রোহিতকে সরিয়ে শীর্ষে মিচেল, শান্ত-জয়ের উন্নতি
ওয়ানডে র্যাংকিংয়ের এক নম্বর ব্যাটারের মর্যাদা হারালেন ভারতের রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চমৎকার সেঞ্চুরিতে তার জায়গা নিলেন ড্যারিল মিচেল। নিউজিল্যান্ড ব্যাটার তার ক্যারিয়ারে প্রথমবার শীর্ষস্থানে বসলেন। তিনি দ্বিতীয় নিউজিল্যান্ডার হিসেবে এই কীর্তি গড়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সপ্তম সেঞ্চুরি করেন মিচেল। ১১৮ বলে ১১৯ রানের ইনিংসে ছিল ১২ চার ও ২ ছয়। তাতে ১৯৭৯ সালে শীর্ষে ওঠা কিউই গ্রেট গ্লেন টার্নারের পর এক নম্বর ব্যাটার হলেন তিনি।
এদিকে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতকে অস্বস্তিকর হারের স্বাদ দিয়ে র্যাংকিংয়ে উন্নতি করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। তাদের অধিনায়ক টেম্বা বাভুমা প্রথমবার শীর্ষ পাঁচে উঠেছেন। ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি ৫৫ রান করেন। দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে সেঞ্চুরি করে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চার ধাপ এগিয়ে ৩৪তম। ১১৪ বলে ১৪ চারে ১০০ রান করেন তিনি। ১৭১ রান করেছেন মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় টেস্ট শতক হাঁকিয়ে ১৯ ধাপ এগিয়ে ৭৪ নম্বরে উঠেছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজ জয়ের পর উন্নতি হয়েছে ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের, পাঁচ ধাপ করে এগিয়ে যথাক্রমে ২২ ও ২৬তম তারা।
তিন ম্যাচ সিরিজে ৩-০ তে এশিয়ান প্রতিদ্বন্দ্বীকে হারানোর পর পাকিস্তানের বোলারদেরও উন্নতি হয়েছে। স্পিনার আবরার আহমেদ ১১ ধাপ লাফিয়ে নয়ে এবং হারিস রউফ পাঁচ ধাপ এগিয়ে ২৩তম। আগের মতোই বোলারদের তালিকায় এক নম্বরে আফগাস্তিানের রশিদ খান।
Aminur / Aminur
মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে বাংলাদেশের ৪৭৬
১৪ মাস পর লিটনের সেঞ্চুরি, চারশ’র পথে বাংলাদেশ
ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন রেকর্ড গড়লেন ক্যারিবীয় অধিনায়ক
রোহিতকে সরিয়ে শীর্ষে মিচেল, শান্ত-জয়ের উন্নতি
মুশফিকের শততম টেস্টকে ‘অবিশ্বাস্য অর্জন’ বললেন পন্টিং
‘লজ্জার’ হার আখ্যা ভারতীয় গণমাধ্যমের, সমর্থকরা বলছেন ভারত ‘শেষ’!
তিউনিসিয়ার সঙ্গেও জিততে পারলো না ব্রাজিল
হামজা ইংল্যান্ডের পথে, সিলেটে সামিত
২২ বছর পর বাংলাদেশের ভারত বধ
দুই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল ও হংকং যাচ্ছে হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাব
বাংলাদেশ-ভারত ম্যাচে সেই ‘বিতর্কিত’ রেফারি
বাংলাদেশ বনাম ভারত : কে এগিয়ে, কারা ফর্মে?