ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বাংলাদেশের টেস্ট অধিনায়ক হওয়ার প্রশ্নে যা বললেন লিটন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২৫ দুপুর ৩:৪৫

গত জুন মাসে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ফরম্যাটটিতে বাংলাদেশের অধিনায়কত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্ব চলছিল, শেষদিকে আচমকা বলে উঠেন ঘোষণা দেন টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। এরপর থেকে টেস্টে বাংলাদেশ আর ম্যাচ খেলেনি, অধিনায়ক পদেও দেখা যায়নি কাউকে। 

এরপর থেকে বাংলাদেশের পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন সেই জল্পনা চলছে। ধারণা করা হচ্ছিল– ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ওপরই আস্থা রাখবে বিসিবি। তবে মিরাজকে ছাপিয়ে লিটন দাস নতুন টেস্ট অধিনায়কের দৌড়ে এগিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল (সোমবার) বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। তার আগে সংবাদ সম্মেলনে আসা লিটন টেস্টের অধিনায়কত্ব নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের নেতৃত্বভার লিটনের কাঁধে। এবার টেস্টের দায়িত্বও পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘(এ বিষয়ে বলা) খুব কঠিন ভাই, এখন পর্যন্ত কিছু জানিনা। তারা (বিসিবি) যদি মনে করে (আমি) যোগ্য, আমার সঙ্গে কনভারসেশন করবে। দেখা যাক সিদ্ধান্তটা কী হয়। আর একজন খেলোয়াড় হিসেবে যখন আপনি খেলবেন, তখন টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব পাওয়া অনেক বড় বিষয়। আমার মনে হয় কেউ না (নিষেধ) করবে না, তাদের পক্ষ থেকে এখনও কিছু আসেনি।’

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় সাম্প্রতিক সময়ের যেন নিয়মিত চিত্র। বিশেষ করে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতা এখন বেশ আলোচ্য। এ নিয়ে অবশ্য চিন্তিত নন লিটন, ‘কোনো কোনো সিরিজে কিন্তু টপ অর্ডার ভালো করবে না, তখন মনে হবে ওখানে টপ অর্ডার গ্যাপ হচ্ছে কি না। আবার অনেক সময় দেখবেন যে মিডল অর্ডার খারাপ করতেছে, তখন মনে হবে গ্যাপ হচ্ছে কি না। সেখানে দেখবেন লো অর্ডার ভালো খেলতেছে, একটা-দুইটা সিরিজ এমন হবেই।’

এমএসএম / এমএসএম

'জেতার জন্য যত দরকার সেই রান করবে বাংলাদেশ'

মেসিকে আর্জেন্টিনার জার্সি পরানোর নেপথ্য নায়ক আর নেই

সতীর্থকে চড় মেরে লাল কার্ড: ওল্ড ট্র্যাফোর্ডে এভারটন তারকার অবিশ্বাস্য কাণ্ড

ছন্দে ফেরার আগেই বড় ধাক্কা: আবারও ইনজুরিতে নেইমার

নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, যা বললেন রুবাবা

সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল

মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ

পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন

বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে

বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা

হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া

জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের

১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০