এল ক্লাসিকো জয়ের পরই দুঃসংবাদ দিলো রিয়াল
শিরোপাহীন গত মৌসুম কাটানো রিয়াল মাদ্রিদ এবার বেশকিছু পরিবর্তন নিয়ে হাজির হয়েছে। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে স্কোয়াডেও বেড়েছে তরুণ মুখের সংখ্যা, যদিও তিনি এখনও পছন্দসই সমন্বয় তৈরির চ্যালেঞ্জ পার করছেন। এই পরিস্থিতিতেও চলতি মৌসুমের শুরুটা একেবারেই খারাপ কাটছে না লস ব্লাঙ্কোসদের, প্রথম এল ক্লাসিকোতেই তারা বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে। এরপর দুঃসংবাদ জানিয়েছে অধিনায়ক দানি কারভাহালকে নিয়ে।
গত রোববার রাতে ক্লাসিকোয় রিয়াল-বার্সা মুখোমুখি হয়েছিল। নাটকীয় সেই ম্যাচে আলোচনার একটি অংশে ছিলেন কারভাহালও। স্প্যানিশ এই ডিফেন্ডার ম্যাচটিতে ৭৩ মিনিটে বদলি হিসেবে নামেন ফেদে ভালভার্দের জায়গায়। সাম্প্রতিক সময়ে চোট থেকে ফেরা কারভাহালের লম্বা সময় খেলা নিয়ে যে বিপত্তি আছে তা স্পষ্ট। সেটাই গতকাল (সোমবার) আর বড় হয়ে ধরা দিলো। রিয়াল জানিয়েছে সার্জারি লাগবে এই অভিজ্ঞ ডিফেন্ডারের, যা তাকে ছিটকে দিতে পারে বছরের বাকি সময়ের জন্য।
এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘অধিনায়ক দানি কারভাহালের কয়েকটি মেডিক্যাল পরীক্ষার পর তার ডান হাঁটুতে কিছু সমস্যা ধরা পড়েছে। এ জন্য তাকে আর্থ্রোস্কপি সার্জারি করাতে হবে।’ কারভাহালের সমস্যাটি স্প্যানিশ জায়ান্টরা উল্লেখ করেছে হাঁটুতে ‘লুজ বডি’ হিসেবে। অর্থাৎ, তার জয়েন্টের কোনো হাড়ে চিড় ধরা বা আলগা হয়ে গেছে, যা ভোগাচ্ছে ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডারকে।
ক্লাবটির সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কারভাহালকে যেহেতু হাঁটুর সমস্যায় আরেকটি সার্জারির মুখোমুখি হতে হচ্ছে, তাকে মাঠের বাইরে ১০ সপ্তাহের থাকতে হতে পারে। এর মানে ২০২৫ সালে তাকে আর মাঠে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। এল ক্লাসিকোতে শেষ ১৯ মিনিট খেলেছেন এই রাইটব্যাক। বার্সাকে ২-১ ব্যবধানে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও সুসংহত করেছে রিয়াল, ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৭। সমান ম্যাচে কাতালানরা ৫ পয়েন্টে পিছিয়ে আছে।
কারভাহালের চোটের সমস্যা এক বছরেরও বেশি সময় ধরে চলছে। ২০২৪ সালের অক্টোবরে লা লিগার এক ম্যাচে হাঁটুর দুটি লিগামেন্ট ছিড়ে যায় তার। এরপর মৌসুমের প্রায় বাকি অংশেই তাকে পায়নি তৎকালীন কার্লো আনচেলত্তির দল। চলতি বছরের জুলাইতে ক্লাব বিশ্বকাপে খেলতে নামে রিয়াল মাদ্রিদ, যেখানে তাদের হয়ে সেমিফাইনাল দিয়ে ফেরেন কারভাহাল। তবে এরপরও তাকে মাংসপেশির অস্বস্তিতে থাকতে হয়। নতুন করে কারভাহালের চোট এই মৌসুমে ঘুরে দাঁড়ানোর পথে জাবি আলোনসোর দলের জন্য দুশ্চিন্তার কারণই বটে!
Aminur / Aminur
'জেতার জন্য যত দরকার সেই রান করবে বাংলাদেশ'
মেসিকে আর্জেন্টিনার জার্সি পরানোর নেপথ্য নায়ক আর নেই
সতীর্থকে চড় মেরে লাল কার্ড: ওল্ড ট্র্যাফোর্ডে এভারটন তারকার অবিশ্বাস্য কাণ্ড
ছন্দে ফেরার আগেই বড় ধাক্কা: আবারও ইনজুরিতে নেইমার
নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, যা বললেন রুবাবা
সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল
মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ
পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন
বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে
বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা
হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া
জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের