ঢাকা সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

‘ফুটবলের প্যারোডি’ ছেড়ে মেসিকে ছুটি নেওয়ার পরামর্শ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১২-২০২৫ বিকাল ৫:১২

আর্জেন্টিনার বিশ্বকাপ ট্রফি জয়ের স্মৃতি এখনো অমলিন। চার বছর পেরিয়ে কয়েক মাসের মধ্যে শিরোপা ধরে রাখার মিশনে নামতে হবে আলবিসেলেস্তেদের। এই মিশনে লিওনেল মেসি থাকবেন কি না তা নিশ্চিত নয়। শারীরিক ও মানসিকভাবে ফিট থাকার ওপর নির্ভর করছে তার বিশ্বকাপে খেলার বিষয়টি। সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে কাজ করা ফার্নান্দো সিগনোরিনি তাকে ছুটিতে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

মেজর লিগ সকারে খেলে মেসির ধার নষ্ট হচ্ছে মনে করেন সিগনোরিনি। এই প্রতিযোগিতাকে তিনি ‘ফুটবলের প্যারোডি’ আখ্যা দিয়েছেন। ম্যারাডোনার সাবেক ট্রেইনার বললেন, আগামী আসরে বিশ্বকাপ ট্রফি ধরে রাখাকেই অগ্রাধিকার দেওয়া উচিত। আর এজন্য পরিবারকে নিয়ে কিছুদিন ছুটিতে যেতে ও ইন্টার মায়ামি থেকে অল্প সময়ের ধারে অন্য ক্লাবে খেলতে পরামর্শ দিয়েছেন তিনি।

আর্জেন্টিনা জাতীয় দলের কিংবদন্তি সাবেক ফিটনেস কোচ সুপার দেপোর্তিভো রেডিওকে বলেছেন, ‘লিওর উচিত বিশ্বকাপকে অগ্রাধিকার দেওয়া। সে এখন (ইন্টার মায়ামিতে) যেখানে খেলছে, সেটা ফুটবল নয়, ফুটবলের প্যারোডি।’

লা লিগায় বার্সার জার্সিতে মেসির ফেরার জল্পনার অবসান হলেও মায়ামি থেকে তার অন্য ক্লাবে ধারে খেলার গুঞ্জন থামেনি। সিগনোরিনি চান, অন্তত মায়ামির হয়ে খেলা থেকে যেন কিছুদিনের বিরতিতে যান আটবারের ব্যালন ডি’অর জয়ী। তিনি বললেন, ‘বিশ্বকাপের তিন মাস আগে, তার উচিত অন্তত এক মাস পরিবারের সঙ্গে সময় কাটানো, নিজেকে প্রাণবন্ত করার জন্য। তারপর মাঠে না থাকায় যে ক্ষুধা তৈরি হবে, সেটা নিয়ে ফিরে আসুক। মূলকথা, তাকে বিশ্বকাপকে অগ্রাধিকার দিতে হবে। আর হ্যাঁ, সে যেন প্রথম মিনিট থেকে প্রতি ম্যাচে খেলার কথা চিন্তা না করে।’

মেসি এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিশ্বকাপ মিশনে তিনি দলের বোঝা হতে চান না। কেবল শারীরিক ও মানসিকভাবে ফিট থাকলেই বিশ্বমঞ্চে জাদু দেখাবেন। আপাতত এলএমটেনের চোখ এমএলএস কাপে। আগামী শনিবার ভ্যাঙ্কুভারের বিপক্ষে ফাইনাল খেলবে মায়ামি। 

এমএসএম / এমএসএম

‘ফুটবলের প্যারোডি’ ছেড়ে মেসিকে ছুটি নেওয়ার পরামর্শ

বিপিএলের পরই বিশ্বকাপ, যা বলছেন বাংলাদেশের কোচ

টানা তৃতীয় ম্যাচে হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ

ঝোড়ো হাফসেঞ্চুরি-সেঞ্চুরি, ১৬ ছক্কায় রেকর্ডবুকে অভিষেক

অবশেষে তৃতীয় টি-টোয়েন্টির স্কোয়াডে শামীম

একটি ট্রফি জিতে আরেকটির অপেক্ষায় মেসির মায়ামি

সাইফুদ্দিন ঝড়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের রুদ্ধশ্বাস জয়

বিপিএলের নিলাম থেকে বাদ, প্রতিক্রিয়ায় যা বললেন বিজয়

ফেনীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ইনজুরি নিয়েও গোল করলেন, করালেন নেইমার

সৌদি আরবে নারী টি-টোয়েন্টি টুর্নামেন্ট

বাংলাদেশের বিপক্ষে সাফল্যের রহস্য জানাল আয়ারল্যান্ড

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ