ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা রিয়ালের!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১০-২০২৫ দুপুর ৪:৪৬

কোচ জাবি আলোনসোর সঙ্গে টানাপোড়েনের মধ্যেই আগামী গ্রীষ্মে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনার আগ্রহ দেখিয়েছে রিয়াল মাদ্রিদ।

বিভিন্ন গণমাধ্যমের দাবি, চলতি মৌসুম শেষেই এ বিষয়ে ভিনির সঙ্গে সমঝোতা সেরে ফেলতে চায় ক্লাবটি। কোচ ও খেলোয়াড়ের মধ্যে কোনো বিরোধ থাকলেও সেটিরও অবসান চায় ক্লাব। যদিও বিষয়টি ক্লাবের একেবারেই অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। 

বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ম্যাচ শেষের ১৮ মিনিট আগে ভিনিসিয়ুসকে মাঠ থেকে উঠিয়ে নেন আলোনসো। এ ঘটনায় ব্রাজিলিয়ান উইঙ্গার মাঠ ছাড়ার সময় কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং সোজা টানেলে চলে যান। পরে টিভি ফুটেজে ধরা পড়ে মাঠ ছেড়ে চলে যাবার সময় ভিনি কোচকে উদ্দেশ্য করে কিছু বলেছেন। অবশ্য কিছুক্ষণ পর ভিনি আবারও বেঞ্চে ফিরে আসেন। 

ওই সময় অনেকটাই ক্ষিপ্ত ভিনি ক্লাব ছাড়ার ইঙ্গিতও দিয়েছিলেন, এমনটাও শোনা গেছে। আর এতেই আলোনসোর সঙ্গে তার উত্তপ্ত সম্পর্কের বিষয়টি ও একইসাথে ক্লাবে তার ভবিষ্যৎ আবারও সামনে চলে আসে। 

এর আগে বছরের শুরুতে ভিনিসিয়াস বেতর বাড়ানোর অনুরোধ জানিয়েছিলেন। যা নিয়ে ক্লাব কর্তৃপক্ষের মধ্যে সমালোচনা তৈরি হয়। অনেকেই ঐ সময় বলেছিলেন ভিনি চুক্তির শর্ত ভঙ্গ করেছেন। যদিও রিয়াল মাদ্রিদ এখনো ব্রাজিলিয়ান তারকা উইঙ্গারের সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে আশাবাদী।

ইঙ্গিত পাওয়া গেছে ২০৩০ সাল পর্যন্ত বার্নাব্যুতে তাকে ধরে রাখার প্রস্তাব আসছে যা আগামী গ্রীষ্মে কার্যকর হবে। তার আগেই আলোনসোর সঙ্গে বিষয়টিও সমাধান করতে চায় রিয়াল। ভিনির সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি আছে। আলোনসোর সাথে সম্পর্কের উন্নতি না হলে ভিনি নিজেই ক্লাব ছেড়ে চলে যাবেন। 

মাঠে ভিনির গুরুত্বের কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব সবকিছু সমাধানের ইঙ্গিত দিয়েছে রিয়াল মাদ্রিদ।

এমএসএম / এমএসএম

টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা

চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস

২ লাল কার্ড ও গোলরক্ষকের গোল, বিধ্বস্ত হয়ে প্লে-অফে অবনতি রিয়ালের

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা বাংলাদেশের

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়

সাবেক শিষ্য ও ক্লাবের বিপক্ষে বাঁচামরার ম্যাচে নামছেন মরিনিয়ো

লজ্জার রেকর্ডে সালাহ, ২০১২ সালের দুঃস্বপ্নে লিভারপুল

পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার

‘ইয়ামাল অন্য গ্যালাক্সির খেলোয়াড়’

সামনে ম্যানইউর আরও বড় পরীক্ষা- কোচের সতর্কবার্তা

জোকোভিচের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা

নাক দিয়ে রক্ত ঝরার পর মেদভেদেভকে উড়িয়ে দিলেন টিয়েন

বিশ্বকাপ বয়কট করলে নিষেধাজ্ঞাসহ কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!