বহিষ্কৃত নেতার তান্ডবে অতিষ্ট উত্তরা-এয়ারপোর্টের সর্বমহল
ঐতিহাসিক ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর উত্তরায় না চাঁদাবাজি, দখলদারিত্ব ও অনৈতিক কর্মকাণ্ডে জরিত থাকার কারণে উত্তরা-পশ্চিম থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আজমল হুদা মিঠু বহিস্কৃত হওয়ার পরও যেন থামছে না তার তান্ডব এমন অভিযোগ উঠেছে সর্বমহলে।
সম্প্রতি এয়ারপোর্ট রেস্তোরাঁ ও কার্গো পার্কিং টেন্ডারের বিষয়ে খোলসা হন তিনি। বেবিচক থেকে রেস্তোরাঁ পাওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে তিনি নিম্ন আয়ের সাধারণ মানুষগুলোকে কোনঠাসা করে রেখেছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীদের অনেকেই।
ভূক্তভোগীরা বলেন, আমরা কোনো দিন ফ্যাসিস্ট মুক্ত হতে পারবো কি? রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে কি হবে এখন বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের ছত্রছায়ায় থেকে অনেকই ধরা কে সরা জ্ঞান করে চলেছেন। তেমনিই এক নেতা আজমল হুদা মিঠু। ৫ আগষ্টের পরে আজমল হুদা মিঠুর নানান কর্মের চিত্র বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জেনেছি। এছাড়াও দল থেকে বহিষ্কৃত হয়েছেন বলেও নিশ্চিত করছেন গণমাধ্যম গুলো। তারপরও তিনি অদৃশ্য ক্ষমতায় এখন আরও বেপরোয়া। রেস্তোরাঁটি লিজ নেওয়ার পর থেকেই এয়ারপোর্টে গড়ে তুলছেন এক রামরাজত্ব। অসহায় গরীব মানুষের দীর্ঘ সময়ের ছোট ছোট খাবারের দোকানগুলো ভেঙে ফেলেছেন, এমন কি ক্ষুধার্তদের সামনে থেকে খাবারের প্লেট ফেলে দিতেও দ্বিধা করেন নি। ৪০০ /৫০০ টাকায় দৈনিক ভিত্তিতে কাজ করেন অনেকই সিএনএফ এজেন্ট কোম্পানিতে। সেখানে ভাত বিল যদি দিতে হয় ২০০-২৫০ টাকা তবে তারা জীবিকা নির্বাহ করবে কিভাবে এমন প্রশ্ন অনেকের। এছাড়াও, কিছু কিছু অসহায় নারীরা স্বল্প দামে ভাত /রুটি বিক্রি করে সংসার চালাতো। তাদের প্রতিও তিনি ন্যূনতম মানবিকতা দেখান নি বলে ক্ষোভ প্রকাশ করছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বিধবা নারী।
আজমল হুদা মিঠু একটু মানবিক হলে একটু কৌশলে তাদেরকে কাজে লাগাতে পারতো, এমন মন্তব্য করেছেন নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যবসায়ী।
এছাড়াও, বিভিন্ন সূত্রে জানা যায়, কার্গো পার্কিং এরিয়া ভাড়ায় নেওয়ার চুক্তি থাকলেও অভ্যন্তরীণ পুরো রাস্তার গাড়িগুলো চাঁদা নিয়ন্ত্রিত হয় তারই ইশারায়। নিয়ম অনুযায়ী ট্রাক/ বাস / মিনিবাসের কার্গো পার্কিং এরিয়ার প্রথম প্রবেশ মূল্য ১৫০ টাকা করে ধার্য করা হয় ৩ ঘন্টায়। এছাড়াও লেট ফি হিসেবে ৬০ টাকা নেওয়া হয় পরবর্তী প্রতি ঘন্টায়। কিন্তু প্রশ্ন উঠেছে রাস্তায় থাকা গাড়িগুলো থেকে অবৈধভাবে চাঁদাবাজী নিয়ে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কাভার্ড ভ্যান চালক বলেন, আমরা পন্যসামগ্রি লর্ড করতে গেইট বা তার পাশের রাস্তায় স্বল্প সময়ের জন্য দাঁড়ালেও পি আর ইন্টারন্যাশনালকে চাঁদা দিতে হয় ১৫০ টাকা করে। যদিও ইতিপূর্বে এই চাঁদা ছিল ৮০ টাকা করে কিন্তু এখন তা দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণে। প্রতিদিন কতোগুলো গাড়ি থেকে অবৈধ ভাবে চাঁদা নেওয়া হয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিদিন প্রায় ১৫০ থেকে ১৯০ টি গাড়ি থেকে ১৫০ টাকা করে রাস্তার ভাড়া বাবদ টাকা আদায় করা হয়। আমাদের বলার বা শোনার কেউ নেই।
অবৈধভাবে প্রতিদিন প্রায় ২৮ থেকে ৩০ হাজার টাকা উঠে রাস্তা থেকে। যার মালিক সরকার হলেও লাভের গুড় খায় পি আর ইন্টারন্যাশনাল।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নেতা বলেন , দল যাকে বহিষ্কার করেছে, তাকে নিয়ে কি কথা থাকতে পারে। দল আজমল হুদা মিঠুএর বহিস্কৃত আদেশ প্রত্যাহার করেছে বলে জনমুখে শোনা যায়, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না প্রত্যাহার করা হয় নাই। তবে যারা বলছেন তাদের প্রত্যাহারের আদেশ কপি দেখাতে বলেন। দলের এমন কর্মী দলের জন্য ক্ষতির কারণ। আমরা তো বলছি না আপনি চাঁদাবাজী করেন। অন্যায়কারীদের শাস্তি দেওয়ার বিষয়টা এখন প্রশাসনের কাজ। প্রশাসন বা ভুক্তভোগী কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না এটা তো আমার জানার কথা না। আর কারা তাকে আশ্রয় দিচ্ছে তাকে খুঁজে বের করে তাকে প্রশ্ন করলে ভালো উত্তর পাবেন আশা করি।
এবিষয়ে জানতে পি আর ইন্টারন্যাশনালের অংশীদার আজমল হুদা মিঠুর কাছে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
এমএসএম / এমএসএম
ক্র্যাবের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
জনতা ব্যাংকে জাতীয়তাবাদী বৈষম্য নিরসন কমিটি গঠন
গ্লোবাল ই-ওয়েস্ট সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত
বহিষ্কৃত নেতার তান্ডবে অতিষ্ট উত্তরা-এয়ারপোর্টের সর্বমহল
খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া-মাহফিল
বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আবু তাহের
বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম, ঢাকা’র বনভোজন–২০২৫
জাতীয় ঐক্য ধরে রাখতে খালেদা জিয়ার সুস্থ্যতা অপরিহার্য --মাহিদুর রহমান
দৈনিক বাংলার ডাকের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
মিটফোর্ড হাসপাতালে কেন্দ্রীয় মসজিদে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল
“রূপসী বাংলা-২০২৫” পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিজি হেলথকেয়ারের বিশেষ দোয়া মাহফিল