যারা ক্রিকেট খেলে তাদের এত চাপ কিসের, প্রশ্ন নাঈম শেখের

স্কোয়াডে থাকলেও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যেতে পারেননি সৌম্য সরকার। ভিসা জটিলতায় তার সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার অপেক্ষা ক্রমাগত দীর্ঘ হচ্ছিল। শেষ পর্যন্ত ভিসা পাননি সৌম্য। একই শঙ্কা ছিল নাঈম শেখের ক্ষেত্রেও। প্রথম ওয়ানডের আগে এই ওপেনারও জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে পারেননি। এরই মাঝে আজ (শনিবার) বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে।
ম্যাচের আগেই বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়েছেন নাঈম। ঢাকা থেকে গতকাল (শুক্রবার) রাতের ফ্লাইটে আমিরাত রওনা দিয়ে আজ ভোরে পৌঁছেছেন। দেশ ছাড়ার আগে সিরিজ জয়ের প্রত্যাশা জানিয়েছেন দলে যুক্ত হওয়া নিয়ে অনিশ্চয়তা শেষে খেলার সুযোগ পাওয়া নাঈম শেখ। প্রথম ওয়ানডেতে হেরে অবশ্য ব্যাকফুটে আছে বাংলাদেশ। ফলে সিরিজ বাঁচাতে তাদের সামনে জয়ের বিকল্প নেই।
বিমানবন্দরে গণমাধ্যমকে নাঈম শেখ বলেন, ‘যারা ক্রিকেট খেলে তাদের এতো চাপ কিসের! জয়ের আশা নিয়েই থাকতে হবে। দুই ম্যাচ আছে, এখন জেতাই লক্ষ্য। ভালো উদ্দেশ্যে যাচ্ছি। টিমের সঙ্গে শেষ ওয়ানডে সিরিজেও ছিলাম। ভিসা জটিলতার কারণে একটা ম্যাচ পরে যোগ দিচ্ছি। ভিসা জটিলতা কাটিয়ে যেতে পারছি, এটা অবশ্যই ভালো লাগছে।’
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হচ্ছে আবুধাবিতে। আজ দ্বিতীয় ম্যাচ এবং ১৪ অক্টোবর শেষ ম্যাচ গড়াবে শেখ জায়েদ স্টেডিয়ামে। বিসিবি ঘোষিত ১৬ সদস্যের এই স্কোয়াডে জায়গা হয়নি টি-টোয়েন্টি দলে থাকা পারভেজ হোসেন ইমনের, জানা গেছে কাঁধের ইনজুরিতে ভুগছেন তিনি। এর আগে যদিও নাঈম শেখের ভিসা জটিলতা তৈরি হওয়ার পর ইমনকে তার বিকল্প হিসেবে ওয়ানডেতে নেওয়ার কথা শোনা গিয়েছিল।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
এমএসএম / এমএসএম

বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হচ্ছে জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ

হামজাকে অধিনায়ক ও দলে মনোবিদ নিয়োগের পরামর্শ আমিনুলের

যারা ক্রিকেট খেলে তাদের এত চাপ কিসের, প্রশ্ন নাঈম শেখের

ভেনেজুয়েলাকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু আর্জেন্টিনার

আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল

বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক

চোটে ছিটকে গেলেন হ্যারি কেইন

নাইজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টারে আর্জেন্টিনা

‘৫০ রান কম করেছি’, ম্যাচ হারের পর হৃদয়

সালাহর জোড়া গোলে বিশ্বকাপে মিশর
