ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

এল ক্লাসিকোর আগে সুসংবাদ পেল বার্সেলোনা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-১০-২০২৫ সকাল ৯:১৫

এক সপ্তাহ পর লা লিগায় এল ক্লাসিকোয় নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তার আগে বেশ কয়েকজনের চোট নিয়ে ব্যাকফুটে ছিল কাতালানরা। বিশেষ করে লামিনে ইয়ামালের খেলা নিয়ে শঙ্কার বিষয়টি বারবার আলোচনায় আসে। আগে থেকেই চোটের কারণে বাইরে ছিলেন আরও কয়েকজন তারকা। এরই মাঝে ইয়ামালদের নিয়ে ভক্তদের সুসংবাদ দিয়েছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। 
গতকাল (শুক্রবার) জার্মান এই কোচ ইয়ামাল ও মিডফিল্ডার ফারমিন লোপেজের চোট সেরে উঠার তথ্য জানিয়েছেন। আজ (শনিবার) থেকে ফের শুরু হচ্ছে ক্লাব ফুটবলের ব্যস্ততা। এদিন লা লিগায় জিরোনার মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা আছেন ইয়ামাল-লোপেজের। যদিও তারা পুরো সময় খেলতে পারবেন না বলে জানান ফ্লিক, ‘তারা ফিরেছে, কিন্তু এখনই পুরো ৯০ মিনিট খেলার অবস্থায় নেই।’
জিরোনা ম্যাচের পর মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ব্লুগ্রানা ক্লাবটি নিজেদের মাঠে অলিম্পিয়াকোসকে আতিথ্য দেবে। এরপর ২৬ অক্টোবর এল ক্লাসিকো খেলতে যাবে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে। এই ম্যাচে খেলা নিয়ে শঙ্কায় থাকা ইয়ামাল কুঁচকির চোটে ভুগছিলেন। এর আগে তাকে নিয়ে বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের মাঝে টানাটানি হয়েছিল। বার্সার অনুমোদন না থাকা সত্ত্বেও ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলাতে চেয়েছিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে। এরপরই আসে চোটের খবর।
এর কিছু সময় আগেই মাত্র চোট কাটিয়ে ফিরেছিলেন ইয়ামাল। মাঠের বাইরে থাকাবস্থায় তিনি বার্সেলোনার হয়ে ৪টি ম্যাচ মিস করেছেন। খেলতে পারেননি ভ্যালেন্সিয়া, নিউক্যাসল, গেতাফে ও রিয়েল ওভিয়েদোর বিপক্ষে। এরপর চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে মাঠে নামার ওই ম্যাচে কাতালানরা ৪-১ ব্যবধানের বড় হার দেখে। দুই ম্যাচ পরই সেভিয়ার বিপক্ষে খেলা থেকে ফের ছিটকে যান ইয়ামাল। এরপরই স্পেন দুটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামে। যদিও তরুণ এই ফরোয়ার্ডের অনুপস্থিতিতে বুলগেরিয়া ও জর্জিয়ার বিপক্ষে জয় পেতে তাদের অসুবিধা হয়নি।
একইভাবে ফারমিনও বার্সেলোনার হয়ে চার ম্যাচ এবং স্পেনের বাছাইপর্বের খেলা থেকে ছিটকে যান বাঁ পায়ের মাংসপেশির চোটের কারণে। তিনিও ফিরলেন ইয়ামালের সঙ্গে। তবে বার্সেলোনার ইনজুরির তালিকা লম্বা। যেখানে আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া, পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডফস্কি, ফেররান তোরেস, মিডফিল্ডার দানি অলমো, গাভি পায়েজ এবং গোলরক্ষক হুয়ান গার্সিয়া। এদের মধ্যে এল ক্লাসিকোর আগে রাফিনিয়া হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফিরবেন বলে আশাবাদী কোচ হ্যান্সি ফ্লিক।
এই মুহূর্তে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। জাবি আলোনসোর দল ৮ ম্যাচে ৭ জয় ও ১ হার নিয়ে ২১ পয়েন্ট পেয়েছে। তাদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বার্সা। সমান ম্যাচে ৬ জয় এবং একটি করে ড্র-হার নিয়ে তাদের পয়েন্ট ১৯। ১৬ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে ভিয়ারিয়াল।

 

 

Aminur / Aminur

'জেতার জন্য যত দরকার সেই রান করবে বাংলাদেশ'

মেসিকে আর্জেন্টিনার জার্সি পরানোর নেপথ্য নায়ক আর নেই

সতীর্থকে চড় মেরে লাল কার্ড: ওল্ড ট্র্যাফোর্ডে এভারটন তারকার অবিশ্বাস্য কাণ্ড

ছন্দে ফেরার আগেই বড় ধাক্কা: আবারও ইনজুরিতে নেইমার

নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, যা বললেন রুবাবা

সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল

মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ

পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন

বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে

বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা

হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া

জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের

১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০