ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২৫ বিকাল ৭:০

গত মাসে লামিনে ইয়ামালকে নিয়ে টানাটানি হয়েছিল বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের মাঝে। চোট থেকে ফেরা এই তরুণ তারকাকে বিশ্রামে রাখতে জাতীয় দলের জন্য ছাড়তে চায়নি বার্সা। তবুও স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ইয়ামালকে নিয়ে স্কোয়াড সাজান। পরমুহূর্তেই ইনজুরির কারণে ছিটকে পড়েন ১৮ বছর বয়সী এই তারকা। আরও একবার জাতীয় দলের ম্যাচের আগে তিনি চোটে পড়েছেন।
নভেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে ২০১০ আসরের চ্যাম্পিয়নরা। ১৫ নভেম্বর জর্জিয়া এবং ১৮ নভেম্বর স্পেনের প্রতিপক্ষ তুরস্ক। যার জন্য গত সপ্তাহে ঘোষিত স্কোয়াডে ইয়ামালকে রেখেছিলেন স্প্যানিশ কোচ। কিন্তু গতকাল (সোমবার) বার্সেলোনায় কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়েছে তাকে, যা রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) অজানা ছিল। পরবর্তীতে তারা জানতে পারে কুঁচকির চোটের কারণে ইয়ামালকে ৭-১০ দিনের মতো বিশ্রামে থাকবে হবে।
স্প্যানিশ চ্যাম্পিয়নদের পক্ষ থেকে বিষয়টি আগে না জানানোয় অবাক হয়েছে স্পেন, পরবর্তীতে চোটের কথা জানানোয় তারা ইয়ামালকে বার্সায় ফেরার অনুমোদন দিয়েছে। আরএফইএফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘সোমবার জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। আর এদিনই কুঁচকিতে চোটের অস্বস্তি নিয়ে “রেডিওফ্রিকুয়েন্সি প্রসিডিওর”-এর মধ্য দিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে আমরা আশ্চর্য ও উদ্বিগ্ন। জাতীয় দলের মেডিক্যাল বিভাগকে না জানিয়েই এই প্রক্রিয়া মানা হয়েছে, পরবর্তী প্রতিবেদনে জানা গেছে তাকে ৭-১০ দিনের বিশ্রামে থাকতে হবে।’
বার্সেলোনার এই কর্মকাণ্ডে উদ্বেগ ও হতাশা প্রকাশ করলেও ইয়ামালের স্বাস্থ্য বিবেচনায় তাকে ছাড়তে বাধ্য বলেও জানিয়েছে আরএফইএফ, ‘এই পরিস্থিতি এবং খেলোয়াড়ের স্বাস্থ্যের বিষয় প্রাধান্য দিয়ে তারা নিরাপত্তা এবং মঙ্গল কামনা থাকে সব সময়। ফলে বর্তমান (স্পেন জাতীয় দলের) স্কোয়াড থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে।’
এদিকে, অক্টোবর উইন্ডোতেও ইয়ামালকে নিয়ে টানাটানির মাঝেই তাকে জাতীয় দলের স্কোয়াডে যুক্ত করেন কোচ লা ফুয়েন্তে। সম্প্রতি তার চোটের বিষয়টি ফের সামনে আসার পর বার্সা কোচ হ্যান্সি ফ্লিক খেলোয়াড়দের স্বাস্থ্যগত বিষয়ে স্পেন জাতীয় দলের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তোলেন। যা নিয়ে অবশ্য প্রতিক্রিয়া দেখাননি স্পেন কোচ। সবমিলিয়ে দুই দফায় পড়া চোটে স্পেনের হয়ে দুটি বিশ্বকাপ বাছাই এবং বার্সেলোনার পাঁচটি ম্যাচ মিস করেছেন ইয়ামাল। নতুন করে স্প্যানিশদের আসন্ন দুটি গুরুত্বপূর্ণ ম্যাচেও তিনি থাকছেন না।
প্রথমবার এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলে দাবি লা ফুয়েন্তের, ‘আমি আগে কখনোই এমন অভিজ্ঞতার মুখে পড়িনি। তাই বিষয়টি স্বাভাবিক মনে করছি না। অবশ্যই আমি অবাক হয়েছি, সবার ক্ষেত্রে একই অবস্থান। আপনি কিছুই শোনেননি, কোনো বিস্তারিত বিষয়ও জানেন না। এরপরই যখন হঠাৎ করে স্বাস্থ্য এবং ফিটনেস ইস্যু আসে…আমি অবশ্যই অবাক হবেন।’
২০২৬ বিশ্বকাপের আসর বসবে ‍যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। আসন্ন দুই ম্যাচে স্পেন দুই পয়েন্ট পেলেই মেগা টুর্নামেন্টটির টিকিট নিশ্চিত করবে। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে এই মুহূর্তে দে লা ফুয়েন্তের স্পেন ‘ই’ গ্রুপের শীর্ষে আছে। চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট পেয়েছে তারা। দুইয়ে থাকা তুরস্কের পয়েন্ট ৯। ৩ পয়েন্ট নিয়ে তিনে জর্জিয়া। তলানিতে থাকা বুলগেরিয়া এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

 

 

Aminur / Aminur

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের