ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

বাফুফের টার্ফে সাবেকদের মিলনমেলা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১২-২০২৫ রাত ৯:৩৪

মহান বিজয় দিবস মানেই লাল-সবুজের আবেশ। সেই আবেশকে এবার নতুন মাত্রায় নিয়ে গেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিজয় দিবসের উদযাপনে বাফুফে ভবনের টার্ফে প্রথমবারের মতো মাঠে নামলেন সাবেক নারী ফুটবলাররা। প্রতি বছরই লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে সাবেক পুরুষ ফুটবলাররা খেলতেন। এবার সেই ধারাবাহিকতায় লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেললেন সাবেক নারী ফুটবলাররাও।
বছরের পর বছর ধরে বিজয় দিবসে সাবেক পুরুষ ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ আয়োজন করা হলেও, এবারই প্রথম নারী ফুটবলারদের জন্য আলাদা ম্যাচের ব্যবস্থা করে বাফুফে। লাল ও সবুজ, দুটি দলে ভাগ হয়ে ৩০ মিনিটের এই বিশেষ ম্যাচে খেলেন জাতীয় দলের সাবেক ও পরিচিত মুখগুলো। ঐতিহাসিক এই ম্যাচে ১-০ গোলে জয় পায় সবুজ দল। ম্যাচের একমাত্র গোলটি করেন শ্রাবণী।
মাঠে দেখা গেছে সাবেক অধিনায়ক খুরশিদা খাতুন খুশি, মাহমুদা খাতুন অদিতি, উম্মে হাফসা রুমকি, সুরভী আক্তার ও রেশমা খাতুনের মতো এক সময়ের তারকাদের। দীর্ঘদিন পর একই মাঠে, একই জার্সিতে তাদের উপস্থিতি যেন ফিরিয়ে এনেছিল পুরোনো দিনের নারী ফুটবলের গল্প।
এই ব্যতিক্রমী আয়োজন নিয়ে আবেগ ধরে রাখতে পারেননি সাবেক নারী ফুটবলার মাহমুদা খাতুন অদিতি। তিনি বলেন, ‘এই প্রথম বিজয় দিবসে আমাদের জন্য ম্যাচ আয়োজন করা হয়েছে, এটা আমাদের জন্য গর্বের। অনেকেই দূর-দূরান্ত থেকে এসেছে। আমরা যারা একসময় মাঠে ছিলাম, তাদের জন্য এটা শুধু একটি ম্যাচ নয়, এটা স্মৃতির জায়গা।’
নারীদের ম্যাচের পর অনুষ্ঠিত হয় সাবেক পুরুষ ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ। ৪৫ মিনিটের সেই ম্যাচে সবুজ দল ৪-২ গোলে হারায় লাল দলকে। বয়সের ছাপ থাকলেও মাঠে ছিল অভিজ্ঞতার ঝিলিক। লাল দলের ওয়ালী ফয়সালের বাঁ-পায়ের ফ্রি-কিক কিংবা সবুজ দলের জাহিদ হাসান এমিলির পারফরম্যান্স মুগ্ধ করে উপস্থিত দর্শকদের।
ম্যাচ শেষে জাহিদ হাসান এমিলি বলেন, ‘বিজয় দিবসে মাঠে নামা মানেই আলাদা অনুভূতি। আজকের দিনটাকে আরও বিশেষ করেছে মেয়েদের ম্যাচ। নারী ফুটবলারদের এই স্বীকৃতি অনেক আগেই প্রাপ্য ছিল।’
এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে মাঠের পাশে উপস্থিত ছিলেন বর্তমান জাতীয় দলের খেলোয়াড়রাও। রূপনা চাকমা, স্বপ্না রানী ও তহুরা খাতুনরা খেলা দেখেছেন তাদের পূর্বসূরিদের। অনূর্ধ্ব-২০ নারী দলের কোচ ও সাবেক খেলোয়াড় উম্মে হাফসা রুমকি বলেন, ‘বর্তমান খেলোয়াড়রা দেখেছে, তাদের আগে যারা খেলেছেন তারা কীভাবে মাঠে নিজেদের উজাড় করে দিতেন। এই অভিজ্ঞতা তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

 

Aminur / Aminur

মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য তৃতীয়বারের এমজেসিএল শুরু হচ্ছে

মেসির সফরে বিশৃঙ্খলা, পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী

বাফুফের টার্ফে সাবেকদের মিলনমেলা

আইপিএল নিলাম নিয়ে যা জানা দরকার

লন্ড‌নে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় ফুয়াদের কৃতিত্ব

ইংল্যান্ডের অ্যাডিলেড টেস্টের একাদশে পরিবর্তন

ওয়াংখেড়েতে এক ফ্রেমে ক্রিকেট ঈশ্বর ও ফুটবল জাদুকর

আর্সেনালকে চাপে রাখল ম্যানসিটি

রাফিনিয়ার জোড়া গোলে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা

১০ মিনিটও মাঠে থাকলেন না মেসি, ভাঙচুর চালালেন কলকাতার ক্ষুব্ধ সমর্থকরা

মেসিকে দেখতে ‘হানিমুন বাতিল’, ভক্তদের আবেগ নিয়ে খেলার অভিযোগ!

দুর্নীতির অভিযোগে ভারতের চার ক্রিকেটার নিষিদ্ধ

৭ জন বাইরে, এমবাপেসহ আরও পাঁচ জন শঙ্কায়