ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-১১-২০২৫ বিকাল ৫:৩৯

বাংলাদেশ ক্রিকেট এখন পুরোটাই মিরপুর কেন্দ্রিক। দুই দশক আগেও বাংলাদেশের ক্রিকেট ছিল জাতীয় স্টেডিয়ামে। বিসিবির অফিসও ছিল পল্টনস্থ জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে। বিসিবির সেই পুরনো অফিস এখন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির নতুন কার্যালয়। আজ দুপুরে ক্রীড়া লেখক সমিতির নতুন ঘরের উদ্বোধন করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবি সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বলেন, 'যখন ক্রিকেট খেলতাম তখন ক্রীড়া লেখক সমিতির অফিস পেরিয়ে বিসিবি যেতাম। এখানে আমাদের ক্রিকেটের অনেক স্মৃতি। এই অফিস এখন আপনাদের হলেও আমাদের মাঝে মধ্যে ডাকবেন, নস্টালজিক হতে চাই। আপনাদের নতুন পথযাত্রা শুভকামনা।'

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, 'ক্রীড়া লেখক সমিতিকে ধন্যবাদ জানাই এমন উদ্যোগ গ্রহণ করায়। আমরা আশা করি ক্রীড়া লেখক সমিতির মাধ্যমে একদিন ক্রীড়া জাদুঘরও হবে। বাফুফে ক্রীড়া সাংবাদিকদের পাশে রয়েছে।'

দেশের সকল ক্রীড়া ফেডারেশন/এসোসিয়েশনের মতো ক্রীড়া সাংবাদিকদের সংগঠনের অফিসও জাতীয় ক্রীড়া পরিষদের বরাদ্দ দেয়া। ২০২৪ সালের শেষের দিকে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির পুরনো অফিসকে বাংলাদেশের ক্রীড়া লেখক সমিতির নতুন কার্যালয় হিসেবে অনুমোদন দেয়। বিসিবির পুরনো অফিস ছিল জরাজীর্ণ। সেটা ক্রীড়া লেখক সমিতির আধুনিক অফিসে রুপান্তর করতে সহায়তা করেছে রেডিয়্যান্ট গ্রুপ।

বাফুফে সহ-সভাপতি ও রেডিয়্যান্ট গ্রুপের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী বলেন, 'ক্রীড়া সাংবাদিকরা ক্রীড়ার বড় অংশ। ক্রীড়া সাংবাদিক সংগঠনের এমন কর্মকাণ্ডের সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত।' ক্রীড়া লেখক সমিতির সভাপতি রেজওয়ান উজ জামান বলেন, 'ক্রীড়া লেখক সমিতি সাংবাদিকদের পেশাগত উন্নয়নের জন্য ফুটবল, ক্রিকেটের জন্য এএফসি, আইসিসির অধীনে কর্মশালা আয়োজন করবে। সাংবাদিকতা অনেক অনিশ্চয়তা পেশা। এজন্য আমরা বড় অঙ্কের কল্যাণ তহবিল করার চেষ্টা করছি। এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।'

ক্রীড়া লেখক ও সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। ১৯৬২ সালে এই সংগঠন প্রতিষ্ঠা হয়। প্রথম কার্যনির্বাহী কমিটির ৯ সদস্যের মধ্যে ইকরামউজ্জামান ও আব্দুল তৌহিদ শুধু জীবিত রয়েছেন। আজকের অনুষ্ঠানে ইকরামউজ্জামান বলেন, 'আমরা সবাই সংস্কার, সংস্কার করছি কিন্তু ক্রীড়া লেখক সমিতি প্রকৃত সংস্কার করছে। সমিতি ধীরে ধীরে অনেক উঁচু পর্যায়ে নিয়েছি। আজকের অবস্থানের জন্য আমরা সবাই গর্বিত।' ক্রীড়া লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সভাপতিকেও বিশেষ সম্মাননা জানানো হয়েছে আজকের অনুষ্ঠানে। 

ক্রীড়া লেখক ও সাংবাদিকদের তিনটি সংগঠন। ক্রীড়া লেখক সমিতির নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের নেতৃবৃন্দ ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানায়। সাবেক খেলোয়াড়, সংগঠক, বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা আজ সমিতির নতুন অফিস যাত্রায় শুভকামনা জানাতে এসেছিলেন। 

এমএসএম / এমএসএম

১১ ক্রিকেটারকে ছেড়ে দিলো চেন্নাই

ছোট ইনিংসেও রেকর্ড পান্তের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান

শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক

সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি