ঢাকা রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

নাইট রাইডার্সের একাদশে ফিরছেন সাকিব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৯-২০২১ দুপুর ১১:৫৪

করোনা ভাইরাস মহামারীর কারণে স্থগিত হওয়ার আগে আইপিএলের চলতি আসরে সাত ম্যাচ খেলেছিলো কলকাতা নাইট রাইডার্স। সেই সাত ম্যাচের চারটিতে বাইরেই বসে থাকতে হয়েছিল বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। চিত্র বদলায়নি আরব আমিরাতে শুরু হওয়া আইপিএলের বাকি অংশেও। কলকাতার প্রথম তিন ম্যাচে মাঠে নামানো হয়নি সাকিবকে। তবে আজ (মঙ্গলবার) শারজাহতে শেষ হচ্ছে অপেক্ষা। দুর্দান্ত ফর্মে থাকা দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে ম্যাচে কলকাতা একাদশে ফিরছেন সাকিব।

মূলত এই পরিবর্তনটি আনতে বাধ্য হচ্ছে কলকাতা। কেননা চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আগের ম্যাচটিতে বাউন্ডারি বাঁচানোর চেষ্টায় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন দলের মারকুটে অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তাকে ছাড়াই এবার দিল্লির বিপক্ষে নামতে হবে কলকাতার।

রাসেলের লাইক ফর লাইক খেলোয়াড় হিসেবে আরেক পেস বোলিং অলরাউন্ডার বেন কাটিং রয়েছেন কলকাতার স্কোয়াডে। কিন্তু শারজাহর উইকেটের ধীরগতির কারণে স্পিনিং অলরাউন্ডার সাকিবকেই বেছে নেয়ার সম্ভাবনা বেশি কলকাতার।

এখন পর্যন্ত দশ ম্যাচ খেলে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান করছে কলকাতা। নিজেদের শেষ দুই ম্যাচেই হেরেছে তারা। অন্যদিকে সমান ম্যাচে টেবিল টপার চেন্নাইয়ের সমান ১৬ পয়েন্ট দিল্লির। নেট রানরেটে পিছিয়ে থাকায় দুই নম্বরে রয়েছে তারা।

নিজেদের শেষ ম্যাচে তিন বিদেশি নিয়ে খেলেছে দিল্লি এবং হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। তবে কলকাতার বিপক্ষে চতুর্থ বিদেশি হিসেবে যোগ দিতে পারেন স্যাম বিলিংস। কিন্তু তিনি কোয়ারেন্টাইন থেকে বের হয়েছেন সোমবার সকালে। তাই একপ্রকার অনিশ্চয়তা রয়েই গেছে।

কলকাতার সম্ভাব্য একাদশ : শুবমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, সাকিব আল হাসান, নিতিশ রানা, ইয়ন মরগ্যান, দীনেশ কার্তিক, সুনিল নারিন, লকি ফার্গুসন, প্রাসিদ কৃষ্ণা ও বরুন চক্রবর্তী।

দিল্লির সম্ভাব্য একাদশ : পৃথ্বি শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, ললিত যাদব, শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, এনরিচ নর্টজে ও আভেশ খান।

জামান / জামান

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন