ঢাকা বৃহষ্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

মেসিকে ৯০ মিনিট নিয়ন্ত্রণ করা কঠিন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২১ দুপুর ১২:১৮

সমালোচনাটা বাড়ছিল প্রতিদিন। লিওনেল মেসি পিএসজিতে যোগ দিয়েছেন অনেক দিন। কিন্তু খেলেছেন কেবল তিন ম্যাচ। সেখানেও কোনো গোল বা অ্যাসিস্ট নেই। দুশ্চিন্তা তাই ভর করেছিল অনেকের মনে। পিএসজির হয়ে প্রথম গোলটি গত রাতে পেয়ে গেছেন মেসি। 

সেটাও চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে। সাবেক গুরু পেপ গার্দিওলার ম্যান সিটির বিপক্ষে। তাতে দলকেও জয় এনে দিয়েছেন ২-০ গোলে। ম্যাচশেষে এক সময়ের শিষ্যকে প্রশংসায় ভাসিয়েছেন গার্দিওলা। বলেছেন, ম্যাচের ৯০ মিনিট মেসিকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন কাজ। 

তিনি বলেছেন, ‘মেসিকে ৯০ মিনিট ধরে নিয়ন্ত্রণ করা কঠিন। তাকে থামানো কঠিন। সে যাতে বল কম পায়, আমাদের সেই চেষ্টা করতে হতো। আজকে আমরা এমন কিছু করেছি, যেটা আমরা জানি কীভাবে করতে হতো। ভালো হোক বা খারাপ। কিন্তু আমরা যা, তা-ই।’

তাদের কিছু অসাধারণ খেলোয়াড় আছে, বার্সায় যেমন মেসি-নেইমার-সুয়ারেজ ছিল। খুব বেশি দল এমন খেলোয়াড় থাকে না। পিএসজির আছে।
পেপ গার্দিওলা
কেবল লিওনেল মেসিই নন, কিলিয়ান এমবাপে ও নেইমার জুনিয়র ছাড়াও আছেন সময়ের এক ঝাঁক সেরা ফুটবলার। তাদের সবাইকে আটকে রাখা কঠিন কাজ, মানছেন গার্দিওলাও। সঙ্গে তিনি বলছেন, এমন ফুটবলারদের খুব কম দলই একসঙ্গে পায়। পিএসজি সেই সৌভাগ্যবানদের একজন।  

তিনি বলেছেন, ‘তারা জায়গাটা দখল করেছে। তাদের কিছু অসাধারণ খেলোয়াড় আছে, বার্সায় যেমন মেসি-নেইমার-সুয়ারেজ ছিল। খুব বেশি দল এমন খেলোয়াড় থাকে না। পিএসজির আছে। আমরা তাদের নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি দুইটা সমাধানই জানি-ডিফেন্ড করা আর বল পাওয়ার জন্য প্রার্থনা করা। এরপর ওই বল দিয়ে সুযোগ তৈরি করা।’

আলাদা করে পিএসজি মিডফিল্ডার ভেরোত্তির প্রশংসা করে গার্দিওলা বলেছেন, ‘আমি তার প্রেমে পড়ে গেছি। সে অসাধারণ। এমনকি চাপের মুখেও সে মিডফিল্ডকে ফ্রি রাখার মতো পাস দিয়েছে। আমরা তাকে দ্বিতীয়ার্ধে অনেকটা নিয়ন্ত্রণ করেছি কিন্তু প্রথমার্ধে সে ছিল দুর্দান্ত।’

এমএসএম / এমএসএম

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

খাজাকে অবসরে যেতে বললেন ক্লার্ক, নিষেধ করলেন যারা

সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের দীপ্তি শর্মা

নিষ্প্রভ সাকিব, গুসের সেঞ্চুরিতে ফাইনালে ভাইপার্স

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?

দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের

চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে

রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ

উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল

সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে