নার্সিং প্রশাসনকে ভিন্ন অধিদপ্তরে একিভূত করনের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
খুলনায় নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরে একিভূত করনের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মিড ওয়াইফারি সোসাইটি ও সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের খুলনার সভাপতি ইব্রাহিম খলিল বলেন, বিশ্বব্যাপী নার্সিং ও মিডওয়াইফারি স্বতন্ত্র পেশা হিসাবে স্বীকৃত এবং স্বাস্থ্য সেবার একটি অবিচ্ছেদ্য অংশ। নার্সিং সার্ভিস, শিক্ষা ও প্রশাসনের সকল কর্যকার ও উন্নয়নে নার্সদেরই অবদান রাখতে হয়। রোগীর যথাযথ সেবা নিশ্চিত করা এবং সেবার উৎকর্ষ সাধন, বিজ্ঞান ভিত্তিক সেবা ব্যবস্থাপনার ক্ষেত্রে গবেষণা ও উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির মাধ্যমে বিশ্বের সাথে তাল মিলিয়ে নানান প্রতিবন্ধকতা, বাধা-বিপত্তি মোকাবিলা করে বাংলাদেশের নার্সরাও সকল ক্ষেত্রে আগ্রসর হচ্ছে। কিন্তু প্রশাসনিক অব্যবস্থাপনা, উচ্চ শিক্ষা ও গবেষণার পৃষ্ঠপোষকতার অভাব, উচ্চ শিক্ষিত, দক্ষ এবং অভিজ্ঞতা অনুযায়ী যোগ্যদেরকে যথাসময়ে পদোন্নতি না দেয়া বা মূল্যায়ন না করার কারণে বাংলাদেশের নার্সিং ব্যবস্থাপনা কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারেনি। নার্সিং শিক্ষা ও সেবার ক্ষেত্রেও রয়েছে নানাবিধ অবমূল্যায়ন, বৈষম্য ও অব্যবস্থাপনা।
তিনি আরো বলেন, জনকল্যাণমুখী স্বাস্থ্য ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে একটি জনবান্ধব নার্সিং সেবা ব্যবস্থাপনা বাস্তবায়নের আবশ্যিকতা অনুধাবন করতে না পারার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নার্সিং ও মিডওয়াইফারি পেশার প্রতি যথাযথ মূল্যায়ন করতে পারেননি। খুলনায় নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরে একিভূত করনের অপচেষ্টা চলছে। আমরা জনস্বার্থ বিরোধী এই হীন অপচেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একই সাথে জুলাই-২৪ পরবর্তি নতুন বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি পেশাকে জনবান্ধব একটি আধুনিক ও যুগোপযোগী পেশা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে অনতিবিলম্বে আমাদের দাবী বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি।
উল্লেখিত দাবীর মধ্যে রয়েছে, স্বতন্ত্র প্রশাসন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করার অপচেষ্টা বন্ধ করতে হবে এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নার্সিং ও মিডওয়াইফারি বান্ধব ও যুগোপযোগী নিয়োগবিধি, অর্গানোগ্রাম, ক্যারিয়ার প্যাথ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে, সুপারিনটেনডেন্ট পদকে যথাক্রমে ৯ম গ্রেড থেকে ৭ম গ্রেড এবং ৭ম গ্রেড থেকে ৫ম গ্রেডে উন্নীতকরণ সহ নার্সিং সুপারভাইজার এবং নার্সিং-মিডওয়াইফারি ইন্সট্রাক্টর পদ ২টি কে অন্যান্য অধিদপ্তরের ন্যায় ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীত করতে হবে, প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়/মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে স্কুল হেলথ নার্স ও কমিউনিটি হেলথ নার্স- মিডওয়াইফ পদ সৃজন করে নিয়োগ/পদায়ন এবং প্র্যাকটিসিং নার্স, মিডওয়াইফ তৈরীর মাধ্যমে ইউনিভার্সেল হেলথ কভারেজে নার্স-মিডওয়াইফদের সম্পৃক্ত করতে হবে, উচ্চ মাধ্যমিক যোগ্যতাসহ অধিক জিপিএ ও অধিক সময়কাল মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের সনদকে দাবী অনুযায়ী স্নাতক (পাশ) সমমান করতে হবে এবং বিএসসি নার্সিং পাশ নার্সদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে,
ইনক্রিমেন্ট, মাস্টার্সদের জন্য ২টি এবং পিএইচডি ডিগ্রিধারীদের জন্য ৩টি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান করতে হবে,সকল পর্যায়ে নার্স- মিডওয়াইফদের বেতন বৈষম্য নিরসন, নার্সদের ঝুঁকিভাতা ও সম্মানজনক বেতন কাঠামো প্রদান করতে হবে, অন্যান্য অধিদপ্তর ও বিভাগের ন্যায় সরাসরি বিএসসি নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রিধারীদের নিয়োগকালীন সময়ে অতিরিক্ত ১টি নার্সদের পরবর্তী উচ্চতর পদগুলোতে (৯ম হতে ৪র্থ গ্রেড) ভূতাপেক্ষভাবে পদ প্রমার্জণের মাধ্যমে পদোন্নতি সহ সুপারনিউমেরারী পদ্ধতিতে পদন্নোতি প্রদান করতে হবে, নার্সিং শিক্ষার আধুনিকায়নে স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা এবং সকল মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর নার্সিং অনুষদে ডিন পদগুলো উচ্চ শিক্ষিত (অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক) নার্সিং পারসোনেল কর্তৃক পূরণ করতে হবে, বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি সেবা এবং শিক্ষায় নার্স নিয়োগ দানের ক্ষেত্রে একটি সুনিদিষ্ট নিয়োগ-বিধি ও মানসম্মত বেতন কাঠামো তৈরী করতে হবে এবং অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন নার্স পরিচয়ধারী ভুয়া নার্স নির্মূল করার পদক্ষেপ গ্রহন করতে হবে এবং নার্সদের উপর জোরপূর্বক স্বৈরাচারী সরকারের চাপিয়ে দেয়া নার্সিং ইউনিফরম পরিবর্তন করতে হবে।
এমএসএম / এমএসএম
সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা আটক ১
নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন
চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন
শ্রীনগরে বসতবাড়িতে হামলা, আহত ৩
মোহনগঞ্জে লোকাল ট্রেনের চলাচল বন্ধ, যাত্রীরা দুর্ভোগে
গোবিপ্রবি প্রশাসনের উদ্যোগে সপ্তাহজুড়ে নানা কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রম
সর্বস্ব হারিয়ে স্ট্রোকে আক্রান্ত ইউনুসের যাত্রী ছাউনিতে মানবেতর জীবনযাপন
আদমদীঘিতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে লুম উপ-প্রকল্পের প্রকল্প পরিচিতি কর্মশালা
জয়পুরহাটে তেঘর উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক কে সংবর্ধনা প্রদান
শ্রীপুরে অনুমোদনহীন পশুখাদ্য উৎপাদন: গ্রেজ এগ্রো লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা
ইন্দুরকানী ইউসিসিএ নির্বাচনে ফায়জুল কবির তালুকদার সভাপতি নির্বাচিত
নোয়াখালীতে সাবেক সেনা কর্মকর্তা জায়গা দখল ও হত্যা চেষ্টার অভিযোগ