অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা
বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক থাকেন দুইজন। গত ৬ অক্টোবর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের পর এনএসসি যে দুজনকে মনোনয়ন দেয়, তাদের একজন ইসফাক আহসানকে নিয়ে সেদিনই বিতর্ক তৈরি হয়। পরে রাতেই সরিয়ে দেওয়ার কথা জানায় এনএসসি।
পরের দিন বোর্ড সভার পর ক্রিকেটাঙ্গনে আলোচনা হয় ইসফাকের পরিবর্তে করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা বিসিবি পরিচালক। বিসিবির পরিচালক হতে হলে কাউন্সিলর হতে হয়। সেই কাউন্সিলর আবার বোর্ডর অনুমোদন প্রয়োজন। রুবাবা এত দিন বিসিবির কাউন্সিলরই ছিলেন না। আজ জাতীয় ক্রীড়া পরিষদ ইশফাকের পরিবর্তে রুবাবাকে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে।
সাধারণত কাউন্সিলর বোর্ড সভায় অনুমোদন হয়। এরপর পরিচালক হিসেবে মনোনয়ন দেয় এনএসসি। সেটাও বোর্ড সভায় অনুমোদন প্রয়োজন। এবার কাউন্সিলর ও পরিচালক দুটোই একসঙ্গে মনোনয়ন দিয়েছে। বোর্ড সভায় কাউন্সিলর অনুমোদন দেয়ার পর পরিচালক অনুমোদন দিলে আজকের সভাতেই রুবাবা যোগ দিতে পারবেন।
আজ এনএসসির চিঠিতে ইসফাক আহসান ‘পদত্যাগ করেছেন’ বলে উল্লেখ করা হয়। এদিন এনএসসি পরিচালক (ক্রীড়া) মোঃ আমিনুল এহসান সাক্ষরিত ভিন্ন দুই চিঠিতে কাউন্সিলর ও পরিচালক মনোনয়ন দেয়া হয়। নিশ্চিত করা হয়েছে। চিঠিতে এম ইশফাক আহসানের বদলে কাউন্সিলর ও পরিচালক হিসেবে মনোনয়ন দেয়া হয়। যদিও বিগত সময়ে এনএসসি পৃথক দিনে পৃথক এমন চিঠি দিয়েছে। আজ বোর্ড সভা উপলক্ষে একই দিন দুই চিঠি ইস্যু করেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের দায়িত্ব ছিলেন ২৪ পরিচালক। নতুন করে আজ পরিচালক হচ্ছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। রুবাবা দৌলা বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন।
এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো টেলিকম খাতের প্রতিষ্ঠানে শীর্ষ পদে কর্মরত ছিলেন। প্রসঙ্গত, ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত রুবাবা বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।
এমএসএম / এমএসএম
'জেতার জন্য যত দরকার সেই রান করবে বাংলাদেশ'
মেসিকে আর্জেন্টিনার জার্সি পরানোর নেপথ্য নায়ক আর নেই
সতীর্থকে চড় মেরে লাল কার্ড: ওল্ড ট্র্যাফোর্ডে এভারটন তারকার অবিশ্বাস্য কাণ্ড
ছন্দে ফেরার আগেই বড় ধাক্কা: আবারও ইনজুরিতে নেইমার
নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, যা বললেন রুবাবা
সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল
মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ
পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন
বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে
বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা
হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া
জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের