ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

এই শূন্যতা পূরণ হওয়ার নয় : অমিতাভ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-১১-২০২৫ দুপুর ১১:৪৫

রূপালি পর্দায় নিজেদের অমর বন্ধুত্বের বার্তা গানে গানে দিয়ে গিয়েছিলেন তারা। সোমবার (২৪ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নিয়েছেন বলিউডের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র। আর প্রিয় বন্ধু এই প্রয়াণে গভীর শূন্যতায় ডুবেছেন অমিতাভ বচ্চন। 
বন্ধুর অন্তিম যাত্রায় অংশ নেওয়ার পর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন 'বিগ বি'। দীর্ঘদিনের বন্ধু ধর্মেন্দ্রকে হারিয়ে এক অদ্ভুত শূন্যতা অনুভব করছেন অমিতাভ। তিনি লিখেছেন, ‘এক অদ্ভুত শূন্যতা! চারপাশের বাতাস যেন কমে গেছে।’ 
তার কথায়, ‘আর এক স্তম্ভ চিরবিদায় নিলেন, জীবনের রঙ্গমঞ্চ ছেড়ে। অজস্র কোলাহলের মাঝে এক গভীর নিস্তব্ধতা তৈরি করে গেলেন। এই শূন্যতা পূরণ হওয়ার নয়।’
কিংবদন্তী পরিচালক রমেশ সিপ্পির কালজয়ী ছবি 'শোলে'-তে 'জয়' ও 'বীরু'র চরিত্রে এই দুই তারকার বন্ধুত্ব ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক মাইলফলক। 'ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে' গানের মাধ্যমে তাদের সম্পর্ক অমর হয়ে আছে কোটি দর্শকের হৃদয়ে। 
এ বছরই সেই ছবির ৫০ বছর পূর্তি হওয়ার কথা। কিন্তু এর আগেই ভেঙে গেল এই ঐতিহাসিক জুটি। ধর্মেন্দ্রের মৃত্যুর খবর পেয়েই ছেলে অভিষেক বচ্চনকে সঙ্গে নিয়ে তড়িঘড়ি বন্ধুর বাসভবনে ছুটে গিয়েছিলেন অমিতাভ। অন্তিম শয্যায় থাকা 'বীরু'কে নীরবে অনেকক্ষণ ধরে কেবল দেখে গিয়েছেন শোকস্তব্ধ 'শাহেনশা'।

 

Aminur / Aminur