জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য পর্যাপ্ত সময় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কার্যক্রমের সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৭তম বিসিএস প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেইট সংলগ্ন মহাসড়কে এ অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হঠাৎ সড়ক অবরোধের কারণে দুপাশে থেমে যায় যানবাহন চলাচল। ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রী, শিক্ষার্থী, নারী ও শিশুসহ সাধারণ মানুষ। দীর্ঘ যানজটে আটকে পড়ে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়িও।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য অন্তত ছয় মাস সময় দেওয়া হয়, তবে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার আগে মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে। প্রথমবারের মতো লিখিত পরীক্ষায় বসতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য মাত্র দুই মাসের প্রস্তুতি বৈষম্যমূলক। পিএসসি কর্তৃক ঘোষিত লিখিত পরীক্ষার সময়সূচি অত্যন্ত স্বল্প, যা তাদের জন্য 'অযৌক্তিক জুলুম' স্বরূপ। তারা যৌক্তিক সময় বিবেচনা করে লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন।
শিক্ষার্থীরা আরও জানান, ১ হাজার ১০০ নম্বরের বিশাল সিলেবাস দুই মাসে শেষ করা সম্ভব নয়। সময় বাড়ানো না হলে এ পরীক্ষা অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলবে। তাই পরীক্ষা পেছানোর বিষয়ে স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে। আগামী ২৭ নভেম্বর নির্ধারিত পরীক্ষার আগ পর্যন্ত তারা ধাপে ধাপে কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দিয়েছেন।
অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী নুহু আলম বলেন, আমরা বিশ্বাস করি বর্তমান পিএসসি ছাত্রবান্ধব। তারা শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেবে, যেটা শিক্ষার্থীদের পক্ষে থাকবে। ১৯ নভেম্বর থেকে আমাদের ভাইয়েরা অনশনে বসে আছে শহীদ মিনারে। আমরা কয়েক দিন ধরে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। যে অযৌক্তিক সিদ্ধান্ত আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমরা চাই, সরকার একটা জোরালো ভূমিকা রাখবে এবং আমাদের পড়ার টেবিলে ফেরত যাওয়ার সুযোগ দান করবে।
অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা '২৪ এর বাংলায়, বৈষম্যের ঠাই নাই', 'বৈষম্যবিরোধী বাংলায়, স্বৈরাচারের ঠাই নাই', '৪৭ মারা রোডম্যাপ, বাতিল চাই করতে হবে', 'সবাই পায় ছয় মাস, আমরা কেন দুই মাস', 'সময় চাই সময় চাই, যৌক্তিক সময় চাই'সহ বিভিন্ন স্লোগান দেন। এই অবরোধের ফলে সাভার, নবীনগর এবং এর আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এমএসএম / এমএসএম
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ