ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

৩৭ ফাউলের ম্যাচে ২ লাল কার্ড, সেমিফাইনালে আর্জেন্টিনা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২৫ দুপুর ১:২৫

লাতিন আমেরিকার দলগুলোর ফুটবল ম্যাচ মানেই শরীর সর্বস্ব খেলা। যেখানে শারিরীকভাবেও আগ্রাসী দেখা যায় প্রতিযোগী দলগুলোকে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে লাতিন দেশ আর্জেন্টিনার সঙ্গে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল উত্তর আমেরিকার মেক্সিকো। ম্যাচটিতে হয়েছে হাতাহাতি ও শারিরীক লড়াই। ৩৭টি ফাউলের পর শেষদিকে মেক্সিকোর দুজন লাল কার্ড দেখেছেন। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে সেমিতে উঠল যুব আর্জেন্টাইনরা।
চিলির ন্যাশনাল জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অবশ্য দাপট ছিল মেক্সিকোর। তবে তারা কোনো গোলের দেখা পায়নি। বিপরীতে আর্জেন্টিনার পক্ষে একটি করে গোল করে জয় নিশ্চিত করেন মাহের কারিজো এবং মাতেও সিলভেট্টি। ম্যাচের মাত্র নবম মিনিটেই কারিজোর গোলে আলবিসেলেস্তে যুবারা লিড নেয়। চলতি আসরে এ নিয়ে তিনি তৃতীয় গোল করলেন।
৫৬ মিনিটে লিড ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। জোরালো শটে আসরে নিজের দ্বিতীয় গোলটি করেন লিওনেল মেসির ইন্টার মায়ামি সতীর্থ সিলভেট্টি। এরপর আর কোনো দল গোল করতে না পারায় ২-০ ব্যবধান নিয়ে আর্জেন্টিনা মাঠ ছাড়ে। তবে নির্ধারিত ৯০ মিনিট শেষে দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়ান। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেক্সিকোর দিয়েগো ওচোয়া এবং সপ্তম মিনিটে তাহিয়েল জিমেনেজকে লাল কার্ড দেখান রেফারি।
তিক্ততায় শেষ হওয়া ম্যাচ জিতে ১৮ বছর পর যুব বিশ্বকাপের সেমিতে উঠল আর্জেন্টিনা। টুর্নামেন্টটিতে চারবারের শিরোপাজয়ী দলটি এর আগে সর্বশেষ সেমিফাইনাল খেলেছে ২০০৭ সালে। অ-২০ বিশ্বকাপের গত ৭ আসরে আর্জেন্টিনার সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠতে পেরেছিল। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বৃহস্পতিবার কলম্বিয়ান যুবাদের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

 

 

Aminur / Aminur

'জেতার জন্য যত দরকার সেই রান করবে বাংলাদেশ'

মেসিকে আর্জেন্টিনার জার্সি পরানোর নেপথ্য নায়ক আর নেই

সতীর্থকে চড় মেরে লাল কার্ড: ওল্ড ট্র্যাফোর্ডে এভারটন তারকার অবিশ্বাস্য কাণ্ড

ছন্দে ফেরার আগেই বড় ধাক্কা: আবারও ইনজুরিতে নেইমার

নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, যা বললেন রুবাবা

সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল

মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ

পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন

বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে

বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা

হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া

জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের

১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০