ঢাকা বৃহষ্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

মারুফের দলে ইংল্যান্ড প্রবাসী জুলকারনাইন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৯-২০২১ দুপুর ১১:১৫

বাংলাদেশ জাতীয় ফুটবল দল রয়েছে সাফ মিশনে। এর মধ্যেই আজ এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের জন্য ৩৮ সদস্যের দল ঘোষণা হয়েছে। এই ৩৮ জনের মধ্যে ১১ জনই সিনিয়র জাতীয় দলের ক্যাম্পে রয়েছেন। বাকি ২৭ জনকে আজ (শনিবার) বিকেলে আবাহনী ক্লাবের ম্যানেজার সত্যজিতৎ দাশ রুপুর কাছে রিপোর্ট করতে হবে।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে জাতীয় দলের অনুশীলন দেখতে এসেছিলেন অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব নেয়া কোচ মারুফুল হক। বাফুফে এখনো আনুষ্ঠানিকভাবে মারুফকে পরিচয় করিয়ে দেয়নি। এর আগেই ৩৮ সদস্যের তালিকা প্রকাশ করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

ঘরোয়া লিগে যারা খেলেছেন তাদেরই মূলত ডেকেছেন মারুফ। তেমন কোনো বিশেষ চমক নেই। ঘরোয়া লিগে খেলা তারিক কাজী ছাড়া অন্য কোনো প্রবাসী নেই মারুফের দলে। তবে মারুফের ৩৮ জনের দলের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের তৃতীয় স্তরের টায়ার এফসির ইউসুফ জুলকারনাইন। কিরগিজস্তানে জেমি ডে ফ্রান্সের তাহমিদকে ডেকেছিলেন অনূর্ধ্ব-২৩ উপলক্ষ করে, কিন্তু তাহমিদও নেই মারুফের দলে।

প্রবাসী ফুটবলার সম্পর্কে মারুফুল হকের মন্তব্য, ইউসুফ জুলকারনাইনের বিষয়টি অনেকটা ট্রায়ালের মতো। তার ক্যাম্পে এসে নিজেকে প্রমাণ করতে হবে। তাহমিদকে আমার কাছে সে রকম মনে হয়নি। ২৭ অক্টোবর কুয়েতে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই শুরু হবে। বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক কুয়েত, উজবেকিস্তান ও সৌদি আরব। গ্রুপ চ্যাম্পিয়ন ছাড়া শীর্ষ চার রানার্স আপ মূল পর্বে খেলবে। বাংলাদেশের লক্ষ্য ও সম্ভাবনা সম্পর্কে এখন মন্তব্য করতে চান না মারুফ। বাফুফে তার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার পর কেন পুনরায় দায়িত্ব নিলেন এবং লক্ষ্য সম্পর্কে বলবেন মারুফ।

মারুফুল হক চট্টগ্রাম আবাহনীর কোচ। অলিম্পিক দলে কোচিংয়ের জন্য ক্লাব থেকে এক মাসের জন্য ছুটি নিয়েছেন। মারুফ তার অলিম্পিক মিশনে কোচিং স্টাফে সাইফুল বারী টিটু ও জুলফিকার মাহমুদ মিন্টুকে চেয়েছিলেন। দুজন ক্লাবে কাজের সঙ্গে সমন্বয় করতে না পারায় মারুফের সঙ্গী হতে পারছেন না। মারুফের সহকারী হিসেবে দেখা যাবে এখন মাসুদ পারভেজ কায়সার ও আব্দুল কাইয়ুম সেন্টুকে। 

সিনিয়র জাতীয় দল ও অলিম্পিক দলের কোচ ভিন্ন হলেও ম্যানেজার একই ব্যক্তি। সত্যজিত দাশ রুপু জাতীয় দলের মতো অনূর্ধ্ব-২৩ দলেরও ম্যানেজার। একই ব্যক্তি দুই জায়গায় ম্যানেজারের দায়িত্বে সমস্যা দেখছেন না জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, সাফ ১-১৬ অক্টোবর আর অনূর্ধ্ব-২৩ বাছাই অক্টোবরের শেষ সপ্তাহে। ফলে এখানে তেমন কোনো সমস্যা দেখছি না।

অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প শুরু হচ্ছে আবাহনী ক্লাবে। বাফুফে ভবনের চার তলায় নারী ফুটবলাররা রয়েছে। একই সঙ্গে দুই দলকে হোটেলে রাখা বেশ ব্যয় সাধ্য। অনুশীলন ও আবাসন সুবিধা বিবেচনা করে বাফুফে আবাহনী ক্লাবকে বেছে নিয়েছে।

জামান / জামান

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

খাজাকে অবসরে যেতে বললেন ক্লার্ক, নিষেধ করলেন যারা

সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের দীপ্তি শর্মা

নিষ্প্রভ সাকিব, গুসের সেঞ্চুরিতে ফাইনালে ভাইপার্স

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?

দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের

চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে

রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ

উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল

সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে