আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!
২০২৫ সালের শেষ আন্তর্জাতিক সফরের দলে থাকছেন না আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে জানা গেছে, চলতি নভেম্বরে একমাত্র প্রীতি ম্যাচের দলে থাকছেন না মার্টিনেজ। যদিও দেশটির ফেডারেশন এখনো আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করেনি।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে কদিন আগেই। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচে চোখ দলগুলোর। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা গত অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলেছে। চলতি নভেম্বরে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসিরা। প্রতিপক্ষ হিসেবে থাকছে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা। আগামী ১৪ নভেম্বর লুয়ান্ডায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। যেখানে মার্টিনেজের জায়গায় অন্য একজন গোলরক্ষক সুযোগ পাবেন।
টিওয়াইসি জানিয়েছে, মার্টিনেজকে স্কোয়াডের বাইরে রাখার সিদ্ধান্ত কোচ লিওনেল স্ক্যালোনির নির্দেশেই। আর্জেন্টিনার কোচ নাকি নিজেই বিশ্বকাপজয়ী এই গোলরক্ষককে জানিয়ে দিয়েছেন যে তিনি এবারের ফিফা উইন্ডোতে থাকছেন না। প্রথমে আলিকান্তে (যেখানে দল ক্যাম্প করবে), এরপর আফ্রিকা সফরেও না। স্কালোনির উদ্দেশ্য, তরুণ গোলরক্ষকদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া।
মার্টিনেজকে যে দলের অপরিহার্য অংশ হিসেবে দেখা হয়, তা বলার অপেক্ষা রাখে না। ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপের জন্য তিনি দলের প্রথম পছন্দের গোলরক্ষকও তিনি। তাই কোচিং স্টাফ চায়, তাকে কিছুটা বিশ্রাম দিয়ে বদলি গোলরক্ষকদের পরখ করতে।
অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচে প্রথম একাদশে নামতে পারেন ওয়াল্টার বেনিতেজ। পিএসভি ছাড়ার পর তিনি এখন ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসে যোগ দিয়েছেন। প্রিমিয়ার লিগে নিয়মিত না হলেও লিগ কাপের দুটি ম্যাচে খেলেছেন তিনি। দলে থাকছেন আরও দুই গোলরক্ষক—জেরোনিমো রুলি ও ফাকুন্দো কামবেসেস। রেসিং ক্লাবের এই কামবেসেসের সম্প্রতি যুক্তরাষ্ট্রে পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়েছে।
Aminur / Aminur
নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি
আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!
এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের
বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন
বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা
ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল
‘চোকার্স’ তকমা কি এবার দক্ষিণ আফ্রিকার মেয়েদেরও?
অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা
ক্রিকেটারদের হোটেলে রেখে উধাও টুর্নামেন্ট আয়োজকরা, সবার পারিশ্রমিক বকেয়া
টানা তিন হারের পরও যেভাবে শিরোপা জয়, যা বললেন ভারতীয় অধিনায়ক
ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?
কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের ‘প্রথম’ মুকুট