চূড়ান্ত হলো শেষ দলও, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে যে ২০ দেশ
আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া এই টুর্নামেন্টে অপেক্ষা ছিল আর একটি দেশের। ২০তম ও শেষ দল হিসেবে সেই জায়গা পূরণ করেছে সংযুক্ত আরব আমিরাত। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বে তারা গতকাল (বৃহস্পতিবার) জাপানকে হারিয়েছে।
আগে ব্যাট করতে নেমে জাপান ৯ উইকেটে মাত্র ১১৬ রানের পুঁজি দাঁড় করায়। ৯ নম্বরে ব্যাটিংয়ে নামা ওয়াতারি মিয়াউচি তাদের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন। আর কেউই বলার মতো রান পাননি। বিপরীতে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আরব আমিরাত ৪৭ বল এবং ৮ উইকেট হাতে রেখেই বড় জয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপ। তাদের পক্ষে আলিশান শারাফু ৪৬ এবং অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ৪২ রান করেন।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাই থেকে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ ছিল তিন দলের। যেখান থেকে আমিরাতের আগে ওমান ও নেপাল বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করে। তখন একটি জায়গার জন্য লড়াই ছিল আমিরাত ও জাপানের মাঝে। জাপান হেরে যাওয়ায় তাদের আর কোনো আশা অবশিষ্ট নেই। যদিও ওমানের আল আমিরাতে এই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব এখনও চলমান রয়েছে। সেখান থেকে বিশ্বকাপ নিশ্চিত করা নেপালের ৪ ম্যাচে ৮, আমিরাত ৫ ম্যাচে ৬ ও ওমান ৪ ম্যাচে পেয়েছে ৬ পয়েন্ট। ৬ পয়েন্ট পাওয়ার সুযোগ নেই আর কোনে দলের।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক হিসেবে সবার আগে ভারত ও শ্রীলঙ্কার অংশগ্রহণ নিশ্চিত হয়। তাদের বাদ দিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ ৭ দলের হিসেবে জায়গা করে নেয় আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তীতে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা পায়।
১২ দলের বাইরে বাকি ৮টি জায়গা পূর্ণ হয়েছে বিশ্বকাপ বাছাই থেকে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে গতকাল শেষ দল চূড়ান্ত হয়েছে। এর আগে আমেরিকা অঞ্চল থেকে কানাডা, ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস এবং আফ্রিকা থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে বাছাইপর্ব টপকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট কাটে। এশিয়া-প্যাসিফিক থেকে ওই দলে যুক্ত হলো ওমান, নেপাল ও আরব আমিরাত।
এমএসএম / এমএসএম
'জেতার জন্য যত দরকার সেই রান করবে বাংলাদেশ'
মেসিকে আর্জেন্টিনার জার্সি পরানোর নেপথ্য নায়ক আর নেই
সতীর্থকে চড় মেরে লাল কার্ড: ওল্ড ট্র্যাফোর্ডে এভারটন তারকার অবিশ্বাস্য কাণ্ড
ছন্দে ফেরার আগেই বড় ধাক্কা: আবারও ইনজুরিতে নেইমার
নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, যা বললেন রুবাবা
সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল
মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ
পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন
বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে
বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা
হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া
জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের