হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল (HATI)-এর ১০৫ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ জেলা কমিটি অনুমোদন
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল (HATI)–এর ১০৫ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। ময়মনসিংহ নগরীর মাসকান্দা আয়েশ রেস্টুরেন্টে এক সুশৃঙ্খল, সৌহার্দ্যপূর্ণ ও অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কো-চেয়ারম্যান এনায়েত উল্লাহ সাইদ। উদ্বোধন করেন ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন এবং প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মহাসচিব অ্যাডভোকেট আবজাল হোসাইন মৃধা। এছাড়াও ময়মনসিংহ চরপাড়ার মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারের প্রধান নির্বাহী পরিচালক আব্দুর রহমান বাবুল সহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অসংখ্য মানবাধিকার কর্মী, সামাজিক সংগঠক ও অতিথিরা এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। ঘোষিত নতুন কমিটিতে— অ্যাডভোকেট মো. অন্তর সভাপতি এবং সাদিকুর রহমান পাবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নতুন নেতৃত্বকে দায়িত্ব হস্তান্তরের অংশ হিসেবে সংগঠনের গুরুত্বপূর্ণ পাঁচজন দায়িত্বশীল নেতাকে আইডি কার্ড পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তারা মানবাধিকার কার্যক্রমের গুরুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তারা বলেন— মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ, নারীর নিরাপত্তা, শিশু সুরক্ষা এবং সমাজে ন্যায়-সমতা প্রতিষ্ঠার জন্য মাঠপর্যায়ে কাজ আরও জোরদার করতে হবে। তারা রক্তদান কার্যক্রম, আইনি সহায়তা প্রদান, মানবিক সহযোগিতা, দুর্বল জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ—এসব কার্যক্রমকে জেলার সর্বত্র বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তাদের কথায় বারবার উঠে আসে একটাই বার্তা— “মানুষ মানুষের জন্য”, আর তাই প্রতিটি সদস্যকে মানবিক মূল্যবোধের জায়গায় দৃঢ় অবস্থান নিতে হবে। কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেন যে নতুন কমিটি দায়িত্বশীলতা, সততা, মানবিকতা ও আন্তরিকতা নিয়ে কাজ করে ময়মনসিংহ জেলায় মানবাধিকার আন্দোলনকে আরও গতিশীল করবে। নতুন কমিটির অনুমোদনের মাধ্যমে HATI ময়মনসিংহ জেলায় মানবাধিকার কার্যক্রমে নতুন গতি ও প্রাণ ফিরে পাবে—এমনই প্রত্যাশা সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের।
এমএসএম / এমএসএম
কুমিল্লা সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা
‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম
কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান
রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার
প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান
তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা
শেরপুরে সরিষার বাম্পার ফলনের আশা: উৎপাদিত সরিষায় জেলার শতকরা ৭০ ভাগ ভোজ্যতেলের চাহিদা পূরণ হবে
আইনশৃঙ্খলা জোরদারে মনপুরার হাট–বাজারে নৌবাহিনীর ফুট পেট্রোলিং
সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পন্যসহ ২ জন আটক
মান্দায় দখলদারিত্ব ধরে রাখতে ফসল বিনষ্টে আগাছানাশক প্রয়োগ
তানোরে অবশেষে তালন্দ কলেজের নিয়োগ বোর্ড স্থগিত!