গোলখরা কাটিয়ে রিয়ালকে জেতালেন বেলিংহ্যাম

জুন-জুলাইতে যুক্তরাষ্ট্রের মাটিতে ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সেই টুর্নামেন্ট থেকে বেশ লম্বা সময় ধরেই গোলখরায় ভুগছিলেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। মাঝে অবশ্য হাতের সার্জারির কারণে মাঠের বাইরেও থাকতে হয়েছিল তাকে। গতকাল (বুধবার) বেলিংহ্যামের করা একমাত্র গোলে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসকে ১-০ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে ইতালিয়ান ক্লাবটিকে আতিথ্য দিতে নেমে সবদিক থেকেই এগিয়ে ছিল রিয়াল। ৬৬ শতাংশ পজেশনের পাশাপাশি তারা ২৬টি শট নেয়, যার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। অন্যদিকে, ১১টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে জুভেন্তাস। ম্যাচের ফল নির্ধারণী গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৫৭ মিনিট পর্যন্ত। ভিনিসিয়ুস জুনিয়রের শট পোস্টে লেগে ফিরলে নিকট দূরত্ব থেকে নেওয়া শটে খরা কাটান বেলিংহ্যাম।
এবারের গ্রীষ্মে মৌসুম শুরুর সময় সার্জারির কারণে মাঠের বাইরে কাটাতে হয়েছে এই ইংলিশ মিডফিল্ডারকে। সেপ্টেম্বরে তিনি লা লিগায় এসপানিওল ম্যাচ দিয়ে মাঠে ফেরেন। গতকাল ছিল চলতি মৌসুমে তার মাত্র সপ্তম ম্যাচ। এই ম্যাচে গোলে ফেরা বেলিংহ্যামকে নিয়ে রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, ‘আমি জুডের জন্য খুশি। ইনজুরি থেকে ফেরার পর তার একটি ভালো ম্যাচের প্রয়োজন ছিল। স্কোর করা ছাড়াও ম্যাচজুড়ে ভালো খেলেছে সে। ফের স্বস্তিতে ফিরতে সে এমন ম্যাচই প্রাপ্য।’
ম্যাচের শুরুতে অবশ্য জুভেন্তাসের একের পর এক আক্রমণ সামলাতে হয়েছে রিয়ালের রক্ষণকে। তার বেশ কয়েকটি আক্রমণ থামে গোলরক্ষক থিবো কোর্তোয়ার হাতে বল জমা করার মধ্য দিয়ে। রিয়াল কার্যকরী প্রভাব ফেলতে শুরু করে ২০ মিনিটের পর। ব্রাহিম দিয়াজের একটি শট জুভ গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর অঁরেলিয়ে চুয়ামেনির জোরালো প্রচেষ্টা ডিফেন্ডারের গায়ে লেগে বাইরে চলে যায়। এভাবে বিরতির আগপর্যন্ত উভয়দলের ফিনিশিং ব্যর্থতায় শেষ হয় গোলশূন্য সমতায়।
৪৯ মিনিটে সবচেয়ে ভালো সুযোগটি এসেছিল সফরকারীদের সামনে। কিন্তু দুসান ভ্লাহোভিচ কাউন্টার অ্যাটাকে উঠে অনেকটা দূর একা টেনে নিয়ে সামনে পেয়েছিলেন কেবল কোর্তোয়াকে। কিন্তু তার নেওয়া শট রিয়াল গোলরক্ষকের পায়ে লেগে পরাস্ত হয়ে যায়। মিনিট সাতেক পর বক্সে ঢুকে কয়েকজনকে কাটিয়ে বাঁ পায়ে শট নেন ভিনিসিয়ুস, সেটি জুভ গোলরক্ষককে ফাঁকি দিতে পারলেও দ্বিতীয় বারে লেগে ফিরে আসে। তবে সামনেই ছিলেন বেলিংহ্যাম, তার এক স্পর্শেই বল জালে জড়ায়। এরপর বাকি সময়ে আর কেউ গোল করতে পারেনি।
রিয়ালের হয়ে ৩০০তম ম্যাচ খেলতে নেমে বেশ কয়েকটি কঠিন সেভ করেছেন বেলজিয়াম গোলরক্ষক কোর্তোয়া। মাঝমাঠে খেলার নিয়ন্ত্রণ অনেকটাই ধরে রাখায় ম্যাচসেরা হয়েছেন তুর্কি মিডফিল্ডার আর্দা গুলার। অন্যদিকে, ম্যাচ জিতলেও রিয়ালের জন্য ধাক্কা হয়ে আসে দ্বিতীয়ার্ধে মাংসপেশির চোট নিয়ে রাউল অ্যাসেনসিও মাঠ ছাড়ার ঘটনায়।
নিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচের সবকটিতে জিতেছে রিয়াল। ৯ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান পঞ্চম। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে তাদের সামনে আছে যথাক্রমে পিএসজি, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান ও আর্সেনাল।
Aminur / Aminur

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে যেমন হবে বাংলাদেশের একাদশ

মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে যেমন হবে বাংলাদেশের একাদশ

গোলখরা কাটিয়ে রিয়ালকে জেতালেন বেলিংহ্যাম

আগামী মাসে আবারো মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন ১৮ বছরের ইয়ামাল, সেরা দশে কারা আছেন

৯ গোল ও ২ লাল কার্ড, লেভারকুসেনের সঙ্গে পিএসজির ছেলেখেলা

অধিনায়ক হয়ে মাঠে ফিরছেন পান্ত

১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ দেখাল এভাবেও হারা যায়!

শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

লঙ্কানদের দুইশ’র পরই থামালেন মেয়েরা

‘কুম্বলের ১০ উইকেটের কীর্তির সেই পিচ মিরপুরের চেয়েও বাজে ছিল’
