ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মেম্বার থেকে চেয়ারম্যানের চেয়ারে


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৪-৯-২০২১ দুপুর ৩:২০
কক্সবাজারের কুতুবদিয়ায় মেম্বার থেকে নতুন  চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দুই প্রার্থী।  তাঁরা হলেন যথাক্রমে উপজেলার ১নং উত্তর ধুরুং ইউনিয়নের আবদুল হালিম সিকদার  (হালিম মেম্বার) এবং ৬নং আলী আকবর ডেইল ইউনিয়নের জাহাঙ্গীর আলম সিকদার  (জাহাঙ্গীর মেম্বার)। দু'জনেই প্রথমবার চেয়ারম্যান নির্বাচন করে জয়লাভ করেছেন। একজন দলীয় প্রতিক নিয়ে অন্যজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। 
 
এক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী হিসেবেন আবদুল হালিম মেম্বার আনারস মার্কা নিয়ে বাজিমাত করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিপুল ভোটে পেছনে পেলে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৬০৫১ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার বিদ্রোহী প্রার্থী সিরাজদৌল্লাহ  মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩১৬২ ভোট। তাঁর ধারে কাছে ঘেঁষতে পারেননি বর্তমান চেয়ারম্যান জামাত নেতা আ.স.ম শাহরিয়ার চৌধুরী। আনারসের বাজিমাতে নৌকার প্রার্থী ইয়াহিয়া খানের জামানত হারানো অবস্থা। তবে এ ইউনিয়নে নৌকার ভরাডুবির অন্য কারণও আছে বলে স্থানীয়দের অভিমত।
উল্লেখ্য আবদুল হালিম সিকদার ২০১৬ সালে প্রথমবার মেম্বার নির্বাচন করে জয়লাভ করেছিলেন। এবার চেয়ারম্যান নির্বাচন করে জয়লাভ করলেন তিনি। 
 
অন্যদিকে উপজেলার ৬নং আলী আকবর ডেইল  ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম সিকদার। তিনি  ওই পরিষদের দুই দুইবার নির্বাচিত মেম্বার। এবারের নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তুমুল লড়াইয়ে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির ফিরোজ খান (ঘোড়া) চৌধুরীকে ৪৭ ভোটে হারিয়ে কোনমতে জিতেছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৪২৬৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া মোট ভোট পেয়েছেন ৪২২০ ভোট। 
 
এদিকে লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে চারবার নির্বাচন করে  দুইবার নির্বাচিত আকতার হোছাইন তিনিও দুইবার মেম্বার ছিলেন। এবারের নির্বাচনে তিনি মোট ভোট পেয়েছেন ৪৩৪১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেজাউল করিম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪০২০ ভোট।  উপজেলায় তিনি  চশমা আকতার হিসেবে সর্বাধিক পরিচিত। 
 
অন্যদিকে উপজেলায় স্থগিত বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল কালামও পাঁচবারের নির্বাচিত মেম্বার। তিনি আগেরবার উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে ভালো করতে পারেননি।
তবে এবার চেয়ারম্যান নির্বাচনে স্থগিত পিলটকাটা কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ হলে জয়ের আশা করছেন তিনি। 
 
নির্বাচিত প্রার্থীরা দলমত নির্বিশেষে দ্বীপের উন্নয়নে সকলের জন্য কাজ করবেন এমনটাই প্রত্যাশা করেন দ্বীপের আপামর জনসাধারণ। 

এমএসএম / এমএসএম

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তালাবদ্ধ দোকানঘর থেকে এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার; পলাতক স্বামী

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক, ৮ জনের কারাদণ্ড

পটুয়াখালীতে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ