ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-১১-২০২৫ বিকাল ৫:১২

পেসারদের স্বর্গে ব্যাট হাতে চিরাচরিত বিধ্বংসী রূপে হাজির হলেন ট্রাভিস হেড। ইতিহাস গড়ে মাত্র ৬৯ বলে সেঞ্চুরি করলেন অজি ওপেনার। যতক্ষণে আউট হলেন, তখন আর ইংল্যান্ডের জন্য কিছু বাকি রইলো না। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের বড় জয় পেল অস্ট্রেলিয়া। সেটিও আবার টেস্টের মাত্র দ্বিতীয় দিনে।

অস্ট্রেলিয়া–ইংল্যান্ডের ঐতিহ্যবাহী অ্যাশেজের ইতিহাসে দুই দিনের মধ্যে কেউ টেস্ট হারল ১০৪ বছর পর। ১৯২১ সালের মে মাসে নটিংহামে অস্ট্রেলিয়া দুই দিনে জিতেছিল ১০ উইকেটে। এবার অজিরা জিতল ৮ উইকেটে। 

২০৫ রানের টার্গেট তাড়ায় অস্ট্রেলিয়া খরচ করেছে মোটে ২৮ দশমিক ২ ওভার। উইকেটের পতন হয়েছে মাত্র দুটি। ১৬টি চার ও ৪টি ছক্কার মারে মাত্র ৮৩ বলে ১২৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন হেড। ৪৯ বলে ৫১ রানে অপরাজিত থাকলেন মার্নাস লাবুশেনে। 

অ্যাশেজ সিরিজের প্রথম তথা পার্থ টেস্ট যেন রূপ নিয়েছিল পেসারদের লড়াইয়ে। অ্যাশেজের ইতিহাসে প্রথমবার প্রথম দিনেই ১৯টি উইকেট পড়ার নজির গড়ে পার্থ টেস্ট। সদ্য শেষ হওয়া টেস্টে বোলাররা কতটা রাজত্ব করছে, তা প্রথম বাক্যেই অনুমান করা যায়। দুই ইনিংসে যথাক্রমে ১৭২ ও ১৬৪ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড। তবে প্রথম ইনিংসের লিড মিলিয়ে তাদের পুঁজিটা দাঁড়ায় ২০৫ রানের।প্রথম ইনিংসে মাত্র ১৩২ রানে অলআউট হয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। ফলে ইংলিশরা যখন দ্বিতীয় ইনিংস শেষ করল, স্টিভেন স্মিথদের সামনে দুইশ পেরোনো লক্ষ্য কঠিনই মনে হয়েছিল। কিন্তু সব হিসাব বদলে দিয়েছেন উসমান খাজার জায়গায় ওপেন করতে নামা ট্রাভিস হেড। ব্যাট হাতে তার চিরাচরিত আগ্রাসী রূপই দেখা গেল প্রথম ইনিংসে গতির ঝড় তোলা আর্চার-কার্স-স্টোকসের সামনে।

মাত্র ৬৯ বলে সেঞ্চুরি করলেন হেড। টেস্ট ইতিহাসে রান তাড়ায় এর চেয়ে কম বলে সেঞ্চুরি কারও নেই। এ ছাড়া টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন হেড। ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫৭ বলে ম্যাজিক ফিগার ছুঁয়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। সাবেক এই তারকা ওপেনারের সেই সেঞ্চুরি অজিদের হয়ে টেস্টে সবচেয়ে দ্রুততম। এর আগে ১৯২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার জ্যাক গ্রেগরি সেঞ্চুরি করেন ৬৭ বলে। এ ছাড়া ডেভিড ওয়ার্নার ২০১২ সালে টেস্টে তিন অঙ্কের মাইলফলকে পৌঁছান ৬৯ বলে। তার সমান বল খেলে পার্থে টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি করলেন হেড।

হেড অবশ্য ইতিহাস গড়েছেন ৪টি ছক্কা হাঁকিয়ে। অ্যাশেজে টেস্টের এক ইনিংসে ন্যূনতম চারটি ছক্কা হাঁকানোর নজির নেই আর কোনো ওপেনারের। রোমাঞ্চকর এই লড়াইয়ের ১৪৩ বছরের ইতিহাসে হেড প্রথম এই কীর্তি গড়লেন। চতুর্থ ইনিংসে বোলারদের স্বর্গভূমিতে দাঁড়িয়ে এমন সেঞ্চুরি হয়তো টেস্ট ইতিহাসেও স্মরণীয় এক ইনিংস হয়ে থাকবে। ৩১ বছর বয়সী এই ব্যাটারের আগ্রাসনে ম্যাচের মোমেন্টাম পুরোপুরি বদলে গেছে। জয়ের নাগাল পেয়ে যায় অস্ট্রেলিয়া।

অবশ্য সেঞ্চুরির পর দলের জয় পর্যন্ত আর টিকতে পারেননি। ব্রাইডন কার্সের বলে উড়িয়ে মারতে গিয়ে হেড ওলি পোপকে ক্যাচ দিয়েছেন। অভিষিক্ত ওপেনার জ্যাক ওয়েদারল্ডের সঙ্গে ৭৫ এবং ওয়ান ডাউনে নামা মার্নাস লাবুশেনের সঙ্গে ১১৭ রানের জুটি গড়েছিলেন হেড। তার বিদায়ের পর স্টিভ স্মিথকে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন লাবুশেনে। 

হেড শো’য়ের আগ পর্যন্ত দাপট ছিল বোলারদেরই। ম্যাচের প্রথম দিন ১৯ উইকেট পড়া পার্থে দ্বিতীয় দিন চা পানের বিরতির আগে পড়ে ১১ উইকেট। শনিবার সকালে নাথান লায়নকে (৪) আউট করে দলকে প্রথম ইনিংসে এগিয়ে দেন কার্স। সেই সুবিধা খুব একটা কাজে লাগাতে পারেননি ইংলিশ ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসেও বড় রান পাননি ইংল্যান্ডের কোনো ব্যাটার। সর্বোচ্চ গাস অ্যাটকিনসনের ৩৭। ওপেনার জ্যাক ক্রলি দ্বিতীয় ইনিংসেও শূন্য। বেন ডাকেট (২৮) এবং অলি পোপ (৩৩) কিছুটা লড়াই করেন দ্বিতীয় উইকেটের জুটিতে। ওঠে ৬৫ রান। ব্যর্থ জো রুট (৮), হ্যারি ব্রুক (০), স্টোকস (২)। ১ উইকেটে ৬৫ থেকে ইংল্যান্ড ৮৮ রানে ৬ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে ইংল্যান্ডকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয় অ্যাটকিনসন এবং কার্সের লড়াই। কার্স করেন ২০ রান। অষ্টম উইকেটের জুটিতে তারা যোগ করেন ৫০ রান।

দ্বিতীয় ইনিংসে স্টার্কের ৫৫ রানে ৩ উইকেট। ম্যাচে ১০ উইকেট তার। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সফলতম বোলার অবশ্য স্কট বোল্যান্ড। তিনি ৩৩ রানে ৪ উইকেট নেন। ৫১ রানে ৩ উইকেট ব্রেনডন ডগেটের।

এমএসএম / এমএসএম

মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ

পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন

বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে

বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা

হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া

জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের

১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০

নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ব্যাটে-বলে দাপট বাংলাদেশের, ফলো অনের শঙ্কায় আইরিশরা

মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে বাংলাদেশের ৪৭৬

১৪ মাস পর লিটনের সেঞ্চুরি, চারশ’র পথে বাংলাদেশ

ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন রেকর্ড গড়লেন ক্যারিবীয় অধিনায়ক

রোহিতকে সরিয়ে শীর্ষে মিচেল, শান্ত-জয়ের উন্নতি