ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১০-২০২৫ দুপুর ১১:২৯

রাজশাহীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) অনূর্ধ-১৮ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের জারিফ আবরার। প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে বালক এককের ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে দেশের পক্ষে ইতিহাস গড়লো সে। টপসিট-ওয়ান থাইল্যান্ডের নাপাত পাটানালের থাপানকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে সে চ্যাম্পিয়ন হয় জারিফ।
এর আগে বাংলাদেশের কোনো খেলোয়াড় আইটিএফের কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়নি।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে আইটিএফ অর্নুর্ধ-১৮ টেনিস টুর্নামেন্টের বালক একক ও বালিকা এককের দুটি ফাইনাল অনুষ্ঠিত হয়। ২ নম্বর কোর্টে বাংলাদেশের জারিফ আবরার সরাসরি ২-০ সেটে থাইল্যান্ডের নাপাত পাটানালের থাপানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। হাড্ডাহাড্ডি এই ফাইনালে জারিফ আবরার শেষ সেটে ৫টি ম্যাচ পয়েন্ট নষ্ট করে অবশেষে সেটটি জিতে নেয়। বালিকাদের অপর ফাইনালটিও চরম উত্তেজনাপূর্ণ ছিল। সাড়ে ৩ ঘণ্টার এই ফাইনালে চীনের জিজি ইয়ান ৭-৫ গেমে প্রথম সেট জেতে। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় মালদ্বীপের টপসিট-টু আরা আসাল আজিম। সে দ্বিতীয় সেট ৬-৩ গেমে জিতলে খেলাটি তৃতীয় সেটে গড়ায়। শেষ সেটে জিজি ইয়ান কোনো প্রতিরোধ গড়তে দেয়নি আসাল আজিমকে। জিজি ৬-৩ গেমে শেষ সেট জিতে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহম্মেদ এনডিসি। এসময় আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহিনুল হাসান, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার, বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আরশাফুজ্জামান খান, রাজশাহী টেনিস কমপ্লেক্সের এডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Aminur / Aminur

যারা ক্রিকেট খেলে তাদের এত চাপ কিসের, প্রশ্ন নাঈম শেখের

ভেনেজুয়েলাকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু আর্জেন্টিনার

আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল

বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক

চোটে ছিটকে গেলেন হ্যারি কেইন

নাইজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টারে আর্জেন্টিনা

‘৫০ রান কম করেছি’, ম্যাচ হারের পর হৃদয়

সালাহর জোড়া গোলে বিশ্বকাপে মিশর

গত বছর ফুটবল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন মিলিটাও

প্রথমবার সেরা বিশে সাইফ, নাসুম এগোলেন ৮৭ ধাপ

আমি একা নির্বাচন করলেও পাস করতাম : তামিম