নড়াইলের পুরুলিয়ায় নিরীহ পরিবারের গাছ-গাছালি কেটে নেয়াসহ নানাভাবে হয়রানির অভিযোগ
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া পশ্চিমপাড়ার বাসিন্দা রতন মীরের বাড়ির গাছ-গাছালি জোরপূর্বক কেটে নেয়া, জমিদখলের অপচেষ্টাসহ নানাভাবে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।ক্ষমতার অপব্যবহার করে রতন মীরের বাড়ির সীমানা প্রাচির ভেঙ্গে গাছ কেটে নেয়া, ফল পেড়ে নেয়া, সুপারী-নারিকেল, বাঁশ বিক্রি করে দেয়া, পুকুরের মাছ মেরে ফেলা ও মাছ ধরে নেওয়ার অভিযোগ উঠেছে গ্রামের মাতবর রুকু শেখ ও কবির শেখের বিরুদ্ধে।এমনকি রতন মীরের ছেলে তারেক মীরের জামাইসহ স্বজনদের অপমান অপদস্থ ও নানাভাবে হেনস্তা করা হচ্ছে।
অভিযোগে জানা গেছে, পুরুলিয়া গ্রামের সম্ভান্ত শিক্ষিত সমশের মীরের পুত্র রতন আলী মীরও শিক্ষিত এবং চাকুরীজীবি ছিলেন।রতন মীরের সহায় সম্পত্তি দেখাশুনার জন্য বাড়িতে বোন, বোনের স্বামী কালা মিয়া ও তার ছেলেমেয়েদের বসবাসের ব্যবস্থা করেন তিনি।রতন মীরের ছেলেদের প্রবাস জীবন ও দেশের বিভিন্ন স্থানে অবস্থান করা ও সরলতার সুযোগ নিয়ে জোরপূর্বক জমি-জমা ও সহায় সম্পদ নিজেদের দখলে নিতে নানা কুটকৌশল আটতে থাকেন বোনের ছেলেরা। রতন মীরের সেজো ছেলে তারেক আলী মীর পৈতৃক ভিটাতে বসবাস করতে চাইলেও ফুফাতো ভাই কবির শেখ ও রুকু শেখ এবং ভাইপোদের পেশীশক্তির ভয়ে নিজের বাড়ি ছেড়ে বর্তমানে তিনি নড়াইল শহরে বসবাস করছেন। রুকু শেখ ও কবির শেখের অত্যাচার ও হুমকি-ধামকিতে নিরীহ তারেক আলী মীর ও পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে ভীতসম্ভ্রস্ত অবস্থায় দিনাতিপাত করছেন। পেশি শক্তি ও অধিপত্য বিস্তার করে জোর জবরদস্তিপূর্বক নানা সমশের মীরের সহায় সম্পত্তির বড় অংশ নিজেদের দখলে নেয়ারও অভিযোগ রয়েছে।এছাড়া রুকু শেখ ও কবির শেখ নানা কৌশলে নিজের বোনেদের জমি লিখে নেয়ায় সেই জমি উদ্ধারে বোনের ছেলেরা দ্বারে দ্বারে ঘুরছেন। প্রতিবেশীদের সঙ্গে যাতায়াতের পথ নিয়েও বিরোধে জড়িয়েছেন তারা। রুকু শেখ ও কবির শেখ পুরুলিয়ার আদি বাসিন্দা না হয়েও নানা বাড়িতে বসবাস করে বিভিন্ন কাজে খবরদারী ও পেশিশক্তি ব্যবহার করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সহায়-সম্পত্তি পূনরুদ্ধার ও জানমাল রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারেক আলী মীর ও তাদের স্বজনরা।
এ ব্যাপারে রুকু শেখ ও কবির শেখ বলেন, সমাজে হেয় প্রতিপন্ন করতে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।আমরা কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত নেই।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,বিষয়টির ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
কুমিল্লা সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা
‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম
কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান
রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার
প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান
তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা
শেরপুরে সরিষার বাম্পার ফলনের আশা: উৎপাদিত সরিষায় জেলার শতকরা ৭০ ভাগ ভোজ্যতেলের চাহিদা পূরণ হবে
আইনশৃঙ্খলা জোরদারে মনপুরার হাট–বাজারে নৌবাহিনীর ফুট পেট্রোলিং
সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পন্যসহ ২ জন আটক
মান্দায় দখলদারিত্ব ধরে রাখতে ফসল বিনষ্টে আগাছানাশক প্রয়োগ
তানোরে অবশেষে তালন্দ কলেজের নিয়োগ বোর্ড স্থগিত!