ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক ২


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১০-২০২৫ দুপুর ১১:১৫

যশোরের বেনাপোল কাস্টমস হাউসে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর অভিযান এবং পরবর্তী ঘটনা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। গতকাল ঘুষ লেন-দেনের অভিযোগে শুল্কায়ন গ্রুপ-৬ এর রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার ব্যাক্তিগত এনজিও কর্মী হাসিবকে আটক করে দুদকের অভিযানিক দল। এসময় ঘুষের লেনদেনের ২ লাখ ৭৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।

কাস্টমস হাউসের মধ্যে প্রায় সাড়ে ৪ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাজস্ব কর্মকর্তাকে মুক্তি দিয়ে হাসিবকে আটক করে দুদক। তবে এসময় রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তার ঘুষের দেনদেনের কথা স্বীকার করলেও তাকে আটক না করায় এলাকায় সমালোচনাসহ দুদকের বিরুদ্ধে অঙ্গুল উঠেছে। ৬ অক্টোবর বিকেল ৪টার দিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দীন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুদকের দল বেনাপোল কাস্টমস হাউসের শুল্কায়ন গ্রুপ-৬ এর কক্ষে প্রবেশ করে তল্লাশি চালায়। এসময় ঘুষ লেনদেনের টাকা উদ্ধার করেন তারা। বিকাল ৪ টা থেকে ওই শাখার রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তার ও এনজিও কর্মী হাসিবকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। কিন্তু রাত সাড়ে ৮ টা গড়ালেও দুদকের জিজ্ঞাসাবাদ শেষ হয় না। জিজ্ঞসাবাদের সময় স্থানীয় সাংবাদিক ভিতরে প্রবেশ করতে চাইলে তারা রুম লক করে রাখেন। এসময় সেখানে সাংবাদিকসহ উৎসুখ জনতার ভীড় জমে। এক পর্যায় রাত সাড়ে ৮ টার দিকে এনজিও হাসিবকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে। 

দুদকের সহকারী পরিচালক আল-আমীন বলেন, দুর্নীতি দমন কমিশন ঢাকা অফিসের নির্দেশে আমরা এই অভিযান চালায়। আমাদের কাছে গোপন তথ্য ছিল কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য চলছে এবং মোটা অংকের টাকা লেনদেন হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই আমরা অভিযান চালাই। আমরা কাস্টমস হাউসের গেটের সামনে থেকে ২ লাখ ৭৬ হাজার টাকাসহ এনজিওকর্মী হাসিবুর রহমানকে আটক করি। টাকা কার জানতে চাইলে তিনি বলেন, এ টাকা রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তার ম্যাডামের। পরে কাস্টমস হাউসে রাজস্ব কর্মকর্তা শামিমার কাছে গেলে সে তার টাকা বলে স্বীকার করে। এরপর কাস্টমস কমিশনারসহ অন্যান্য অফিসারদের সাথে বৈঠক শেষে অভিযুক্ত রাজস্ব কর্মকতা শামীমা আক্তারকে কাস্টমস হেফাজতে ও এনজিওকর্মী হাসিবকে থানায় হস্তান্তর করা হয়।  

সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা জানান, এনজিও কর্মী হাসিব দীর্ঘ ৮ বছরধরে কাস্টমস শুল্কায়ন গ্রুপ ৬ এ ঘুষের টাকা উত্তোলন করে আসছে। বর্তমান কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন যোগদান করার পর এসব এনজিও কর্মীদের অপসারন করা হয়। কিন্তু অসাধু রাজস্ব কর্মকর্তারা থেমে নেই। তারা হাসিবকে বাহিরে থেকে ঘুষের টাকা লেনদেনে কাজ করে আসছেন। যা তাদের হটসএ্যাপ চেক করলেই বেরিয়ে আসবে। তাছাড়া রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তার এই ঘুষের টাকা লেনদেনের কথা স্বীকার করলেও কিভাবে তাকে ছেড়ে দিলো দুদক। বিষয়টি খুবই লজ্জাজনক বলে বিবেচিত হচ্ছে। তাছাড়া এই রাজস্ব কর্মকর্তার সাথে সহকারী রাজস্ব কর্মকর্তা জমিস উদ্দীনও জড়িত যা তদন্ত করলে বেরিয়ে আসবে।

এ বিষয়ে জানতে শুল্কায়ন গ্রুপ-৬ এর সহকারী রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দীনকে মুফোফোনে কল করলে তিনি রিসিভ করেননি।

স্থানীয়রা জানান, দুদক এই ঘটনাটি রফদফা করে ধামাচাপা দিচ্ছে। একটি অভিযানিক দল সাড়ে ৪ ঘন্টা ধরে কি জিজ্ঞাসাবাদ করে। তারা নিশ্চয় রাজস্ব কর্মকর্তার সাথে মোটা অংকের লেনদেন করে তাকে বাঁচিয়ে দিচ্ছে। তাছাড়া জিজ্ঞাসাবাদের সময় কেন সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দিলোনা। আমরা উচ্চ পর্যায়ের সরকারি টিমদ্বার এই অভিযানের ঘুষের সাথে জড়িত কর্মকর্তার অবৈধ সম্পদ সম্পত্তি জব্দ সহ প্রকাশ্য শাস্তির দাবি জানাচ্ছি।  

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, বেনাপোল কাস্টমসে দীর্ঘদিন ধরে ঘুষ ও অনিয়মের অভিযোগ রয়েছে। তবে শামিমার মত দুর্নীতিবাজ কর্মকর্তা অভাব নেই। দুদকের এই অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন এবং অভিযান অব্যহত রাখার দাবি জানান।

এমএসএম / এমএসএম

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক ২

হাইমচর মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন

গোপালগঞ্জ-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর প্রস্তাব জেলা প্রশাসকের

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী