ঢাকা বৃহষ্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১০-২০২৫ দুপুর ১:৩৭

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিতের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু মেহেদী হাসান মিরাজের দল দ্বিতীয় ওয়ানডেতে রোমাঞ্চকর লড়াইয়ের পর সুপার ওভারে ১ রানে হেরে যায়। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটিই নির্ধারণ করবে সিরিজের ফল। এ লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে স্বাগতিকরা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

এ নিয়ে সিরিজের তিন ম্যাচেই আগে ব্যাট করবে বাংলাদেশ। যদিও প্রথম ওয়ানডেতে টস জিতেছিল ক্যারিবীয়রা, পরের দুই ম্যাচে টস জিতে মেহেদী হাসান মিরাজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। এদিন দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে। অর্থাৎ, সিরিজ নির্ধারণী ম্যাচেও দুই দল লড়াইটা করবে স্পিনারদের সামনে রেখে।

র‌্যাঙ্কিংয়ে উন্নতির জন্য ওয়ানডে সিরিজটি গুরুত্বপূর্ণ ছিল রিশাদ-মুস্তাফিজদের জন্য। সেক্ষেত্রে অবশ্য ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করতে হতো। সেই সুযোগ আগেই হাতছাড়া হয়েছে। কিন্তু রেটিং পয়েন্টের ব্যবধান বাড়াতে অন্তত সিরিজ জিততে হবে স্বাগতিকদের। ২-১ ব্যবধানে সিরিজ জিতলে ১০ নম্বরে থাকা বাংলাদেশের পয়েন্ট বেড়ে ৭৬ এবং ওয়েস্ট ইন্ডিজের হবে ৭৯। ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে জিতলে তাদের রেটিং পয়েন্ট বেড়ে ৮১ এবং বাংলাদেশের হবে ৭৩। 

বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), আকিম অগাস্তে, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রেভস, আকিল হোসেন ও খারি পিয়েরে।

এমএসএম / এমএসএম

দুই ওপেনারের ফিফটিতে ঝোড়ো শুরু বাংলাদেশের

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে যেমন হবে বাংলাদেশের একাদশ

মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে যেমন হবে বাংলাদেশের একাদশ

গোলখরা কাটিয়ে রিয়ালকে জেতালেন বেলিংহ্যাম

আগামী মাসে আবারো মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন ১৮ বছরের ইয়ামাল, সেরা দশে কারা আছেন

৯ গোল ও ২ লাল কার্ড, লেভারকুসেনের সঙ্গে পিএসজির ছেলেখেলা

অধিনায়ক হয়ে মাঠে ফিরছেন পান্ত

১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ দেখাল এভাবেও হারা যায়!

শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

লঙ্কানদের দুইশ’র পরই থামালেন মেয়েরা