ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

এল ক্লাসিকো : উত্তাপ ছড়িয়ে মাঠে নামছে রিয়াল-বার্সা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২৫ দুপুর ৩:৪৫

একপেশে দাপট দেখিয়ে গত মৌসুমের সব (চার) এল ক্লাসিকো নিজেদের দখলে নিয়েছিল বার্সেলোনা। নতুন মৌসুমে অনেকটাই বদলে গেছে রিয়াল মাদ্রিদ। যদিও তারা এখনও পুরোদমে ছন্দে ফেরার অপেক্ষায়। অন্যদিকে, চোটজর্জর বার্সেলোনাও খুব একটা স্বস্তিতে নেই। তবে উন্মাদনার কমতি নেই মৌসুমের প্রথম এল ক্লাসিকো ঘিরে। রিয়াল-বার্সার খেলোয়াড়রাও কথার লড়াইয়ে নেমেছে।

আজ (রোববার) বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনাকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। হাইভোল্টেজ এই লড়াই ঐতিহাসিকভাবে অনেক সমৃদ্ধ। এ ছাড়া এমন ম্যাচকে ভাবা হয় লা লিগার শিরোপা নির্ধারণী লড়াই–ও। অবশ্য স্প্যানিশ এই সর্বোচ্চ প্রতিযোগিতায় দু’বার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা-রিয়াল। এখন পর্যন্ত দুই দল ২৬১ ম্যাচে মুখোমুখি হয়ে বার্সা ১০৪ এবং রিয়াল ১০৬ ম্যাচে জিতেছে। ড্র হয়েছে বাকি ৫১ ম্যাচ।

জয়ের মতো গোলের দিক থেকে এগিয়ে লস ব্লাঙ্কোসরা, তাদের মোট গোল ৪৪৩টি। অন্যদিকে, কাতালান ব্লুগ্রানা শিবিরের গোল ৪৩৫টি। অবশ্য নির্দিষ্ট দিনে পারফরম্যান্সের বিচারেই ফল নির্ধারণ হবে। সেখানে পরিসংখ্যান কিংবা অতীত রেকর্ডের হিসাবের চেয়ে মাঠের দ্বৈরথই বেশি গুরুত্বপূর্ণ। তার আগে উভয় দলকে নিজেদের স্কোয়াডের দিকেও তাকাতে হচ্ছে। পর্যাপ্ত ব্যাক-আপ ফুটবলার থাকলেও, অনুপস্থিত তালিকাও তাদের ভাবনায় রাখতেই হচ্ছে। বার্সা কোচ হ্যান্সি ফ্লিক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়াকে ম্যাচটিতে পেতে আশাবাদী হলেও, শেষ পর্যন্ত তার জন্য হতাশার খবর।

হ্যামস্ট্রিংয়ের চোট না সারায় রিয়ালের বিপক্ষে খেলতে পারবেন না রাফিনিয়া। এ ছাড়া নতুন গোলরক্ষক হুয়ান গার্সিয়া, মিডফিল্ডার গাভি, দানি ওলমো ও পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডফস্কিও মাদ্রিদ ম্যাচে খেলতে পারবেন না। এর বাইরে জুলস কুন্দে এবং আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের ফিটনেস নিয়েও দ্বিধা রয়েছে। তাদের দুশ্চিন্তা কিছুটা কমিয়ে সম্প্রতি ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন দুই স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল ও ফারমিন লোপেজ। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের স্কোয়াডে ফিরেছেন ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড, দানি কারভাহাল ও ডিন হুইজসেন।

বার্সেলোনার জন্য আরেকটি হতাশার বিষয়– হাইভোল্টেজ ম্যাচটিতে তারা প্রধান কোচ ফ্লিককে ডাগআউটে পাবে না। কার্ডজনিত কারণে এই ম্যাচে নিষিদ্ধ থাকবেন জার্মান টেকটিশিয়ান। ফলে সহকারী কোচ মার্কাস সর্গের অধীনে কাতালানরা এল ক্লাসিকোয় খেলতে নামবে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও এলেন তিনি। রোমাঞ্চকর দ্বৈরথে নামার আগে সর্গ জানান, ‘যা তারা (ফুটবলার) সব সময়ই করে, বল না হারানো নিয়ে আমরা বিশ্লেষণ করেছি, কাজ করেছি সমাধান নিয়ে। মাঠে বল না হারানোর বিষয়টি নিশ্চিত করতে হবে।’ ভিনিসিয়ুস জুনিয়রের কথা ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আমরা প্রতিপক্ষ ফরোয়ার্ডের আচরণ সম্পর্কে জানি। তারা ভিনি-এমবাপে দুজনের জন্যই প্রস্তুত থাকবে। চাপমুক্ত থেকে সতর্ক হতে হবে, সম্মিলিতভাবে বল পজেশন ধরে রাখতে পারলেই আমরা জিততে পারি।’

খেলা বার্নাব্যুতে হলেও অসুবিধা দেখছেন না বার্সার সহকারী কোচ। তবে চিন্তিত চোটাক্রান্ত ফুটবলারদের নিয়ে, ‘আমাদের অনেক খেলোয়াড় ইনজুরিতে। ম্যাচও অনেক। কখনও কখনও দলে পরিবর্তন দরকার, ৬০ ম্যাচে সবাইকে পাওয়া সম্ভব নয়। বার্নাব্যুতে খেলায় অসুবিধা দেখছি না, এখানে কেউ ফেভারিট নয়। উভয়ের সামনেই ফিফটি-ফিফটি সুযোগ। পিচে যে পারফর্ম করবে, সে–ই জিতবে। বল পায়ে থাকুক–না থাকুক, চাপ দিয়ে যেতে হবে। আমরা যেভাবে খেলি সেভাবেই চালিয়ে যাব।’

রিয়ালের প্রধান কোচের দায়িত্বে দলটির সাবেক তারকা জাবি আলোনসো। যদিও এখনও তিনি পছন্দের কম্বিনেশন খুঁজে চলেছেন। আলোনসো বলছেন, ‘এটি গুরুত্বপূর্ণ ম্যাচ, এখানে ভালো খেলা ও উপভোগের সকল উপাদানই উপস্থিত। তাই আমরা আগামীকাল (আজ) সর্বোচ্চ প্রেরণা যোগানোর লক্ষ্যে নামব। আমার মতে এটি কঠিন ও উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে। সর্বোচ্চ পর্যায়ের পারফরম্যান্স প্রয়োজন, খেলোয়াড়দের সেই শক্তি-সামর্থ্য দেখাতে হবে, মোমেন্টামও তৈরি হবে এরপর।’

‘এল ক্লাসিকো সবসময়ই বিশেষ, অনেক বছর ধরেই এমন ম্যাচের উত্তাপ ছড়াচ্ছে, সামনেও থাকবে। এই মৌসুমে এটাই প্রথম। আমরা চাই এই ম্যাচের সবটুকু উপভোগ করতে। বার্সেলোনার অনেকেই অনেক কিছু বলবে, সেগুলোতে নজর দিতে চাই না। মাঠে পারফর্ম করে প্রমাণ করতে হবে। নিজেদের সেরাটা দিয়ে মৌসুমের প্রথম এল ক্লাসিকো জয়ের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে চাই’, আরও যোগ করেন রিয়াল কোচ।

এমএসএম / এমএসএম

এল ক্লাসিকো জয়ের পরই দুঃসংবাদ দিলো রিয়াল

বৃষ্টি ভাসিয়ে দিল বাংলাদেশ-ভারত ম্যাচ

অ্যাশেজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন অজি তারকা

আরচ্যারি থাকছে জাতীয় স্টেডিয়ামেও

বাংলাদেশের টেস্ট অধিনায়ক হওয়ার প্রশ্নে যা বললেন লিটন

এল ক্লাসিকো : উত্তাপ ছড়িয়ে মাঠে নামছে রিয়াল-বার্সা

৯৫০ গোলের মাইলফলক ছুঁলেন রোনালদো

লিভারপুলের দুর্দশা চলছেই, এবার হারলো ব্রেন্টফোর্ডের কাছে

বিশ্বকাপের মাঝেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের শ্লীলতাহানি, যা বলছে ভারত

জয়হীন বিশ্বকাপ শেষে আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন পাকিস্তান অধিনায়ক

‘ছেলেদের আগে বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপ জিতবে’

এল ক্লাসিকোয় তারকা ফরোয়ার্ডকে পাচ্ছে না বার্সেলোনা

উড়ন্ত হেডসহ জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি