ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-১০-২০২৫ দুপুর ১১:৩০

ইন্টার মিলানের গোলরক্ষক জোসেফ মার্টিনেজের গাড়ির সঙ্গে ধাক্কা খাওয়ার পর হুইল চেয়ারে থাকা ৮১ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। ইতালির কোমো প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। সড়কে নেমে পড়ার পর দুর্ঘটনা এড়াতে তিনি হুইল চেয়ারের দিক পরিবর্তন করতে চেয়েছিলেন বলে জানিয়েছে রয়টার্স। তবুও সেই মর্মান্তিক ঘটনা এড়ানো যায়নি। 
প্রতিবেদনে বলা হয়, গাড়ির সঙ্গে ধাক্কা লাগার পর মার্টিনেজও গাড়ি থেকে বেরিয়ে তাকে সাহায্য করতে চেয়েছিলেন। পরবর্তীতে অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই মৃত্যু হয় ওই প্রবীণের। এই ঘটনায় দুর্ঘটনাস্থলের আশপাশে তদন্ত চালাচ্ছে স্থানীয় প্রশাসন।
ইতালিয়ান পুলিশের পক্ষ থেকে রয়টার্সকে জানিয়েছে, ‘কোমো প্রদেশের এক রাস্তার পাশ দিয়ে সাইকেল চালানোর পথেই ছিল ইলেকট্রিক হুইলচেয়ার আরোহী। একপর্যায়ে ইন্টার গোলরক্ষক জোসেফ মার্টিনেজের চালিত কার এসে তাকে ধাক্কা দেয়। মার্টিনেজ গাড়ি থামিয়ে ওই ব্যক্তিকে বাঁচাতে ছুটে যান। কিন্তু অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।’
সংবাদ সংস্থা এপি বলছে, দুর্ঘটনাটি ঘটেছে অ্যাপিয়ানো জেন্টাইলে ইন্টার মিলানের অনুশীলন সেন্টারের পাশে। মিলানের স্প্যানিশ গোলরক্ষক ও আরেক মোটরসাইকেল আরোহী রাস্তায় গাড়ি চলাচল থামিয়ে তাকে সাহায্য করতে যান। এয়ার অ্যাম্বুলেন্সসহ ইমার্জেন্সি গাড়িও পৌঁছে গিয়েছিল দ্রুত, কিন্তু ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনায় মার্টিনেজের কোনো ক্ষতি না হলেও তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন। নিহতের প্রতি সম্মান দেখিয়ে দলের সংবাদ সম্মেলন স্থগিত করেছে ইন্টার মিলান।
আগামীকাল (বৃহস্পতিবার) ইতালিয়ান লিগ সিরি–আ’য় ফিওরেন্টিনার বিপক্ষে ম্যাচ আছে মিলানের। সেই ম্যাচের আগে ওই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। সেটি স্থগিত করলেও, দুর্ঘটনার বিষয়ে ক্লাবের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। গোলরক্ষক জোসেফ মার্টিনেজ মূলত ইন্টারের দ্বিতীয় পছন্দ। ২০২৪ সালে তিনি আরেক ইতালিয়ান ক্লাব জেনোয়া থেকে মিলানে যোগ দেন। তাদের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১২ ম্যাচ। ২৭ বছর বয়সী এই স্প্যানিশ গোলরক্ষক এর আগে লাস পালমাস ও আরবি লাইপজিগে ছিলেন।

 

 

Aminur / Aminur

টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা

চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস

২ লাল কার্ড ও গোলরক্ষকের গোল, বিধ্বস্ত হয়ে প্লে-অফে অবনতি রিয়ালের

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা বাংলাদেশের

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়

সাবেক শিষ্য ও ক্লাবের বিপক্ষে বাঁচামরার ম্যাচে নামছেন মরিনিয়ো

লজ্জার রেকর্ডে সালাহ, ২০১২ সালের দুঃস্বপ্নে লিভারপুল

পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার

‘ইয়ামাল অন্য গ্যালাক্সির খেলোয়াড়’

সামনে ম্যানইউর আরও বড় পরীক্ষা- কোচের সতর্কবার্তা

জোকোভিচের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা

নাক দিয়ে রক্ত ঝরার পর মেদভেদেভকে উড়িয়ে দিলেন টিয়েন

বিশ্বকাপ বয়কট করলে নিষেধাজ্ঞাসহ কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!