল্ড ট্র্যাফোর্ডে এভারটন তারকার অবিশ্বাস্য কাণ্ড
ছন্দে ফেরার আগেই বড় ধাক্কা: আবারও ইনজুরিতে নেইমার
নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, যা বললেন রুবাবা
সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল
মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ
পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন
বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে
বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা
হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া
জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের