‘ছেলেদের আগে বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপ জিতবে’
মাঠের ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের সময়টা খুব একটা উপভোগ্য নয়। পুরুষ ক্রিকেটে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশ নম্বর থেকে উন্নতির লক্ষ্য লম্বা সময়ের। এরই মাঝে ফরম্যাটটিতে সবশেষ কয়েকটি সিরিজে হারের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছে টাইগাররা। এই সিরিজ জিতে রেটিং পয়েন্ট বাড়লেও র্যাঙ্কিংয়ে পরিবর্তন আসেনি। একই সময়ে নারী ক্রিকেটেও বাংলাদেশের সময়টা সুখকর নয়।
এই পরিস্থিতিতে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আবার লাল-সবুজের জার্সিতে ছেলেদের আগে মেয়েরাই চ্যাম্পিয়ন হবে বলেও তিনি দাবি করেছেন। গতকাল (শুক্রবার) রাতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের ওপর বিশ্বাস রাখেন, আমরা বাংলাদেশ ক্রিকেটকে এমন উচ্চতায় নিয়ে যাব ইনশাআল্লাহ, যাতে বাংলাদেশ ক্রিকেট নিয়ে গর্ব করতে পারি।’
ভালো ক্রিকেটার বানানোর পাশাপাশি ভালো নাগরিকও গড়ে তুলতে চান বুলবুল, ‘বাংলাদেশে আমরা শুধু ক্রিকেটার তৈরি করব না, আমরা ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশে ভালো নাগরিক তৈরি করব।’
এদিকে, পুরুষ দলের পাশাপাশি নিগার সুলতানা জ্যোতিদের পারফরম্যান্সও হতাশাজনক। চলমান নারী বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচে জয়ের সুযোগ তৈরি করেও জিততে পারেনি জ্যোতির দল। ফলে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করা আসরের প্রথম ম্যাচই তাদের একমাত্র সান্ত্বনা। পরবর্তী ৫ ম্যাচেই বাংলাদেশ টানা পরাজিত হয়েছে। তবে নারী দলের প্রতি প্রত্যাশা আরও অনেক বেশি বুলবুলের।
ছেলেদের আগে বাংলাদেশ নারী দল শিরোপা জিতবে বলেও প্রত্যাশা বিসিবি সভাপতির, ‘অবশ্যই ছেলেদের ক্রিকেট ভালো করবে। তবে আমার মনে হয় ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। চলমান বিশ্বকাপে ছোট ছোট ভুল না করলে হয়তো আমাদের আজকে পাঁচটা জয় হতো, সেমিফাইনাল খেলার মতো একটা দল হতে পারতাম। আমরা ভুল থেকে শিখছি। আমরা আপনাদের নিরাশ করব না।’
এমএসএম / এমএসএম
'জেতার জন্য যত দরকার সেই রান করবে বাংলাদেশ'
মেসিকে আর্জেন্টিনার জার্সি পরানোর নেপথ্য নায়ক আর নেই
সতীর্থকে চড় মেরে লাল কার্ড: ওল্ড ট্র্যাফোর্ডে এভারটন তারকার অবিশ্বাস্য কাণ্ড
ছন্দে ফেরার আগেই বড় ধাক্কা: আবারও ইনজুরিতে নেইমার
নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, যা বললেন রুবাবা
সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল
মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ
পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন
বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে
বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা
হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া
জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের