ঢাকা রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

নড়াইল ২ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন পেলেন লায়ন মোঃ নুর ইসলাম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১১-২০২৫ দুপুর ৪:৫৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল–২ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেলেন লায়ন মোঃ নুর ইসলাম। দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে সক্রিয় থাকা এই জনপ্রিয় ব্যক্তিত্বের প্রার্থিতা ঘোষণার পর থেকেই এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও উৎসবের আমেজ।

মনোনয়ন পাওয়ার পর এলাকাবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে লায়ন নুর ইসলাম বলেন, “আমি নড়াইলের সন্তান। এই জেলার মাটি, মানুষ আর ইতিহাস আমার গর্ব। নড়াইল–২ আসনের জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে প্রথম লক্ষ্য হবে প্রতিটি ঘরে পাইপলাইনে গ্যাস পৌঁছে দেওয়া। একইসঙ্গে এই অঞ্চলকে একটি স্বনির্ভর মডেল জেলায় রূপান্তর করা—এটাই আমার অঙ্গীকার এবং স্বপ্ন।”

তিনি আরও বলেন, “আমার বিশ্বাস—জনগণ আস্থা রাখলে নড়াইলের উন্নয়নে বড় পরিবর্তন আসবে। শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা, দক্ষ যুবশক্তিকে কর্মসংস্থানের সুযোগ, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, রাস্তা–ঘাটের উন্নয়নসহ স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যুক্ত করা হবে। আমি রাজনৈতিক প্রতিশোধ নয়—সেবা ও উন্নয়নের রাজনীতি করতে চাই।”

স্থানীয় নেতারা জানিয়েছেন, লায়ন নুর ইসলাম বহু বছর ধরে ব্যক্তিগত তহবিল থেকে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন, মসজিদ–মন্দিরে অবদান রেখেছেন, বিভিন্ন সামাজিক সংগঠনকে সহযোগিতা করেছেন এবং এলাকায় যুবসমাজকে সংগঠিত করেছেন। তাঁর আচরণ, সহজ-সাবলীল ব্যক্তিত্ব এবং সেবামুখী মনোভাবের কারণেই তিনি স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন।

মনোনয়ন ঘোষণার পর থেকেই নড়াইল শহর, কালিয়া, নড়াইল সদর ও লোহাগড়া অঞ্চলে তার সমর্থকদের ব্যানার–পোস্টার চোখে পড়ছে। যুবসমাজ, কর্মঠ শ্রমজীবী মানুষ এবং স্থানীয় উদ্যোক্তারা তাঁর পক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।

একজন তরুণ উদ্যোক্তা বলেন, “নুর ইসলাম ভাই শুধু কথা বলেন না—কাজ করেন। আমরা তাঁর ওপর আস্থা রাখি। তিনি নির্বাচিত হলে নড়াইল সত্যিই বদলে যাবে।”

এদিকে স্থানীয় রাজনৈতিক মহলেও এই মনোনয়নকে একটি সম্ভাবনাময় সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। অনেকেই মনে করছেন, নড়াইল–২ আসনে একটি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে, যেখানে পরিবারিক প্রভাব বা পুরনো দলীয় ওপরমহলের পরিবর্তে জনগণের কাছে গ্রহণযোগ্য ও সেবামুখী নেতৃত্ব সামনে আসবে।

লায়ন নুর ইসলাম শেষ বক্তব্যে বলেন, “আমি ভোট চাই ক্ষমতার জন্য নয়, সেবার জন্য। আমার প্রতিশ্রুতি—জনগণের পাশে থাকব, কাজ করে দেখাব। উন্নয়ন ছড়িয়ে দেব ঘরে ঘরে। ইনশাল্লাহ, আমরা একসঙ্গে নড়াইলকে এগিয়ে নিয়ে যাব।”

মনোনয়নকে ঘিরে তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে এখন বাড়ছে আশাবাদ এবার নড়াইল–২ আসনে দেখা যেতে পারে নতুন নেতৃত্বের উত্থান।

এমএসএম / এমএসএম

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান

রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার

প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান

তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা

শেরপুরে সরিষার বাম্পার ফলনের আশা: উৎপাদিত সরিষায় জেলার শতকরা ৭০ ভাগ ভোজ্যতেলের চাহিদা পূরণ হবে

আইনশৃঙ্খলা জোরদারে মনপুরার হাট–বাজারে নৌবাহিনীর ফুট পেট্রোলিং

সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পন্যসহ ২ জন আটক

মান্দায় দখলদারিত্ব ধরে রাখতে ফসল বিনষ্টে আগাছানাশক প্রয়োগ

তানোরে অবশেষে তালন্দ কলেজের নিয়োগ বোর্ড স্থগিত!

রাজস্থলীতে পুলিশের অভিযানে চুরির মামলা গ্রেফতার ২

আত্রাইয়ে ফসলি জমির মাটি কাটার মহোৎসব: হুমকিতে কৃষি ও গ্রামীণ জনপথ