ঢাকা মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’


দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্র‌তি‌নিধি photo দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্র‌তি‌নিধি
প্রকাশিত: ১১-১০-২০২৫ বিকাল ৭:৩৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরের তরুণ উদ্ভাবক জাহিদ হাসান জিহাদ এখন দেশের গর্ব। মাত্র দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া এই মেধাবী শিক্ষার্থী প্রতিরক্ষা কাজে ব্যবহারের উপযোগী রোবট “হেক্সাগার্ড রোভার” তৈরি করে আন্তর্জাতিক অঙ্গনে কুড়িয়েছে স্বর্ণপদক। তার এই অসামান্য অর্জনে গর্বিত পুরো দর্শনা তথা এ জেলা সহ গর্বিত বাংলাদেশ।পাশে দাড়িয়েছে আমরা বিএনপি পরিবার’-এর পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গত ২১-২৪ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরের সেগি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত “ওয়ার্ল্ড ইনোভেশন কমপিটিশন অ্যান্ড এক্সিবিশন (WICE) ২০২৫”-এ অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশের দুই শতাধিক উদ্ভাবনী দল। সেখানে বাংলাদেশের পতাকা উড়িয়ে জিহাদের “হেক্সাগার্ড রোভার” বিচারকদের দৃষ্টি কাড়ে তার অভিনব নকশা ও প্রেজেন্টেশনের জন্য। প্রতিরক্ষা ও রোবোটিক্স ক্যাটাগরিতে অসাধারণ দক্ষতার স্বীকৃতি হিসেবে অর্জন করেন স্বর্ণপদক।
“হেক্সাগার্ড রোভার” এটি এমন একটি আধুনিক প্রতিরক্ষা রোবট যা সীমান্ত নজরদারি, উদ্ধার অভিযান, এমনকি বিপদজনক এলাকায় তথ্য সংগ্রহে কাজ করতে সক্ষম হ‌বে। জিহাদের এ উদ্ভাবন শুধু প্রযুক্তিগত উৎকর্ষ নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতারও ইঙ্গিত বহন করে। এ অসাধারণ সাফল্যের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’র। গতকাল শনিবার দুপুর আড়াইটার দি‌কে বাংলা‌দেশ জাতীয়তাবা‌দি দল বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জিহাদের সাথে সাক্ষাৎ করতে তার দর্শনা পরাণপুরস্থ বাড়িতে যান সংগঠনটির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, বিজিএমই'র নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান। যিনি তরুণ উদ্ভাবকের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
আমরা বিএনপি পরিবার’র পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ এ উদ্ভাবকের প্রতি প্রশংসা জানিয়ে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
জিহাদ বলেন, আমার স্বপ্ন ছিল এমন কিছু তৈরি করা, যা দেশের কাজে লাগবে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পতাকা উড়াতে পারা এটাই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। জিহাদের এ অর্জন প্রমাণ করে সুযোগ ও প্রেরণা পেলে বাংলাদেশের তরুণরা বিশ্ব মঞ্চে নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তি দিয়ে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, জেলা শ্র‌মিক দ‌লের সাধারণ সম্পাদক শ‌ফিকুল ইসলাম তরফদার সাবু, দর্শনা পৌর বিএন‌পির সমন্বয় ক‌মি‌টির অন্যতম সমন্বয়ক নাহারুল ইসলাম মাস্টার, ইকবাল হো‌সেন, থানা যুবদ‌লের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন প্রমুখ।

Aminur / Aminur

ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

মহেশখালী-কক্সবাজার নৌ রুটে যাত্রী নিয়ে উল্টে গেল স্পীড বোট, নিহত ১

কালিয়ার প্রতিটি পরিবারের সেবক হিসেবে কাজ করতে চাই-প্রফেসর নাগিব হোসেন

মহম্মদপুরে উপজেলা ছাত্রদলের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লায় প্রবাসী সাংবাদিকের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ

রামুতে সরিষা হলুদের আলপনায় গ্রামীণ সৌন্দর্য

গাজীপুরে কলেজে বিনামূল্যের ন্যাপকিন বক্স স্থাপন করলেন ছাত্রদল নেতা সাব্বির

কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকীতে প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

জয়পুরহাটে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সকালের সময়ে সংবাদ প্রকাশের পর উলিপুরে প্রধান শিক্ষকের পদ স্থ‌গিত

ধানের শীষের বিজয় নিশ্চিত করে বাড়ি ফিরতে হবে-কুমিল্লায় তারেক রহমান

ভূরুঙ্গামারীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের অধিকাংশ মানুষ জানেই না আগামী সংসদ নিবাচনে হ্যাঁ না গণভোটের কথা