ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ছন্দে ফেরার আগেই বড় ধাক্কা: আবারও ইনজুরিতে নেইমার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-১১-২০২৫ দুপুর ১০:৫১

যখনই মনে হচ্ছিল তিনি নিজের চেনা ছন্দে ফিরছেন, ঠিক তখনই আবারও আঘাত হানল দুর্ভাগ্য। ইনজুরির কারণে আবারও মাঠের বাইরে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তার বর্তমান ক্লাব সান্তোস নিশ্চিত করেছে যে, পোর্তো অ্যালেগ্রির বিপক্ষে রেলিগেশন এড়ানোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।
মিরাসোলের বিপক্ষে গত ম্যাচটি নেইমারের জন্য ছিল এক নাটকীয় অভিজ্ঞতার নাম। সেই ম্যাচে গোল করে প্রথমে দলের নায়ক বনে গিয়েছিলেন, কিন্তু পরে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়ে বনে যান খলনায়ক। ওই ম্যাচেই বাম হাঁটুতে নতুন করে চোট পান তিনি। 
ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, দুই বছর আগে যেই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল, সেখানেই আবার সমস্যা অনুভব করছেন এই ফরোয়ার্ড। তাই মৌসুমজুড়ে তাকে পর্যবেক্ষণে রাখা ক্লাবের মেডিকেল টিম এই মুহূর্তে কোনো ঝুঁকি নিতে চাইছে না।
সান্তোসে ফিরে আসার পর থেকে এখনো নিজের সেরাটা দিতে পারেননি নেইমার। ইনজুরির কারণে এর মধ্যেই চলতি মৌসুমে ২৪টি ম্যাচ মিস করেছেন তিনি। তার এই অনুপস্থিতি সান্তোসের জন্য বড় এক ধাক্কা। লিগ টেবিলে ৩৭ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে ধুঁকছে দলটি, যা রেলিগেশন জোনের ঠিক ওপরেই। 
লিগের এই শেষ ধাপে প্রতিটি ম্যাচই তাদের জন্য বাঁচা-মরার লড়াই। তবে স্বস্তির খবর হলো, ‘স্পোর্ট’ এর বিপক্ষে পরবর্তী ম্যাচে তিনি ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।
সান্তোসের হয়ে প্রথম বিভাগে টিকে থাকার ওপরই নির্ভর করছে নেইমারের চুক্তি নবায়নের বিষয়টি। অন্যদিকে, ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল জাতীয় দলে নিজের জায়গা ফিরে পাওয়াও তার জন্য কঠিন হয়ে উঠছে। ২০২৩ সালে জাতীয় দলের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়ার পর আর হলুদ জার্সিতে দেখা যায়নি তাকে। 
কোচ কার্লো আনচেলত্তির হাতে এখন আক্রমণভাগের প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই, ফলে দলে ফেরার লড়াইয়ে সময় দ্রুত ফুরিয়ে আসছে নেইমারের জন্য।

 

Aminur / Aminur

সতীর্থকে চড় মেরে লাল কার্ড: ওল্ড ট্র্যাফোর্ডে এভারটন তারকার অবিশ্বাস্য কাণ্ড

ছন্দে ফেরার আগেই বড় ধাক্কা: আবারও ইনজুরিতে নেইমার

নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, যা বললেন রুবাবা

সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল

মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ

পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন

বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে

বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা

হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া

জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের

১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০

নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ব্যাটে-বলে দাপট বাংলাদেশের, ফলো অনের শঙ্কায় আইরিশরা