ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

রুক্মিণীর জন্য পাত্র চেয়ে পোস্টার, শহরজুড়ে কৌতূহল!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-১১-২০২৫ দুপুর ১১:৭

ওপার বাংলার কলকাতা শহরের বিভিন্ন ওলিতে গলিতে ঝুলছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ছবি-সহ ‘পাত্র চাই’ লেখা পোস্টার। হঠাৎ এমন পোস্টার দেখে এতে পথচারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়। সেই পোস্টারে সাদা-কালো পোস্টারে বড় করে লেখা ‘পাত্র চাই’, পাত্রের যোগ্যতার বিস্তারিত বিবরণও দেওয়া।
প্রথমে অনেকেই ভেবেছিলেন, রুক্মিণীর ব্যক্তিগত জীবনের বিষয়ে এটি কোনো ঘোষণা। কিন্তু পোস্টারের মালিক হিসেবে উল্লেখ করা হয়েছে দীপক চক্রবর্তীর নাম! প্রশ্ন ওঠে, কে এই দীপক চক্রবর্তী? পরে জানা যায়, অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীর চরিত্রের নাম এটি!
এতে খানিকটা ধোঁয়াশা কাটে। জানা যায়, এটি রুক্মিণী অভিনীত আসন্ন সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’–র প্রচারণার অংশ।
ভারতীয় গণমাধ্যমের খবর, সেই সিনেমায় রুক্মিণীর বাবার চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিত। তার চরিত্রই অনস্ক্রিন মেয়ের জন্য ‘পাত্র খুঁজছেন’, এ ধারণা থেকেই এই ব্যতিক্রমী প্রচারণা।
‘হাঁটি হাঁটি পা পা’–র টিম জানিয়েছে,  প্রচারের ধরন বদলে যাওয়ায় এখন দর্শকের দৃষ্টি আকর্ষণে নতুন পদ্ধতির আশ্রয় নিতে হয়। সেই কারণে শহরজুড়ে লাগানো হয়েছে এমন পোস্টার, যা দেখে অনেকে থমকে দাঁড়াচ্ছেন, কেউ কেউ আবার মোবাইলে খুঁজে দেখছেন, ‘রুক্মিণীর বিয়ে কবে?’, এমনকি কেউ কেউ বিভ্রান্তও হচ্ছেন। দর্শকপ্রতিক্রিয়া থেকেই টিম ধারণা করছে, প্রচারণা সফল হয়েছে।
বাংলা ছবির প্রচারে আগে এমন ব্যতিক্রমী কৌশল দেখা গেলেও সবসময় ইতিবাচক প্রতিক্রিয়া মেলেনি। তবে এবার প্রচারণা নিয়ে দর্শকদের আগ্রহ লক্ষ করা যাচ্ছে।
বাবা-মেয়ের সম্পর্কের টানাপড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘হাঁটি হাঁটি পা পা’। ছবিটি পরিচালনা করেছেন অর্ণব মিদ্যা। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অঞ্জনা বসুও। আগামী ২৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

Aminur / Aminur