ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

হোয়াইটওয়াশ হওয়ার পর মিরাজের সরল স্বীকারোক্তি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১০-২০২৫ সকাল ৯:৪৭

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ ওয়ানডেতেই পাত্তাই পায়নি। লজ্জার রেকর্ড গড়ে তাদের বিপক্ষে গতকাল (মঙ্গলবার) সর্বনিম্ন ৯৩ রানে অলআউট হয়েছে। ফলে হারও এসেছে আফগানদের বিপক্ষে ওয়ানডেতে সবচেয়ে বড় (২০০ রান) ব্যবধানে। এর মধ্য দিয়ে তিন ম্যাচের ওয়ানডেতে রশিদ খানদের কাছে হোয়াইটওয়াশ হলো মেহেদী হাসান মিরাজের দল। সিরিজজুড়ে নিজেদের ব্যর্থতার কথাও তিনি সরলভাবে স্বীকার করেছেন।
পুরো ওয়ানডে সিরিজেই বাংলাদেশের সঙ্গী ছিল বাজে ব্যাটিং। গতকাল তৃতীয় ও শেষ ওয়ানডেতে এক সাইফ হাসান বাদে আর কেউই দুই অঙ্কের ঘরেও যেতে পারেননি। সাইফের করা ৪৩ রান ছাড়া বাকিদের রানের অঙ্ক দেখলেই ফোন নম্বরের ডিজিট মনে হতে পারে! বাকি ১০ ব্যাটারের রান— ৭, ৩, ৭, ৬, ০, ২, ৪, ৫, ৯ ও ২। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই হতাশা লুকাতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক।
মেহেদী মিরাজ বলেন, ‘আমরা স্বীকার করছি যে এই সিরিজে আমরা ভালো খেলতে পারিনি। আমাদের ভুল হয়েছে অনেক। আমরা রান করতে পারিনি এবং যেসব সুযোগ পেয়েছি সেগুলো কাজে লাগাতে পারিনি। তাদের বোলিং আক্রমণ ভালো ছিল, তবে আমাদের এর চেয়েও ভালো খেলতে হতো এবং দলের সবাই একমত যে আমরা ভালো পারফর্ম করতে পারিনি।’
ব্যাটারদের ব্যর্থতা উল্লেখ করলেও পরের সিরিজেই মনোযোগ দেওয়ার কথা বললেন মিরাজ, ‘আমরা কিছু নির্দিষ্ট দিক নিয়ে চিন্তিত। আপনি যদি রান করতে না পারেন, তাহলে জেতা সম্ভব নয়। ব্যাটিংয়ের শুরু থেকে মাঝের দিক পর্যন্ত সবাইকে দায়িত্ব নিতে হবে। এখন আমাদের নজর দিতে হবে পরের সিরিজের দিকে।’
ওয়ানডেতে সাম্প্রতিককালে বাংলাদেশের পরিসংখ্যানটা ছিল বেশ বাজে। যা আফগান সিরিজেও অব্যাহত রয়েছে। কোনো ম্যাচেই ৫০ ওভার ব্যাট করতে পারেনি মিরাজের দল। এর অজুহাত হিসেবে লম্বা সময় পর ওয়ানডে খেলার কথা শোনা গেল বাংলাদেশ অধিনায়কের মুখে, ‘প্রথমত, আপনাকে ৫০ ওভার খেলার সামর্থ্য রাখতে হবে। এই সিরিজে আমরা কোনো ম্যাচেই সেটা করতে পারিনি। আমরা অনেকদিন পর ৫০ ওভারের ক্রিকেট খেলেছি। ছেলেরা এখন চিন্তা করছে কীভাবে প্রতিটি ম্যাচে আরও ভালো করা যায়।’

 

Aminur / Aminur

উইন্ডিজদের বিপক্ষে যেমন হবে একাদশ, জাকের কি ফিরবেন?

৯ বছরে প্রথম এমন দুর্দশায় পড়ল ব্রাজিল

এল ক্লাসিকোর আগে সুসংবাদ পেল বার্সেলোনা

বাঁচা-মরার লড়াইয়ে ৫ গোল হজমে স্বপ্ন শেষ বাংলাদেশের

চূড়ান্ত হলো শেষ দলও, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে যে ২০ দেশ

প্রথম ধাপেই বিশ্বকাপের ১ মিলিয়ন টিকিট বিক্রি

দাম কমেছে প্রায় ১১ শতাংশ, যে কারণে জৌলুস হারাচ্ছে আইপিএল

বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

বাদ নাঈম শেখ, প্রথমবার ডাক পেলেন অঙ্কন

নারী কাবাডি বিশ্বকাপ আসর নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে

এইচএসসিতে পাস অলিম্পিয়ান সাগর, ভূগোলে ফেল মারুফা

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

দক্ষিণ আফ্রিকার জয়রথ থামিয়ে জিতল পাকিস্তান