ঢাকা বৃহষ্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

অবসর নেওয়ার কারণ জানালেন রাসেল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-১২-২০২৫ দুপুর ৪:৫৭

আসন্ন আইপিএলের আগেই আন্দ্রে রাসেলকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। তার পরই সিদ্ধান্ত নেন আইপিএল থেকে অবসর নেওয়ার। তবে অবসর না নিলে আইপিএলের নিলামে তার দল পাওয়ার সম্ভাবনা ছিল। এখনই অবসর নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন রাসেল।

আইপিএলে রাসেলের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো না। যা তার অবসরের অন্যতম কারণ। গত আসরে রাসেলের ব্যাট থেকে এসেছে মাত্র ১৬৭ রান। ক্রিকবাজের সঙ্গে আলাপকালে অবসরের ব্যাখ্যায় উসাইন বোল্ট ও এবি ডি ভিলিয়ার্সের উদাহরণও টেনেছেন তিনি।

রাসেল বলেন, ‘উসাইন বোল্ট, কিংবা এবি ডি ভিলিয়ার্সকে উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে। যখন তারা সেরা ছন্দে থাকা অবস্থাতেই খেলা ছেড়ে দেন, তখন বহু ভক্তই প্রশ্ন করেছিলেন, ‘কেন?’ যখন আমি এই সিদ্ধান্ত নিলাম, তখন মনে হয়েছে এই মুহূর্তে এটিই আমার জন্য সেরা সিদ্ধান্ত। আমি ধীরে ধীরে ম্লান হয়ে যেতে চাই না; আমি একটি কীর্তি বা স্বাক্ষর রেখে যেতে চাই।'

'আমার বিশ্বাস, এমন অবস্থায় অবসর নেয়া উচিত যখন মানুষ ‘কেন?’ জিজ্ঞেস করে, এমন অবস্থায় নয় যখন তারা বলে, 'ঠিক আছে, হ্যাঁ, আপনার তো তিন-চার বছর আগেই অবসর নেওয়া উচিত ছিল।’-যোগ করেন তিনি।

আইপিএল থেকে অবসর নিলেও আগামী আসরে রাসেল কাজ করবেন কলকাতার পাওয়ার কোচ হিসেবে। নিজের নতুন ভূমিকা নিয়ে রাসেল বলেন, ‘আমি যতটা পারি সেই ভূমিকা পালন করার চেষ্টা করব। এমনকি আমার জন্যও এটা (পাওয়ার কোচ) নতুন।'

'আপনি যখন এত বছর ধরে ক্রিকেটের সঙ্গে থাকবেন তখন কোন কিছুই আসলে অসম্ভব নয়। আমাদের অভিষেক (নায়ার), ওয়াট্টো (শেন ওয়াটসন), টিম (সাউদি) এবং ডিজে ব্রাভো আছে। আমরা দ্রুতই এক সঙ্গে বসব এবং সবার ভূমিকা নিয়ে আলোচনা করব। আমি যেকোন বিভাগে সহায়তা করতে পেরে খুশি থাকব— সেটা জিম হোক, ফিটনেস হোক কিংবা অন্য কিছুতে।’-যোগ করেন তিনি।

এমএসএম / এমএসএম

অবসর নেওয়ার কারণ জানালেন রাসেল

এক পায়েও সুন্দর নেইমার, ১৩৩৩ দিন পর হ্যাটট্রিক

৫-১ থেকে স্কোর ৫-৪, ব্যাখ্যা নেই গার্দিওলার কাছে

রেকর্ড ছক্কা ও জয়ে বছর শেষ, শীর্ষে তামিম

বিশ্ব রেকর্ডগড়া তামিমের ফিফটি, সিরিজ জয় বাংলাদেশের

বিশ্ব রেকর্ডগড়া তামিমের ফিফটি, সিরিজ জয় বাংলাদেশের

টস হেরে তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মিডিয়াকে স্বাগত জানাল আজারবাইজান, আড়ালে বাংলাদেশ

বিশ্বকাপে অজানা নম্বর থেকে ফোনের ঢল যেভাবে সামলেছেন জেমাইমা

‘ফুটবলের প্যারোডি’ ছেড়ে মেসিকে ছুটি নেওয়ার পরামর্শ

বিপিএলের পরই বিশ্বকাপ, যা বলছেন বাংলাদেশের কোচ

টানা তৃতীয় ম্যাচে হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ

ঝোড়ো হাফসেঞ্চুরি-সেঞ্চুরি, ১৬ ছক্কায় রেকর্ডবুকে অভিষেক