বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ
শুরুটা হয়েছিল পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে। ফলে বাংলাদেশ নারী দল নিয়ে এবারের ওয়ানডে বিশ্বকাপে বেশ আশা সঞ্চার হয়েছিল। এরপর ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দলও। কিন্তু ১০৩ রানে ৬ উইকেট তুলে নিয়েও ৪ উইকেটের হতাশার হার তাদের সঙ্গী হয়েছে। চার ম্যাচে তিনটিতে হারলেও এখনও সেমিফাইনালে খেলার সুযোগ আছে টাইগ্রেসদের সামনে।
ইংল্যান্ডের কাছে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো পাত্তাই পায়নি বাংলাদেশ। এখন পর্যন্ত তাদের খেলা কেবল ওই ম্যাচটিই ছিল একপেশে। ২২৮ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ১২৭ রানেই গুটিয়ে বড় হার দেখে। এরপর অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে ছিল জ্যোতি-স্বর্ণারা। প্রোটিয়াদের ৭৮ রানে ৫ উইকেট তুলে নিলেও ম্যাচ নিজেদের পক্ষে নিতে পারেনি শেষ মুহূর্তের নাটকীয়তায়। এমনকি ২৩২ রান করা বাংলাদেশের হার এসেছে একেবারে শেষ ওভারে। ক্যাচ মিস করে ফিল্ডাররাই মূলত তাতে অবদান রেখেছেন।
ফলে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বর্তমানে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে ছয় নম্বরে রয়েছে বাংলাদেশের মেয়েরা। সমান ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তাদের একটি করে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এ ছাড়া ৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা তিন, ৪ পয়েন্ট নিয়ে ভারত চার ও ৩ পয়েন্ট নিয়ে কিউই মেয়েরা পাঁচ নম্বরে রয়েছে। বাংলাদেশের পর অবস্থান করছে যথাক্রমে শ্রীলঙ্কা (২ পয়েন্ট, পরিত্যক্ত দুই ম্যাচ) ও পাকিস্তান (১ পয়েন্ট)।
নিজেদের পঞ্চম ম্যাচে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ও অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে। যেখানে জয়ের কোনো বিকল্প নেই টাইগ্রেসদের সামনে। হ্যাটট্রিক হারের মাধ্যমে তারা মূলত বিশ্বকাপে টিকে থাকার সমীকরণ কঠিন করে তোলে। সেমিফাইনালে খেলতে হলে অবশিষ্ট তিন ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে। পরবর্তী দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা (২০ অক্টোবর) ও ভারত (২৬ অক্টোবর)। দুটি ম্যাচই হবে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।
তিন ম্যাচ জিতলে সেমির দৌড়ে টিকে থাকবে বাংলাদেশ। আর দুই ম্যাচে জয় এবং একটিতে হারলে শারমিন-নাহিদাদের তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দিকে। বাংলাদেশ চাইবে এই দুই দল যেন তাদের প্রতিটি ম্যাচে জয় পায়। কিন্তু বাংলাদেশ বাকি তিন ম্যাচের দুটিতেই হারলে তাদের সেমির আগেই বিদায় নিতে হবে। দুই দলের দিকে তাকিয়ে থাকার পাশাপাশি ন্যূনতম ৬ পয়েন্ট পেতে হবে বাংলাদেশকে।
এখন পর্যন্ত বিশ্বকাপ থেকে বাদ পড়েনি কোনো দলই। তলানিতে থাকা পাকিস্তানও এখনও কাগজে-কলমে টিকে আছে। তবে সেমিফাইনালের দৌড়ে সবচেয়ে ফেভারিট দুই পরাশক্তি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা এবং ভারতও জোরেশোরে এগিয়ে আছে।
Aminur / Aminur
'জেতার জন্য যত দরকার সেই রান করবে বাংলাদেশ'
মেসিকে আর্জেন্টিনার জার্সি পরানোর নেপথ্য নায়ক আর নেই
সতীর্থকে চড় মেরে লাল কার্ড: ওল্ড ট্র্যাফোর্ডে এভারটন তারকার অবিশ্বাস্য কাণ্ড
ছন্দে ফেরার আগেই বড় ধাক্কা: আবারও ইনজুরিতে নেইমার
নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, যা বললেন রুবাবা
সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল
মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ
পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন
বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে
বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা
হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া
জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের