আপেল নিয়ে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই নতুন চমক। রূপ আর অভিনয় দক্ষতার দিয়ে যেমন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, ঠিক তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সরব। এবার একেবারে নতুন অবতারে ধরা দিলেন এই গুণী অভিনেত্রী, যা দেখে মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া। এই ছবিগুলোতে তার ফ্যাশন স্টেটমেন্ট ছিল একেবারেই ভিন্ন। অভিনেত্রীর পরনে দেখা যায় পাথরের জমকালো কাজ করা লাল রঙের ব্লাউজ, যার সঙ্গে তিনি পরেছেন ধূসর রঙের জিন্স। ঐতিহ্য আর আধুনিকতার এই ফিউশন লুকে জয়া যেন নজর কেড়েছেন সবার।
শেয়ার করা ছবিতে দেখা যায়, কপালে লাল টিপ, মাথার খোঁপায় লাল-সাদা গোলাপ এবং চোখে স্টাইলিশ রোদচশমা তাকে দিয়েছে এক দারুণ আভিজাত্যপূর্ণ লুক। হাতে পরেছিলেন পাথরের তৈরি চুড়ি ও বালা। তবে এই পুরো লুকের সবচেয়ে বড় চমক ছিল তার হাতে থাকা একটি টুকটুকে লাল আপেল।
নায়িকা সেই আপেল নিয়ে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন। কখনও আপেল হাতে ধরে, আবার কখনও মাথায় ব্যালেন্স করে, এমনকি কখনও ঠোঁটের কাছে ঠেকিয়ে ছবি তুলেছেন। এই ছবিগুলো পোস্ট করে জয়া ক্যাপশনে লেখেন, ‘আপেল হয়ো না।’জয়ার এই ব্যতিক্রমী ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মন্তব্য বাক্স। কেউ লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে।’ আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘লাভ অফ মাই লাইফ।’ অনেকে মজা করে আবার লিখেছেন, ‘পুরো আগুন লাগছে। কে কোথায় আছিস জল নিয়ে আয়।’
Aminur / Aminur
‘প্রতারক পুরুষ’ নিয়ে যা বললেন অভিনেত্রী ভাবনা
হিলের জুতা এখন আমার সবচেয়ে বড় ভয় : মিথিলা
আপেল নিয়ে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান
কপিল শর্মাকে হুঁশিয়ারি প্রিয়াঙ্কা চোপড়ার!
নায়িকা হওয়ার লালসা আমার নেই : অহনা
নাটক ছাড়তে হবে এমন কোনো কথা নেই : তানিয়া বৃষ্টি
শাকিব নির্ভরতা ‘সুসংবাদ নয়’ বললেন অপু বিশ্বাস
যা রটবে তা সব সময় বিশ্বাস করবেন না : ঐশ্বরিয়া রাই
নিজের কাজ দিয়েই জায়গা করে নিচ্ছেন পরশমণি
বিয়ে নিয়ে যা বললেন রিয়া চক্রবর্তী
এক সিনেমা করেই ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন হৃতিক!
গায়ে কম্বল জড়িয়েই সাত সকালে কোথায় ছুটলেন মাহি?