বাংলাদেশ-ভারত ম্যাচে সেই ‘বিতর্কিত’ রেফারি
গত জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ হেরে যায় ২-১ গোলে। সেই ম্যাচের ফল ভিন্ন হতে পারতো, যদি রেফারি ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টির বাঁশি বাজাতেন। পয়েন্ট হারানোর সেই বেদনা থেকে বাংলাদেশের দর্শক সমর্থকরা ক্ষোভে ফেটে পড়ে রেফারির বিরুদ্ধে। বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে যখন উত্তেজনায় কাঁপছে দেশের ফুটবল প্রেমীরা, তখন জানা গেল- সেই বিতর্কিত রেফারি এই ম্যাচেও থাকছেন।
বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচের বাঁশি থাকবে ফিলিপাইনের রেফারি ক্লিফোর্ড পোস্তানিসের গলায়। তিনি ২০১৪ সাল থেকে ফিলিপাইনে ফিফা রেফারি হিসেবে রয়েছেন। ২০২৫ সালে ফিলিপাইনের ফিফা রেফারি ব্যাজ পাওয়াদের মধ্যে ক্লিফোর্ডই সবচেয়ে সিনিয়র।
রেফারির পাশাপাশি দুই সহকারী রেফারিও ফিলিপাইনের। নানোলা ক্রিজমার্ক ২০১৭ ও লাচিচা জিওভানি ২০১৮ সাল থেকে ফিফা সহকারী রেফারি হিসেবে তালিকাভুক্ত। আজকের ম্যাচ পরিচালনায় সরাসরি থাকা তিন জনই বেশ অভিজ্ঞতা সম্পন্ন। এই তিনজনই ছিলেন সেই সিঙ্গাপুর ম্যাচে।
সেই ম্যাচের ৯৩তম মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমকে ডিবক্সের ভেতরে সিঙ্গাপুরের ইরফান নাজিব পেছন থেকে স্লাইডিং ট্যাকেল করেছিলেন। কিন্তু পেনাল্টির সিদ্ধান্ত না দিয়ে বিতর্কের মুখে পড়েন তিনি। পেনাল্টি দিলে ম্যাচের ফল পাল্টে যেতে পারতো।
রেফারিদের ভুল-ত্রুটি কিংবা পর্যবেক্ষণের জন্য একজন অ্যাসেসর থাকেন। বাংলাদেশ-ভারত ম্যাচে অ্যাসেসর হিসেবে এসেছেন জর্ডানের নাসের মোস্তফা। সাবেক ফিফা রেফারিরাই অ্যাসেসের দায়িত্ব পালন করেন। ম্যাচের সার্বিক ব্যবস্থাপনা ম্যাচ কমিশনারের ওপর। মিয়ানমারের সি থু উইন ম্যাচ কমিশনার হিসেবে এসেছেন।
বাংলাদেশ-ভারত ম্যাচের চতুর্থ রেফারি দক্ষিণ এশিয়া থেকেই। শ্রীলঙ্কার কাশুন লাকমাল এই দায়িত্ব পালন করবেন। তিনি ১৩ নভেম্বর ঢাকায় বাংলাদেশ-নেপাল ম্যাচে রেফারিং করেছিলেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ম্যাচগুলোতে চতুর্থ রেফারিও আলোচনায় আসছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সিদ্ধান্তীহনতার কারণে। এতে ফুটবলার বদলে বিলম্ব হয়। সিঙ্গাপুর ম্যাচে হামজা এজন্য বিরক্তি প্রকাশ করেছিলেন।
এমএসএম / এমএসএম
চার হারে আট ধাপ পেছাল ঋতুপর্ণারা
এক সিরিজে দুই সেঞ্চুরি করেও বেতন কমছে কোহলির
রিয়ালের পরাজয়ে ঝুঁকিতে আলোনসোর চাকরি, যা বলছেন কোচ-ফুটবলাররা
বার্নাব্যুতে রিয়ালকে হারাল ম্যানসিটি
জামাল ভূঁইয়ার কাছ থেকে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী
একের পর এক ক্যাচ মিস, হেরেই গেলো বাংলাদেশ
পিছিয়ে পড়া বার্সেলোনাকে জোড়া গোলে জেতালেন কুন্দে
বিশ্বকাপের আগে ব্রাজিলের নরওয়ে পরীক্ষা!
সান্তোসকে বাঁচিয়ে হাঁটুর অস্ত্রোপচারের অপেক্ষায় নেইমার
পর্তুগালকে হারিয়ে প্রথম বিশ্বকাপ ব্রাজিলের
বিশ্বকাপে বাংলাদেশের রৌপ্য-ব্রোঞ্জ
অবশেষে বিয়ে ভেঙেই দিলেন স্মৃতি মান্দানা