ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

৯ গোল ও ২ লাল কার্ড, লেভারকুসেনের সঙ্গে পিএসজির ছেলেখেলা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-১০-২০২৫ সকাল ৯:২৫

চ্যাম্পিয়ন্স লিগের আগের রাউন্ডেই বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে এবারও দারুণ কিছুর আভাস দিয়ে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। গতকাল (মঙ্গলবার) তারা রীতিমতো ছেলেখেলায় মেতেছিল জার্মান ক্লাব লেভারকুসেনের সঙ্গে। ৯ গোল ও ২ লাল কার্ডের নাটকীয় এই ম্যাচে লুইস এনরিকের দল ৭-২ ব্যবধানে জিতেছে।
জাবি আলোনসোর অধীনে গত মৌসুমের দারুণ চমক দেখিয়েছিল লেভারকুসেন। কোচ-খেলোয়াড়ের পাশাপাশি অনেক কিছুই বদলে গেছে জার্মান ক্লাবটিতে। চমক জাগানিয়া সেই ছন্দ আর অবশিষ্ট নেই। ঘরের মাঠ বে অ্যারেনায় খেলতে নেমে সুবিধা করতে পারেনি লেভারকুসেন। প্রথমার্ধেই তারা চার গোল হজম করে। যদিও শোধ করেছে এক গোল। তবে দুই দলই চার মিনিটের ব্যবধানে একটি করে লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয়। দ্বিতীয়ার্ধে আরও তিন গোলে পিএসজির বড় জয় নিশ্চিত হয়েছে।
ফরাসি জায়ান্টদের পক্ষে জোড়া গোল করেছেন দেজিরে দুয়ে, এ ছাড়া উইলিয়াম পাচো, খিচা কাভারাৎস্খেলিয়া, নুনো মেন্দেস, ‍উসমান দেম্বেলে ও ভিতিনিয়া একবার করে স্কোরবোর্ডে নাম তোলেন। ৬৭ শতাংশ বলের পজেশন ধরে রেখে ২২টি শট নেয় পিএসজি, এর মধ্যে লক্ষ্যে ছিল ৮টি। এ ছাড়া ৫ শটের তিনটি লক্ষ্যে ছিল লেভারকুসেনের। ৩৩ ও ৩৪ মিনিটে লাল কার্ড দেখেছেন যথাক্রমে লেভারকুসেন মিডফিল্ডার রবার্ট আনড্রিখ ও পিএসজি ডিফেন্ডার ইলিয়া জাবারনি। 
ম্যাচের সপ্তম মিনিটেই গোলের সূচনা করেন উইলিয়াম পাচো। কর্নারের পর নুনো মেন্দেসের বাড়ানো ক্রসে হেড দিয়ে এই ইকুয়েডিয়ান ডিফেন্ডার গোল করেছেন। ৩৩ ও ৩৭ মিনিটে দুই দল ১০ জনের শিবিরে পরিণত হয়। একইসঙ্গে পিএসজির করা ফাউলে ৩৮ মিনিটে পেনাল্টিতে এগিয়ে যায় লেভারকুসেন। স্পট কিকে সফলভাবে লক্ষ্যভেদ করেছেন অ্যালেক্স গার্সিয়া। তাদের সমতায় ফেরার উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ বিরতির আগে একে একে আরও তিন গোল জড়ায় স্বাগতিক লেভারকুসেনের জালে। 
৪১ মিনিটে দেজিরে দুয়ে ডি-বক্সে সতীর্থের পাস পেয়ে প্লেসিং শটে সফল হয়েছেন। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে এই ফরাসি ফরোয়ার্ড নিজের দ্বিতীয় গোলটি করেন বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো এক শটে। মাঝে একবার স্কোরবোর্ডে নামটি তোলেন কাভারৎস্খেলিয়া। জর্জিয়ার এই ফরোয়ার্ড বল পেয়েছিলেন মূলত লেভারকুসেনের বল ক্লিয়ার করতে না পারার ব্যর্থতায়। তার জোরালো শটের পর দুয়ের গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। 
৫০ মিনিটে ফরাসিদের হয়ে ব্যবধান আরও বাড়ান মেন্দেস। চার মিনিট বাদে নিজের দ্বিতীয় গোল করে স্কোরবোর্ড ৫-২ এ পরিণত করেন লেভারকুসেনের গার্সিয়া। ম্যাচের বাকি সময়ে হয়েছে আরও দুই গোল। দুটিই আবার লেভারকুসেনের জালে। বদলি নেমে ৬৬তম মিনিটে গোল করেছেন এবারের ব্যালন ডি’অরজয়ী দেম্বেলে। ৯০ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া স্কোরবোর্ড ৭-২ করেন। বড় এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো গত আসরের চ্যাম্পিয়নরা। ৩ ম্যাচের সবকটিতেই তারা জিতেছে।

 

 

Aminur / Aminur

আগামী মাসে আবারো মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন ১৮ বছরের ইয়ামাল, সেরা দশে কারা আছেন

৯ গোল ও ২ লাল কার্ড, লেভারকুসেনের সঙ্গে পিএসজির ছেলেখেলা

অধিনায়ক হয়ে মাঠে ফিরছেন পান্ত

১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ দেখাল এভাবেও হারা যায়!

শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

লঙ্কানদের দুইশ’র পরই থামালেন মেয়েরা

‘কুম্বলের ১০ উইকেটের কীর্তির সেই পিচ মিরপুরের চেয়েও বাজে ছিল’

বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, সেমিতে খেলতে যে সমীকরণ

আর্জেন্টিনার জয়রথ থামিয়ে বিশ্বকাপ শিরোপা জিতল মরক্কো

অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না ভারত

দর্শক নেই, খাঁ খাঁ করছে মিরপুরের গ্যালারি

উইন্ডিজদের বিপক্ষে যেমন হবে একাদশ, জাকের কি ফিরবেন?