ঢাকা রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

‎সাঘাটার মডেল মসজিদ: ছয় মাস ধরে নির্মাণ কাজ বন্ধ


সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ photo সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪-১০-২০২৫ বিকাল ৭:২০

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৬ বছরেও শেষ হয়নি উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজ। তিন দফায় সময় বাড়ানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়নি। বর্তমানে প্রায় ছয় মাস ধরে পুরোপুরি বন্ধ রয়েছে কাজ।
‎আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সরজমিনে দেখা যায়, মসজিদের ভেতর-বাইরের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ভবনের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নির্মাণ সামগ্রী। দেয়ালের প্লাস্টার অসমাপ্ত, দরজা-জানালা লাগানো হয়নি। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় ভবনের কিছু অংশে ফাটল ধরেছে এবং নষ্ট হচ্ছে ব্যবহৃত নির্মাণ সামগ্রী।
‎গাইবান্ধা জেলা গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৮ জুলাই সাঘাটা উপজেলার সদর বোনারপাড়া এলাকায় সেটেলমেন্ট অফিস সড়কে ও সরকারি কাজী আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয়ের পুকুর পাড়ে তিন তলা বিশিষ্ট উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু হয়। ১২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মেরিনা কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন ও মেসার্স রাজু এন্টারপ্রাইজ।
‎চুক্তি অনুযায়ী ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও তা হয়নি। প্রথমে সময় বাড়ানো হয় ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত, পরে আবারও সময় বাড়ানো হয় ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু গত ছয় মাস ধরে কাজ বন্ধ থাকায় ওই সময়ের মধ্যেও কাজ শেষ হওয়ার সম্ভাবনা নেই বলে জানান স্থানীয়রা।
‎স্থানীয় মুসল্লি রাশেদুন নাবি , সাজেদুল ইসলাম, মতিউর রহমান ও শিহাব জানান, অন্যান্য জেলার মডেল মসজিদগুলোতে নামাজ শুরু হয়েছে। অথচ আমাদের এলাকায় কি কারণে কাজ বন্ধ রেখে মসজিদটি অসমাপ্ত রাখা হয়েছে।
‎ইসলামিক ফাউন্ডেশনের সাঘাটা উপজেলা ফিল্ড সুপারভাইজার আবুল বাশার মো. শফিকুর রহমান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার অনুরোধ করেছি কাজ শেষ করার জন্য। কিন্তু তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। অফিস থেকে তাগাদা দিলেও তারা তা কানে নিচ্ছে না।
‎গাইবান্ধা জেলা গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শামিউল ইসলাম বলেন, আমরা অফিসিয়ালি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার চিঠি দিয়েছি। মসজিদটি দ্রুত সম্পন্ন হলে এলাকার মানুষ অনেক উপকার পাবে।
‎সহকারী নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার বলেন, দুই-একজন শ্রমিক দিয়ে মাঝে মধ্যে কাজ করানো হয় বলে খবর পাচ্ছি। এ বিষয়ে অফিসিয়ালি ব্যবস্থা নেওয়া হবে।
‎জেলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এএইচএম শাহরিয়ার এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে অফিসে পাওয়া যায়নি। অফিসিয়াল ফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। ব্যক্তিগত নম্বর দিতে অপারগতা জানান অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

Aminur / Aminur

কুমিল্লা সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান

রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার

প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান

তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা

শেরপুরে সরিষার বাম্পার ফলনের আশা: উৎপাদিত সরিষায় জেলার শতকরা ৭০ ভাগ ভোজ্যতেলের চাহিদা পূরণ হবে

আইনশৃঙ্খলা জোরদারে মনপুরার হাট–বাজারে নৌবাহিনীর ফুট পেট্রোলিং

সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পন্যসহ ২ জন আটক

মান্দায় দখলদারিত্ব ধরে রাখতে ফসল বিনষ্টে আগাছানাশক প্রয়োগ

তানোরে অবশেষে তালন্দ কলেজের নিয়োগ বোর্ড স্থগিত!

রাজস্থলীতে পুলিশের অভিযানে চুরির মামলা গ্রেফতার ২