ঢাকা রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মেসিকে ৯০ মিনিট নিয়ন্ত্রণ করা কঠিন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২১ দুপুর ১২:১৮

সমালোচনাটা বাড়ছিল প্রতিদিন। লিওনেল মেসি পিএসজিতে যোগ দিয়েছেন অনেক দিন। কিন্তু খেলেছেন কেবল তিন ম্যাচ। সেখানেও কোনো গোল বা অ্যাসিস্ট নেই। দুশ্চিন্তা তাই ভর করেছিল অনেকের মনে। পিএসজির হয়ে প্রথম গোলটি গত রাতে পেয়ে গেছেন মেসি। 

সেটাও চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে। সাবেক গুরু পেপ গার্দিওলার ম্যান সিটির বিপক্ষে। তাতে দলকেও জয় এনে দিয়েছেন ২-০ গোলে। ম্যাচশেষে এক সময়ের শিষ্যকে প্রশংসায় ভাসিয়েছেন গার্দিওলা। বলেছেন, ম্যাচের ৯০ মিনিট মেসিকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন কাজ। 

তিনি বলেছেন, ‘মেসিকে ৯০ মিনিট ধরে নিয়ন্ত্রণ করা কঠিন। তাকে থামানো কঠিন। সে যাতে বল কম পায়, আমাদের সেই চেষ্টা করতে হতো। আজকে আমরা এমন কিছু করেছি, যেটা আমরা জানি কীভাবে করতে হতো। ভালো হোক বা খারাপ। কিন্তু আমরা যা, তা-ই।’

তাদের কিছু অসাধারণ খেলোয়াড় আছে, বার্সায় যেমন মেসি-নেইমার-সুয়ারেজ ছিল। খুব বেশি দল এমন খেলোয়াড় থাকে না। পিএসজির আছে।
পেপ গার্দিওলা
কেবল লিওনেল মেসিই নন, কিলিয়ান এমবাপে ও নেইমার জুনিয়র ছাড়াও আছেন সময়ের এক ঝাঁক সেরা ফুটবলার। তাদের সবাইকে আটকে রাখা কঠিন কাজ, মানছেন গার্দিওলাও। সঙ্গে তিনি বলছেন, এমন ফুটবলারদের খুব কম দলই একসঙ্গে পায়। পিএসজি সেই সৌভাগ্যবানদের একজন।  

তিনি বলেছেন, ‘তারা জায়গাটা দখল করেছে। তাদের কিছু অসাধারণ খেলোয়াড় আছে, বার্সায় যেমন মেসি-নেইমার-সুয়ারেজ ছিল। খুব বেশি দল এমন খেলোয়াড় থাকে না। পিএসজির আছে। আমরা তাদের নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি দুইটা সমাধানই জানি-ডিফেন্ড করা আর বল পাওয়ার জন্য প্রার্থনা করা। এরপর ওই বল দিয়ে সুযোগ তৈরি করা।’

আলাদা করে পিএসজি মিডফিল্ডার ভেরোত্তির প্রশংসা করে গার্দিওলা বলেছেন, ‘আমি তার প্রেমে পড়ে গেছি। সে অসাধারণ। এমনকি চাপের মুখেও সে মিডফিল্ডকে ফ্রি রাখার মতো পাস দিয়েছে। আমরা তাকে দ্বিতীয়ার্ধে অনেকটা নিয়ন্ত্রণ করেছি কিন্তু প্রথমার্ধে সে ছিল দুর্দান্ত।’

এমএসএম / এমএসএম

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন